শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসজেডিএ) ধাঁচে তরাই ডুয়ার্স উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠাবে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)। সোমবার জিটিও সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিটিএ সূত্রের খবর, জিটিএ গঠনের পর সমতলের যে সমস্ত এলাকা জিটিএ-র অন্তর্ভুক্ত করা হয়েছে, সেগুলির উন্নয়নের জন্যই ওই প্রস্তাব নেওয়া হয়েছে। জিটিএ সভার চেয়ারম্যান প্রদীপ প্রধান বলেন, “পাহাড়ের উন্নয়নের জন্য নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই সঙ্গে জিটিএ ভুক্ত সমতলের জন্যই ওই উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করাটা জরুরি। আমরা সরকারের কাছে ওই প্রস্তাব পাঠাচ্ছি। ইতিমধ্যে পাঁচটি মৌজা হস্তান্তর হয়ে গিয়েছে। ভবিষ্যতে আরও কিছু মৌজা জিটিএ-র হাতে আসবে।”
জিটিএ সূত্রের খবর, এ দিন ওই উন্নয়ন কর্তৃপক্ষ ছাড়াও সোনাদা, মংপু বা মুংসং এলাকায় কোনও এক জায়গায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, উচ্চ শিক্ষা সেল, গ্রামীণ গ্রন্থাগার, কালিম্পঙে কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়াও লংভিউ, পোখরিবং, সুখিয়াপোখরি এবং মংপুতে কলেজের কাজ চালুর জন্য সরকারের কাছে আর্থিক বরাদ্দ চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রদীপ প্রধান জানান, ওই কলেজগুলি ছাড়াও গরুবাথান এবং পেডং-এ কলেজ হবে। আর সামথাহারে বিএড প্রশিক্ষণ কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিরিকে দমকল কেন্দ্র, কার্শিয়াঙে পুরানো বাস স্ট্যান্ড এলাকায় হাসপাতাল ও ভেষজ গবেষণা কেন্দ্রের জন্যই প্রস্তাব পাঠানো হচ্ছে। ইতিমধ্যে দিল্লিতে গোর্খা ভবনের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। একইভাবে কলকাতা ও ভেলোরে যাতে গোর্খা ভবন করা যায়, তার জন্য সরকারের কাছে আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে।
জিটিএ সূত্রের খবর, ওই সমস্ত প্রকল্পের আর্থিক সাহায্যের পাশাপাশি সরকারের কাছে জিটিএ-র নির্বাচিত সদস্যদের প্রতি বছর এলাকা উন্নয়নের জন্য ৩০ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব পাঠানোর কথাও বৈঠকে ঠিক হয়। আর কালিম্পং, কার্শিয়াং এবং মিরিকে তিনি অডিটোরিয়াম তৈরির প্রস্তাবও রাখা হয়েছে। বৈঠক থেকে পাহাড়ের সর্বত্র প্লাস্টিক ক্যারিবাগ ব্যবহারের উপর আরও কড়াকড়ি শুরুর জন্য পুরসভার নির্দেশ দেওয়ার কথা ঠিক হয়েছে। |