হয়তো দু’বছর পরে নাদালকেই
সর্বকালের সেরা বলতে হবে
|
 |
জয়দীপ মুখোপাধ্যায়: ম্যাচটার আগে নাদালের সার্ভিস-হাতের তালুর ফোস্কা নিয়ে যা-ই আলোচনা হোক, ও যে ফেডেরারের সৌন্দর্যময় টেনিস জীবনে একটা বড়সড় ফোস্কা হয়ে থাকল তা নিয়ে বিন্দুমাত্র আর সন্দেহ নেই।
পায়ের মারাত্মক চোটে এক বছরের বেশি কোর্টের বাইরে ছিল নাদাল। ফিরে এসে গত বছর দু’টো গ্র্যান্ড স্ল্যাম-সহ পেশাদার ট্যুরে দশটা ট্রফি জিতেছিল। তা সত্ত্বেও শুক্রবার অস্ট্রেলীয় ওপেন সেমিফাইনালে ফেডেরারের বিরুদ্ধে নেমেছিল এক দিকে নিজের ওই ফোস্কার যন্ত্রণা আর অন্য দিকে প্রতিদ্বন্দ্বী যখন তুখোড় ফর্মে! |
|
অভিজ্ঞতার জন্যই লি
ফাইনালে ফেভারিট
|
বরিস বেকার: দু’সপ্তাহ আগেও কে ভেবেছিল অস্ট্রেলীয় ওপেনে মেয়েদের ফাইনালে সেরেনা, শারাপোভা, আজারেঙ্কার কাউকেই নেটের কোনও দিকেই দেখতে পাওয়া যাবে না? আমি তো অন্তত ভাবিনি। মেলবোর্নে এই বিভাগটা অঘটন, নাটক আর প্রথম সপ্তাহের অপ্রত্যাশিত আবহাওয়া মিলিয়ে রীতিমতো উত্থান-পতনের মধ্য দিয়ে গিয়েছে।
শনিবারও ফাইনালে এক দিকে জনপ্রিয় এবং মজাদার মেয়ে লি না আর অন্য দিকে এনার্জিতে ভরপুর সিবুলকোভা। অপ্রত্যাশিত ফাইনাল লাইন-আপ। |
 |
|
টস জিতলে আজ
প্রথমে ব্যাটিংটা নাও ধোনি
|
 |
সৌরভ গঙ্গোপাধ্যায়: অকল্যান্ডের ম্যাচটা সিরিজের নিষ্পত্তি করে দিতে চলেছে। যদি নিউজিল্যান্ড ম্যাচটা জিতে যায়, তা হলে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ ওরা জিতে যাবে ৩-০। আর যদি ভারত জেতে, তা হলে বেঁচে থাকবে সিরিজটা। ধোনিরাও একটা সুযোগ পাবে প্রত্যাবর্তন ঘটিয়ে সিরিজটা ছিনিয়ে নেওয়ার। পরিস্থিতি ধরলে, অকল্যান্ডে কিন্তু একটা উত্তেজক ম্যাচের প্রেক্ষাপট তৈরি। |
|
|
|
অশ্বিনকে হঠাও, ফেরাও হরভজনকে |
|
|
|
বাগানের প্রতিপক্ষ
এখন ওডাফার ‘দাদাগিরি’ |
 |
|
প্রাক্তনদের ভর্ৎসনার মধ্যে নরম সুর শুধু ভাইচুংয়ের |
|
|
|
টুকরো খবর |
|
|