শব্দতাণ্ডবের বিরুদ্ধে বার্তা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সরস্বতী পুজোয় মেদিনীপুরে শব্দের তাণ্ডব চলেই। কলেজ মোড় সহ বিভিন্ন এলাকায় প্রচুর জোরে মাইক বাজানো হয়। এর বিরুদ্ধে এগিয়ে এলো সাহাভড়ংবাজার এলাকার নটরাজ ক্লাব। এই ক্লাবের বার্তা, পুজো আনন্দের। কাউকে সমস্যায় ফেলে আনন্দ করা উচিত নয়। পুজোর সময় নির্দিষ্ট বিধি মেনেই মাইক বাজানো হোক। ক্লাবের পক্ষে শঙ্খশুভ্র দাস জানান, আমরা মাইকে শ্রুতিমধুর লোকসঙ্গীত এবং রবীন্দ্র সঙ্গীতই চালাবো। আমরা চাই, শব্দের তাণ্ডব নয়, স্নিগ্ধ পরিবেশে বাগ্দেবীর আরাধনা হোক। নটরাজ ক্লাবের এ বারের থিম ‘বোঝাই করা কলসি হাঁড়ি’। মূল আকর্ষণ হাঁড়ি এবং পটচিত্র।
|
হাতির হানায় মৃত্যু হল বৃদ্ধ, বৃদ্ধার। মৃতেরা হলেন, বিষ্ণুপুর থানার বাঁকাদহ রেঞ্জের পিয়ারডোবা গ্রামের রাজেন মাহাতো (৬৫) এবং বেলিয়াতোড় রেঞ্জের সারেঙ্গা গ্রামের আশালতা কুণ্ডু (৭০)। বন দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার পিয়ারডোবায় মাংসের দোকান রয়েছে রাজেনবাবুর। রবিবার রাতে দোকান বন্ধ করে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় হাতি তাঁকে আছড়ে মারে।সোমবার ভোরে শৌচাগারে যাওয়ার সময়ে হাতির সামনে পড়ে যান আশালতাদেবী। তাঁকেও আছড়ে, থেঁতলে চলে যায় হাতিটি। দু’টি ক্ষেত্রেই বন দফতরের নজরদারির অভাবকেই দায়ী করছেন গ্রামবাসীরা। বন দফতরের তরফে সরকারি নিয়ম মেনে তাঁদের পরিবারকে সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে।
|