উত্তরবঙ্গ |
শান্তির আবেদনেও বিরাম নেই বিবাদে |
|
নিজস্ব প্রতিবেদন: দিল্লি-কাণ্ডের জেরে উত্তরবঙ্গের জেলায় জেলায় তৃণমূল ও সিপিএম সমর্থকদের মধ্যে বিরোধ অব্যাহত। দু’পক্ষের নেতারা শান্তি বজায় রাখার আবেদন করলেও বুধবার দিনভর উত্তরবঙ্গের নানা জায়গায় বিবাদে জড়িয়ে পড়েন তৃণমূল ও সিপিএম কর্মী সমর্থকেরা। এমনকী, এ দিন সন্ধ্যায় শিলিগুড়িতে তৃণমূলের উপরে হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় সিপিএম নেতা ও প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য ও সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদক জীবেশ সরকারকে। |
|
চোখ উপড়ে, হাত ভেঙে আমবাগানে |
নিজস্ব সংবাদদাতা, মালদহ: বাংলাদেশ থেকে বেড়ানোর নাম করে ভারতে এনে বিক্রি করে দিতে চেয়েছিল স্বামী। বাধা দেওয়ায় ছুরি দিয়ে দু’চোখ উপড়ে দিয়েছে। ডান হাত মুচড়ে ভেঙে দিয়েছে। বুধবার মালদহের ইংরেজবাজার থানার নিমাইসরাইয়ের কাছে একটি আমবাগান থেকে উদ্ধার হওয়ার পরে পুলিশের কাছে এমনই অভিযোগ করেছেন এক বধূ। কবিতা সরকার নামে বছর বাইশের ওই বধূটি মালদহ মেডিক্যাল কলেজে চিকিত্সাধীন। পুলিশ তাঁর স্বামী অভিনয় সরকারকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে গ্রেফতার করেছে। |
|
|
পাট চাষ কমেছে
কোচবিহারে |
ভাড়া নিয়ে নিত্য
বিবাদ ইসলামপুরে |
|
ভক্তদের দানের রুপোয়
স্মারকমুদ্রায় মদনমোহন |
রাস্তা সারাতে
বাস বন্ধের হুমকি |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
সংঘর্ষে উত্তাল শিলিগুড়ি, গ্রেফতার অশোক |
|
কিশোর সাহা ও কৌশিক চৌধুরী, শিলিগুড়ি: দিল্লিতে হেনস্থা হলেন রাজ্যের বর্তমান মন্ত্রী, তার জেরে শিলিগুড়িতে গ্রেফতার হলেন প্রাক্তন মন্ত্রী। মঙ্গলবার বিকেলে রাজধানীতে যোজনা কমিশনের দফতরের সামনে এসএফআই নেতা কর্মীদের হাতে হেনস্থা হন অর্থমন্ত্রী অমিত মিত্র। তার প্রতিবাদে বুধবার তৃণমূলের মিছিলে বাম নেতাকর্মীরা হামলা করেছেন, এমনই অভিযোগ করল তৃণমূল। |
|
কিশোর সাহা, শিলিগুড়ি: দু’বার চিনি ছাড়া চা। ঠান্ডা পানীয় দেওয়ার কথা বলায় সবিনয়ে অস্বীকার করলেন। দলের কর্মীদের কেউ কেউ খোঁজ নিলেন, “দাদা আপনার কোনও ওষুধ লাগবে না তো?” পুলিশ কর্মীরাও তৎপর তখন। কারণ, শিলিগুড়ির দু’দশকের মন্ত্রী অশোক ভট্টাচার্য যে ব্লাডসুগারের রোগী, তা তাঁরাও জানেন। এক সময়ে যাঁরা তাঁর নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন, তাঁদের কয়েকজন পদস্থ কর্তাদের জানিয়ে দেন যে, অশোকবাবুকে কিন্তু নিয়মিত ইনসুলিন ইঞ্জেকশন নিতে হয়। সঙ্গে সঙ্গেই পুলিশ সেই ব্যবস্থা করতে উদ্যোগী হয়। |
মোম জ্বালিয়ে থানায়
অশোক, জীবেশ |
|
গোলমালের পরেই রাস্তা ফাঁকা,
ক্ষতির শঙ্কা ব্যবসায় |
|
|
খাতা হারানোয় ফের জীববিদ্যার পরীক্ষা ১৭ই |
|
|
অবস্থান-বিক্ষোভ
কলেজে |
|
টুকরো খবর |
|
|