অকল্যান্ডে আজ মরণ-বাঁচন ম্যাচ ভারতের
স্টুয়ার্ট বিনিকে দলে নিয়ে
ঝটকা দিতেই পারে ধোনি
শুধুই কি বোলারদের অফ ফর্ম? নাকি ধোনির দল কিউয়িদের সামলাতে গিয়ে একাধিক টেকনিক্যাল সমস্যায় জর্জরিত?
প্রথম দুই ওয়ানডে-র পর ভারতীয় বোলারদের নিয়ে প্রশ্ন তো উঠছেই, কেউ কেউ আবার এক ধাপ এগিয়ে ইশান্ত শর্মাকে ভিলেনও বানিয়ে দিয়েছেন ইতিমধ্যে।
আমি কিন্তু মনে করি, টিম ইন্ডিয়ার মাথা ব্যথা শুধু বোলিং নয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ধোনির দল ঝলসে উঠতে পারছে না আরও অনেকগুলো কারণে। যার প্রথমেই আসবে ওপেনিংয়ে শিখর ধবন-রোহিত শর্মার জুটি ক্লিক না করা। টানা আটটা ওয়ান ডে ম্যাচে পারফর্ম করতে ব্যর্থ ভারতের এই ওপেনিং জুটি। ওপেনার সমস্যা থাকলে সেই দল লড়াই শুরু হওয়ার মুহূর্ত থেকেই ব্যাকফুটে চলে যায়। এখানেও ঠিক সেটাই হয়েছে।
রোহিত যে ভুলটা করছে, তা হল সীমিত ওভারের ক্রিকেটে বেশি ‘ডট বল’ খেলা। ফলে একটা সময় ওর ওপরেই চাপ বাড়াচ্ছে আস্কিং রেট। ধোনির উচিত এই সমস্যা দূর করতে রোহিতকে ব্যাটিং অর্ডারে নিচের দিকে নিয়ে গিয়ে অজিঙ্ক রাহানেকে তুলে আনা।
আর ধবনের নিজের স্কোরিং এরিয়া সম্পর্কে আরও হোমওয়ার্ক করে মাঠে নামা দরকার। ও প্রধানত থার্ড ম্যান বা পয়েন্ট অঞ্চল দিয়ে কাট কিংবা মিড অফ অঞ্চলকে বেছে নেয় রানের জন্য। ফ্লিকও ওর অন্যতম স্কোরিং শট। কিন্তু এই তথ্যগুলো বিপক্ষ ভাল করে মাথায় ঢুকিয়ে নামছে। সেটা ওকে বুঝতে হবে। প্রিয় পুল শটটাও এই সিরিজে ওর চিন্তা বাড়াচ্ছে। এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা দরকার।

স্টুয়ার্ট বিনি। এখনও টুরিস্ট।
পরপর দু’ম্যাচ হারের পর এই জায়গা থেকে সিরিজ পকেটে পুরতে হলে পরের ম্যাচগুলো জেতা ছাড়া আর কোনও রাস্তা নেই। সেক্ষেত্রে পরের ম্যাচ থেকেই একটা ঝাঁকুনি দরকার টিম ইন্ডিয়ার। আর দল নির্বাচনের ক্ষেত্রে আরও এক জন ব্যাটসম্যান নিয়ে খেলার কথা ভেবে দেখতে পারে ধোনি। এই সিরিজে এখনও পর্যন্ত পাঁচ প্লাস পাঁচ থিওরিতেই খেলছে ধোনির দল। অর্থাৎ পাঁচ ব্যাটসম্যানের সঙ্গে পাঁচ বোলার। সেখানে এক জন স্পিনারকে বসিয়ে এক জন বিশেষজ্ঞ ব্যাটসম্যান খেলাতেই পারে ভারত। এক্ষেত্রে অশ্বিনকে বসানোর কথা ভাবাই যেতে পারে। দু’ম্যাচেই দেখলাম ওভারের পর ওভার হয়ে যাচ্ছে কিন্তু ওর কোনও হেলদোল নেই। রানিং বিটুইন দ্য উইকেটস-ও ভাল না। স্টুয়ার্ট বিনির মতো অলরাউন্ডারকে নামিয়ে দেখা যেতেই পারে। বলের সঙ্গে স্টুয়ার্টের ব্যাটের হাতও মন্দ নয়। আসলে ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, ইশান্ত শর্মা ভারতের লোয়ার অর্ডারের এই তিন ক্রিকেটারের কাছে তিরিশ রান আশা করাও এখন বেশ কষ্টকর।
আর সব কিছুর নিটফল, মিডল অর্ডারের ওপর চাপ বেড়ে যাওয়া। কারণ এই দলে না আছে কোনও মিচেল জনসন। না আছে কোনও জেমস ফকনার। তবে ভরসা একটাই, ভারতের হয়ে কথা বলছে কোহলির বিরাট ব্যাট। এবং চেতেশ্বর পূজারার ফিল্ডিং যতই খারাপ হোক ভারতীয় মিডল অর্ডারে ওর অভাব টের পাওয়া যাচ্ছে।
অকল্যান্ড
জনসংখ্যা: প্রায় ১৪ লক্ষ
স্টেডিয়াম: ইডেন পার্ক
দর্শকাসন: ৫০ হাজার
শেষ ওয়ান ডে: গত বছর ২৬ ডিসেম্বর নিউজিল্যান্ড
(১৫৬) বনাম ওয়েস্ট ইন্ডিজ (১৫৭-৮)।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.