বিশ্বসেরাদের দুঃসময় চলছেই। শনিবার রাতে লিওনেল মেসি গোল করলেও হারের স্বাদ পেতে হয় বার্সেলোনাকে। যে ম্যাচের চব্বিশ ঘণ্টা পরেই আবার লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
ঘটনার প্রেক্ষাপট রবিবার রাতে আটলেটিকো বিলবাও-রিয়াল মাদ্রিদের লা লিগা ম্যাচ। দ্বিতীয়ার্ধে আটলেটিকো অধিনায়ক গুরপেগির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন রোনাল্ডো। রিয়াল মহাতারকাকে ধাক্কা মারার জবাবে গুরপেগির মুখে মারেন সিআর সেভেন। যার পরেই রোনাল্ডোর সঙ্গে প্রায় হাতাহাতি শুরু হয়ে যায় আটলেটিকোর মাঝমাঠ তারকা অ্যান্ডার ইতুরাস্পের। কিন্তু ইতুরাস্পেকে হলুদ কার্ড দেখানো হলেও, রোনাল্ডোর কপালে জোটে লাল কার্ড। মাঠ ছাড়ার আগে আবার বিদ্রুপের হাসিও দেখা যায় তাঁর মুখে। যার পরেই বিতর্কের রেশ ছড়িয়ে পড়ে রিয়াল শিবিরে। ম্যাচ ১-১ ড্র হওয়ায় লা লিগার শীর্ষস্থানে উঠতে পারেনি রিয়াল। |
ইতুরাস্পের সঙ্গে হাতাহাতি। |
সিআর সেভেনেকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ করে রিয়াল কোচ কার্লো আন্সেলোত্তি বলেন, “রোনাল্ডোকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্তটা মোটেই ঠিক নয়।” আন্সেলোত্তির সঙ্গে একমত রিয়ালের মাঝমাঠ তারকা জাবি আলোন্সোও। বলেন, “রোনাল্ডোকে লাল কার্ড দেখানো বাড়াবাড়ি ছিল। গুরপেগি অনেকটা সাহায্য করল রেফারিকে।” দু’পয়েন্ট হারানোর থেকেও সিআর সেভেনকে পরের ম্যাচে হারানো বেশি ক্ষতিকারক, সেই কথাই জানালেন রিয়াল ডিফেন্ডার মার্সেলো। বলেন, “কোনও ফুটবলারকে খারাপ সিদ্ধান্তের জন্য হারানোটা খুবই খারাপ ব্যাপার। আজ যা হল, তা ভুল সিদ্ধান্ত ছিল।” |
|
|
রোনাল্ডোকে শান্ত করার চেষ্টা। |
রেফারি বের করে ফেললেন লাল-কার্ড। |
|
স্প্যানিশ প্রচারমাধ্যমের খবর অনুযায়ী রিয়াল মহাতারকা তিন ম্যাচ সাসপেন্ড হতে পারেন। যদিও কোপা দেল রে সেমিফাইনালে আটলেটিকো মাদ্রিদের সঙ্গে খেলতে পারবেন সিআর সেভেন। কিন্তু তিন ম্যাচ সাসপেন্ড হলে মার্চের আগে আর মাঠে নামতে পারবেন না রিয়াল মহাতারকা। রিয়াল ক্লাব কর্তা মিগেল পার্দেজা বলেন, “গুরপেগি প্রথমে রোনাল্ডোর গায়ে হাত দেয়। আমরা ঘটনাটা বারবার দেখছি। তার পরেই ঠিক করব যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করা হবে কি না।” |
রোনাল্ডোর লাল কার্ড |
• অ্যাস্টন ভিলা ২০০৪
• ম্যাঞ্চেস্টার সিটি ২০০৬
• পোর্টসমাউথ ২০০৭
|
• ম্যাঞ্চেস্টার সিটি ২০০৮
• মালাগা ২০১০
• আটলেটিকো মাদ্রিদ ২০১৩
• আটলেটিকো বিলবাও ২০১৪ |
|