ডুয়ার্স উৎসবের মঞ্চ থেকে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ তুলল যুব কংগ্রেস। সোমবার যুব কংগ্রেসের তরফে অভিযোগ করে বলা হয়, ডুয়ার্স উৎসবের উদ্বোধনের মঞ্চ থেকে এক অভিনেত্রী উৎসবের অতিথি আগামী লোকসভায় তৃণমূল কংগ্রেসের ভোট দেওয়ার আহ্বান জানান। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবব্রত অধিকারী বলেন, “সরকারি উৎসবকে দলের প্রচারে কাজে ব্যবহার করা হয়েছে। ওই অভিনেত্রী উদ্বোধনের মঞ্চ থেকে সরাসরি লোকসভায় তাঁদের দলকে ভোট দেওয়ার আবেদন জানান। ওই অভিনেত্রী পুরভোটেও আলিপুরদুয়ারে তৃণমূলের হয়ে প্রচার করেন। কাজেই তিনি লোকসভায় কাদের জেতাতেন বলেছেন তা পরিষ্কার। সেই সময় মঞ্চে প্রশাসনের কর্তারাও উপস্থিত ছিলেন।” দলীয় স্তরে আলোচনা করে প্রয়োজনে বিষয়টি প্রয়োজনে নির্বাচন কমিশনকে বলা হবে বলে দেবব্রতবাবু জানান।
বিষয়টি বিরোধীদের অপ-প্রচার বলে পাল্টা দাবি তৃণমূলের। ডুয়ার্স উৎসব কমিটির সাধারণ সম্পাদক তথা তৃণমূল যুব রাজ্যের কার্যকরী সভাপতি সৌরভ চক্রবর্তী বলেন, “ডুয়ার্স উৎসব নিয়ে রাজনীতি করছে বিরোধীরা। তৃণমূলের নাম নিয়ে কোনও প্রচার মঞ্চ থেকে করা হয়নি। ওই অভিনেত্রী মঞ্চ থেকে ভোটের কথা বললেও তা শিল্পীদের বলেন কি না জানা নেই।”
এবছর ডুয়ার্স উৎসব প্রথম থেকেই রাজনীতির অভিযোগ তুলে বয়কট করে কংগ্রেস ও বামেরা। আলিপুরদুয়ার টাউন ব্লক কংগ্রেসের সভাপতি দীপ্ত চট্টোপাধ্যায় বলেন, “এ বার উৎসবের কমিটি গঠন থেকেই রাজনীতি করছে তৃণমূল। গত বছর উৎসবের সাধারণ সম্পাদক ছিলাম। নতুন কমিটি গঠনের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। তাই প্রত্যাশিতই ছিল উৎসবকে কেন্দ্র করে তৃণমূল ভোটের প্রচার করবে।” একই ভাবে পুরসভার সিপিএম চেয়ারম্যান অনিন্দ্য ভৌমিক বলেন, “উদ্বোধনেও মূল মঞ্চ থেকে ভোটের প্রচার করার কথা শুনেছি। কমিটি গঠনের সময়েই বোঝা যাচ্ছিল উৎসবকে কেন্দ্র করে ওদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রয়েছে।” |