আর্মান্দোর নতুন স্ট্র্যাটেজি জল্পনা বাড়াচ্ছে ইস্টবেঙ্গলে নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ইস্টবেঙ্গলে মর্গ্যান জমানার ডিফেন্সিভ হাফ তত্ত্ব কি এ বার হিমঘরে ঢোকাতে চলেছেন আর্মান্দো কোলাসো? বদলে চার মিডিও একই সঙ্গে আক্রমণে গিয়ে রক্ষণ সামলাবেন, এমনই রণকৌশল মাথায় ঘুরছে লাল-হলুদ কোচের। আসন্ন শিল্ড এবং আই লিগের পরবর্তী পর্যায়ে আর্মান্দোর এই নতুন স্ট্র্যাটেজি চালু হবে কি না, বা চালু হলেও কতটা কার্যকর হবে তা নিয়েই জল্পনা শুরু হয়েছে ফুটবলারদের মধ্যেই। এ বার কি ৪-১-৩-২ থেকে সরাসরি ৪-৪-২? কোচ আর্মান্দো কোলাসো কেরলে ফুটবলারদের এমন আভাস দিলেও সংবাদমাধ্যমের কাছে বিস্তারিত কিছু বলতে রাজি নন। গত চার বছর ধরে লাল-হলুদ রক্ষণের সামনে যিনি পাঁচিল তুলে দাঁড়াতেন সেই মিডফিল্ডার মেহতাব হোসেন বলছেন, “নতুন কোচ সব সময়ই চাইবেন তাঁর নিজস্ব কৌশল প্রয়োগ করতে। ব্যাপারটা শুনেছি ভারতীয় দলে ওই ফর্মেশনে আগে খেলেছি। অসুবিধা হবে না।” কিন্তু রাতারাতি স্ট্র্যাটেজি বদল করতে গিয়ে যদি পারফরম্যান্সে প্রভাব পড়ে তখন? লাল-হলুদের অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলছেন, “টেকনিক্যাল ব্যাপারে আমরা কথা বলি না। কী স্ট্র্যাটেজি নেওয়া হবে সেটা কোচ এসে সিদ্ধান্ত নেবেন।” কলকাতা লিগের ডার্বিতে কোচ গোয়া থেকে বিমান বিভ্রাটে আসতে না পারায় আর্মান্দোর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছিলেন লাল-হলুদ কর্তারা। কিন্তু তার পরেই ফেডারেশন কাপে খেলতে চলে গিয়েছিল দল। শুক্রবার রাতে শহরে ঢুকছেন ইস্টবেঙ্গল কোচ। এ বার কি তাঁর সঙ্গে আলোচনায় বসবেন কর্তারা? শীর্ষ কর্তাটি বলছেন, “কোচের সঙ্গে আমাদের নিয়মিত ভাবে আলোচনা হয়। এ বারও বসব। তবে কবে তাঁর সঙ্গে বসব সেটা প্রচারমাধ্যমকে জানাতে পারব না।”এ দিন জিম করেই অনুশীলন সারলেন মোগা-সুয়োকারা। খাবরা, উগা এবং গুরবিন্দর ডাক্তার দেখাতে যাওয়ায় আসতে পারেননি। চিডিও পেট খারাপ হওয়ায় বাড়িতেই ছিলেন। শনিবার থেকে পুরোদমে অনুশীলন শুরু লাল-হলুদে।
|
মোরিনহোর ‘চালে’ মাতা ম্যাঞ্চেস্টারে
নিজস্ব প্রতিবেদন
২৪ জানুয়ারি |
সব জল্পনার অবসান ঘটিয়ে হুয়ান মাতাকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করার অনুমতি দিয়ে দিলেন হোসে মোরিনহো। শুক্রবার সাংবাদিক সম্মেলনে মোরিনহো বলে দেন, “আমি অনুমতি দিয়েছি মাতাকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করতে। জানি সব সমর্থকরা ব্যাপারটা মেনে নিতে পারছেন না। কিন্তু মাতার ইচ্ছের বিরুদ্ধে চেলসি কিছু করতে চায় না।” চিরপ্রতিদ্বন্দ্বী ম্যান ইউ-র কাছে মাতাকে বিক্রি করার খবর ছড়িয়ে পড়তে চেলসির সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়ে যায়। প্রশ্ন তোলা হয় গত দু’বছর যে ফুটবলার টিমের সেরা ছিল, তাঁকে কী করে ছাড়া হচ্ছে? সেটাও আবার ম্যান ইউয়ে? অনেক সমর্থকরা আবার মোরিনহোর বিরুদ্ধে তোপ দেগে পোস্ট করে দেন, “তোমার মাথা খারাপ হয়ে গেছে হোসে।” কিন্তু ব্রিটিশ প্রচারমাধ্যমের মত হচ্ছে, এটা আসলে মোরিনহোর চাল। এখনও প্রিমিয়ার লিগে ম্যান ইউ-এর সঙ্গে ম্যাঞ্চেস্টার সিটি ও আর্সেনালের ম্যাচ বাকি আছে। যারা কি না চেলসির ইপিএল জয়ের রাস্তায় বড় কাঁটা। মাতা সই করায় এই ম্যাচগুলোয় আরও শক্তিশালী হবে ম্যান ইউ। আর সিটি বা আর্সেনালকে মাতা-র ইউনাইটেড হারিয়ে দেওয়া মানে, লাভ মোরিনহোর। এমনি এমনি আর তিনি ‘দ্য স্পেশ্যাল ওয়ান’?
