প্রবল গোলাগুলি সামলাতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। গোলাবর্ষণ নিউজিল্যান্ড শিবির থেকে নয়, খোদ দেশজ প্রাক্তন স্পিনারের এরাপল্লি প্রসন্ন। অকল্যান্ডে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামার চব্বিশ ঘণ্টা আগে প্রসন্ন-র কড়া সমালোচনার তির মহেন্দ্র সিংহ ধোনির টিমের প্রধান স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের দিকে। বিশেষ করে বিদেশে তাঁর পারফরম্যান্স নিয়ে।
দক্ষিণ আফ্রিকা সিরিজ আর চলতি কিউয়ি সিরিজে পাঁচটি ওয়ান ডে-তে ৪৬ ওভারে ২৭১ রান দিলেও একটির বেশি উইকেট পাননি তামিলনাড়ুর অফস্পিনার। কারণটা খুব সহজ প্রসন্নর কাছে। “আন্তর্জাতিক মানের ব্যাটসম্যানদের বিপদে ফেলার মতো ক্ষমতা নেই অশ্বিনের। সোজা কথায়, ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে পারছে না অশ্বিন। বিপক্ষকে দুশ্চিন্তায় রাখতে এই গুণটা ভীষণ জরুরি— বিভ্রান্তি তৈরি করা। শুধু ক্রিজে যে তোমাকে খেলছে সে নয়, যে প্যাড পরে বসে আছে তাকেও চাপে রাখতে হবে। ডেলিভারির প্রভাব যেন তার চিন্তাতেও পড়ে,” বলেছেন প্রসন্ন।
বোলিংয়ের সময় অশ্বিনের হঠাৎ ক্রিজে দাঁড়িয়ে পড়ার ট্যাকটিক্স আর ডান হাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে রাউন্ড দ্য উইকেট বল করতে আসা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রসন্ন। “আগ্রাসী হতে হবে বোলারকে। রাউন্ড দ্য উইকেট বল করা মানে তো এলবিডব্লিউ করার ব্যাপারটা থাকছেই না। তার মানে তোমার মানসিকতা নেতিবাচক। শুধু রান আটকাতে চাইছ। উইকেট তুলতে নয়। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না।”
এখানেই থামেননি বর্ষীয়ান স্পিনার। রবীন্দ্র জাডেজার বোলিংও আহামরি কিছু নয় বলে মনে করছেন তিনি। রঞ্জি ট্রফির সেমিফাইনালে পঞ্জাব অধিনায়ক হরভজন সিংহের বোলিং দেখে মুগ্ধ প্রসন্ন বলে দেন, ভারতীয় দলে এই মুহূর্তে ওয়ান ডে ম্যাচে স্পিনার বাছতে হলে তাঁর পছন্দ হরভজন। |