হরভজনকে ইরানির নেতা করে
অশ্বিনকে কড়া বার্তা নির্বাচকদের
৩ ফেব্রুয়ারি
ভারতীয় দলে তাঁর জায়গা যে আদৌ নিশ্চিত নয়, তা আজ রবিচন্দ্রন অশ্বিনকে বুঝিয়ে দিলেন জাতীয় নির্বাচকেরা। ইরানি ট্রফিতে (৯ ফেব্রুয়ারি শুরু বেঙ্গালুরুতে) অবশিষ্ট ভারতীয় দলে হরভজন সিংহকে শুধু ফিরিয়ে নেওয়াই হল না, গৌতম গম্ভীরের মতো সিনিয়র ক্রিকেটার দলে থাকা সত্ত্বেও অধিনায়ক করে দেওয়া হল হরভজনকে।
গত কয়েক মাসের বিদেশ সফরে অশ্বিনের শোচনীয় ফর্ম নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। এরাপল্লি প্রসন্নর মতো প্রাক্তন স্পিনার বলেছেন, অশ্বিন উইকেট নেওয়ার চেয়ে রান আটকানোর ব্যাপারে বেশি মন দিচ্ছে। যার ফলে সমস্যা বেড়েছে। প্রসন্ন মনে করেন, এই ফর্মের অশ্বিনকে দলে রাখার চেয়ে হরভজনকে ফিরিয়ে আনা ভাল।
নির্বাচকরাও সম্ভবত এ দিনের ইরানি ট্রফিক দল গড়া মারফত অশ্বিনকে একটা বার্তা দিয়ে রাখলেন। হয় টেস্ট সিরিজে উইকেট নাও। না হলে আমরা তোমার বিকল্প ব্যবস্থা তৈরি রাখছি।
ইরানি ট্রফিতে তাঁকে অধিনায়ক করা হয়েছে, এ কথাটা আনন্দবাজারের কাছেই প্রথম শুনলেন বলে জানালেন হরভজন। ভারতীয় দলে কামব্যাকের মিশনটা তাহলে শুরু হয়ে গেল? মোবাইলে ধরা হলে হরভজন বললেন, “উপরওয়ালা যদি চান, তা হলে অবশ্যই আমি ভারতীয় দলে ফিরে আসব।” সামনে এ বার কী লক্ষ্য রেখে এগোবেন? হরভজনের জবাব, “আমি কোনও লক্ষ্য স্থির করে এগোচ্ছি না। যতটা পারব, উঁচুতে ওঠার চেষ্টা করব।”
হরভজন-গম্ভীরকে দলে ফিরিয়ে যখন নির্বাচকেরা তাঁদের সামনে জাতীয় দলে ফেরার একটা রাস্তা দেখালেন, তখন কিন্তু ব্রাত্যই থেকে গেলেন সহবাগ-যুবরাজরা। দু’জনের কাউকেই দলে রাখা হয়নি। বাংলা থেকে সুযোগ পেয়েছেন অশোক দিন্দা। লক্ষ্মীরতন শুক্ল বরাবরের মতো এ বারও ব্রাত্য থেকে গেলেন।

“আমি কোনও লক্ষ্য সামনে রেখে মাঠে নামি না। মাঠে নামার আগে কোনও স্থির লক্ষ্যও থাকে না। আমি শুধু এটুকুই বলব, যতটা পারব, উঁচুতে ওঠার চেষ্টা করব। আর ভারতীয় দলে ফেরার কথা বলছেন? উপরওয়ালা যদি চান, তা হলে অবশ্যই একদিন আবার জাতীয় দলের হয়ে খেলব।”

“অবশ্যই নির্বাচকরা অশ্বিনকে বুঝিয়ে দিতে চাইছে, তোমার জায়গাটা পাকা নয়। হয় পারফর্ম করো, নয় তো বাদ যাও। হরভজনকে নিয়ে আবার যে নির্বাচকেরা ভাবা শুরু করেছে, ইরানিতে ওকে ক্যাপ্টেন করে দেওয়ার মধ্যে সেটাই স্পষ্ট। আমার মনে হয় অশ্বিন একটা কমফোর্ট জোনে চলে গিয়েছে। এ বার যদি ওর ঘুমটা ভাঙে।”

ঘোষিত টিম: হরভজন সিংহ (ক্যাপ্টেন), জীবনজোৎ সিংহ, গৌতম গম্ভীর, বাবা অপরাজিত, কেদার যাদব, অঙ্কিত বাওনে, দীনেশ কার্তিক, অমিত মিশ্র, পঙ্কজ সিংহ, অশোক দিন্দা, বরুণ অ্যারন, পরভেজ রসুল, অনুরিত সিংহ, নটরাজ বেহরা, মনদীপ সিংহ।

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.