বাংলাদেশ থেকে বেড়ানোর নাম করে ভারতে এনে বিক্রি করে দিতে চেয়েছিল স্বামী। বাধা দেওয়ায় ছুরি দিয়ে দু’চোখ উপড়ে দিয়েছে। ডান হাত মুচড়ে ভেঙে দিয়েছে। বুধবার মালদহের ইংরেজবাজার থানার নিমাইসরাইয়ের কাছে একটি আমবাগান থেকে উদ্ধার হওয়ার পরে পুলিশের কাছে এমনই অভিযোগ করেছেন এক বধূ। কবিতা সরকার নামে বছর বাইশের ওই বধূটি মালদহ মেডিক্যাল কলেজে চিকিত্সাধীন। পুলিশ তাঁর স্বামী অভিনয় সরকারকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে গ্রেফতার করেছে।
মালদহের পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, ‘‘ঘটনার নৃশংসতা ভাবা যায় না। তবে এর পিছনে বধূটিকে বিক্রি করে দেওয়ায় বাধা পাওয়া না অন্য কোনও কারণ আছে, দেখা হচ্ছে।” মেডিক্যাল কলেজ থেকে জানানো হয়েছে, কবিতাদেবীকে চিকিত্সার জন্য কলকাতায় পাঠাতে হবে। পুলিশ সুপার জানান, বাংলাদেশের নওগাঁ জেলার পোর্সা থানা এলাকার বাসিন্দা ওই বধূটি সুস্থ হলে, তাঁর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হবে। কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই-কমিশনকেও বিষয়টি জানানো হবে। |
পুলিশ সূত্রের খবর, দু’বছর আগে পোর্সার বাসিন্দা রিকশাচালক অভিনয়ের সঙ্গে কবিতার বিয়ে হয়। কবিতাদেবীর দাবি, দিন পনেরো আগে বেড়ানোর নাম করে অভিনয় তাঁকে বাংলাদেশ থেকে গঙ্গারামপুরে এক আত্মীয়ের বাড়িতে এনে তোলে। বধূটির কথায়, “সেখানেই এক জনের কাছে আমাকে ১০ হাজার টাকায় বিক্রির মতলব করেছিল স্বামী। আমি রুখে দাঁড়ানোয় তখনকার মতো ব্যাপারটা কেঁচে যায়।” তাঁর দাবি, “পিসির বাড়ি নিয়ে যাওয়ার নাম করে মঙ্গলবার সন্ধ্যায় স্বামী আমাকে নিয়ে বাসে মালদহ স্টেশনের কাছে পৌঁছয়। সেখান থেকে প্রায় দু’কিলোমিটার দূরে একটি আমবাগানে নিয়ে যায়।” কবিতার অভিযোগ, “ওই আমবাগানেই আমার উপরে ছুরি নিয়ে চড়াও হয় স্বামী। আমার হাত ভেঙে দেয়। চোখ উপড়ে দেয়।”
ওই আমবাগান থেকে গোঙানির শব্দ পেয়ে এ দিন সকালে সেখানে যান নিমাইসরাইয়ের বাসিন্দা রহিম মহলাত, সঞ্জয় চৌধুরী। তাঁরা বলেন, “একটা গাছের তলায় পড়ে মহিলা কাতরাচ্ছিলেন। দু’চোখ দিয়েই রক্ত ঝরছিল। জল খেতে চাইছিলেন উনি। ওঁকে জল খাইয়ে আমরা পুলিশে খবর দিই।” তদন্তে নেমে পুলিশ জানতে পারে, গোপনে বাংলাদেশ-ভারত সীমান্ত পেরোন ওই দম্পতি। তবে কোন সীমান্ত পেরিয়ে তাঁরা গঙ্গারামপুরে যান, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের দাবি, অভিনয়ের কোনও পিসি মালদহে থাকেন না। সে কবিতাকে বিহারে নিয়ে যাওয়ার মতলবে ছিল। তবে মাঝপথে কোনও কারণে সে সেই পরিকল্পনা বাতিল করে। অভিনয়ের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের হয়েছে। গঙ্গারামপুরে যে আত্মীয়ের বাড়ি থেকে এ দিন দুপুরে তাকে ধরা হয়, সেই আত্মীয়কেও এলাকা ছাড়তে নিষেধ করেছে পুলিশ। জেলা পুলিশের এক কর্তা জানান, জেরায় অভিনয় পুলিশকে জানিয়েছে, দাম্পত্য কলহের জেরেই ওই ঘটনা। তবে বিশদে জানতে বছর আঠাশের ওই যুবককে জেরা করা হচ্ছে। |