পুরনো খবর: মোয়েসের দুঃস্বপ্ন শেষ হচ্ছে না
|
র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে ধোনিরা, অবশেষে জয় ইংল্যান্ডের
সংবাদ সংস্থা • পারথ
২৪ জানুয়ারি |
তিন মাস পর ক্রিকেটে ‘জেতা কারে কয়’ অনুভূতিটা ফিরে পেল ইংল্যান্ড। পারথে শুক্রবার চতুর্থ ওডিআইয়ে ৫৭ রানে অস্ট্রেলিয়াকে হারান অ্যালিস্টার কুক-রা। বেন স্টোকসের কেরিয়ারের প্রথম হাফসেঞ্চুরি, তার পর বল হাতেও ৩৮ রানে চার উইকেট তুলে নেওয়া দুরন্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়া সফরে প্রথম জয়ের মুখ দেখল ইংল্যান্ড। আদতে নিউজিল্যান্ডে জন্ম হলেও ডারহ্যামের ২২ বছরের অলরাউন্ডারের পাশাপাশি লোয়ার অর্ডারে ইংল্যান্ডের জস বাটলারের ৭১ রানও কম দামি নয়। সিডনিতেই ওয়ান ডে সিরিজ পকেটে পুরে ফেলায় এ দিন মাইকেল ক্লার্ক, শেন ওয়াটসন-সহ চার সিনিয়র প্লেয়ারকে ছাড়াই টিম নামায় অজিরা। তা হলেও ইংরেজদের প্রথমে ব্যাট করতে নেমে অ্যাসেজে ‘ত্রাস’ মিচেল জনসন (০-৭২), জেমস প্যাটিনসনদের (১-৬৩) পিটিয়ে ৩১৬-৮ রান তোলাটা ইংরেজদের বড় কৃতিত্ব। জবাবে অ্যারন ফিঞ্চের সেঞ্চুরি (১০৮) সত্ত্বেও ৪৭.৪ ওভারে ২৫৯ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। চতুর্থ ওয়ান ডে হারায় ওয়ান ডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানও হারাল অস্ট্রেলিয়া (১১৬ পয়েন্ট)। এক নম্বরে উঠে এল ভারত (১১৭) পয়েন্ট।
|
যোগায় রুপো বর্ধমানের
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
রুপো জয়ী জয়শ্রী পাত্র। —নিজস্ব চিত্র। |
জাতীয় স্কুল যোগাসনে একটি রূপো, দু’টি ব্রোঞ্জ পেয়েছে বর্ধমানের জয়শ্রী পাত্র। গুজরাতে খোকরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৯ বিভাগে ব্যক্তিগত স্তরে সে রূপো পায়। একটি ব্রোঞ্জ পায় আর্টিস্টিক যোগে ও অন্যটি দলগতভাবে। ৩৬ সদস্যের রাজ্য দলে বর্ধমানের পাঁচ জন যোগ দিয়েছিলেন। রাজ্য পেয়েছে দু’টি সোনা, ছ’টি রূপো ও ছ’টি ব্রোঞ্জ। টিকরহাটের বাসিন্দা জয়শ্রী ভারতী গার্লসের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী। |