উত্তর-দক্ষিণ ২৪ পরগনা |
দুই পরগনায় সিপিএম কার্যালয়ে ভাঙচুর, আগুন
|
|
নিজস্ব প্রতিবেদন: শুরুটা হয়েছিল মঙ্গলবার। দিল্লিতে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রকে নিগ্রহের প্রতিবাদে বুধবারও দুই ২৪ পরগনার নানা এলাকায় সিপিএম কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং কর্মী-সমর্থকদের উপরে হামলার অভিযোগ উঠল তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে হাড়োয়ার গোপালপুর-২ পঞ্চায়েতের পাশে সিপিএম কার্যালয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। |
|
নিজস্ব সংবাদদাতা, ব্যারাকপুর: ভাঙা রাস্তার দু’ধারে ডাঁই করা পাথর, বালি, মাটি। রাস্তা সারানো হবে, তারই আয়োজন। যদিও বছরের পর বছর কাটলেও এই আশ্বাসের কোনও খামতি নেই। কিন্তু রাস্তা যে কবে সারানোর হবে তার জবাব মেলে না। ভাঙাচোরা রাস্তার জন্য ভাড়া গাড়ির চালকেরাও সহজে এ পথ মাড়াতে চান না। চাইলেও তিনগুণ বেশি ভাড়া হাঁকেন। দৈন্যদশার জন্য বহু চর্চিত এই রাস্তার নাম কল্যাণী এক্সপ্রেসওয়ে। |
খানাখন্দে বেহাল
কল্যাণী এক্সপ্রেসওয়ে |
|
পর্ষদে নিয়োগে
দুর্নীতির অভিযোগ |
|
|
টুকরো খবর |
|
হাওড়া-হুগলি |
খানাকুলে সিপিএম সমর্থকদের ৪০টি বাড়িতে হামলা, আগুন |
|
গৌতম বন্দ্যোপাধ্যায়, খানাকুল: দলের শীর্ষ নেতৃত্ব শান্তি বজায় রাখার আবেদন করেছিলেন। কিন্তু দিল্লিতে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রকে নিগ্রহের প্রতিবাদে বুধবার খানাকুলের পাতুল গ্রামে হিংসা ছড়ানোর অভিযোগ উঠল সশস্ত্র তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। ব্যাপক বোমাবাজির পাশাপাশি নির্বিচারে ভাঙচুর ও লুঠপাট চালানো হল সিপিএম সমর্থকদের অন্তত ৪০টি বাড়িতে। তার মধ্যে ১৫টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। শূন্যে গুলিও চালানো হয় বলে গ্রামবাসীদের দাবি। |
|
পীযূষ নন্দী, আরামবাগ: “কাকু, পঁচিশ দাও একটা।’’ ভরদুপুর। চৈত্রের সূর্য তখন আগুন ঢালছে। আরামবাগ বাসস্ট্যান্ডে প্রায় বেঁহুশ অবস্থায় বসে রয়েছে বছর বারোর দুই অর্ধনগ্ন বালক। বাসস্ট্যান্ডের পাশে একটি দোকানে এসে এই কথাই বলল বছর দশেকের বালক। জামা কাপড়ে স্পষ্ট দারিদ্রের ছাপ। কথা না বাড়িয়ে দোকানদার এগিয়ে দিলেন একটি আঠার টিউব। সেটি পকেটে পুরে পাশের গলিতে অদৃশ্য হয়ে গেল ছেলেটি। |
আঠা শুঁকে বেহুঁশ
পথশিশুরা, খবরই
রাখে না প্রশাসন |
|
মোটরবাইকে রাখা
বোমা ফেটে জখম |
|
ভাগচাষি পরিবারকে
মারধরের অভিযোগ |
পুড়ে মৃত্যু বধূর,
ধৃত প্রেমিক ও স্বামী |
|
টুকরো খবর |
|
|
|
|