টুকরো খবর
পাল্টা আক্রমণে পালাল ৩ দুষ্কৃতী, ধৃত ২
‘দরকারি কথা আছে’ বলে ফ্ল্যাটে ঢুকে গৃহকর্তার সঙ্গে কথা বলতে বলতে আচমকা আগ্নেয়াস্ত্র বার করেছিল চার দুষ্কৃতী। গৃহকর্ত্রীর চিৎকারে বাড়ির অন্যেরা এসে পাল্টা আক্রমণ করে তাদের। আগ্নেয়াস্ত্র ফেলে পালায় তিন দুষ্কৃতী। এক জনকে মারধর করে আটকে রাখা হয়। পুলিশ এসে তাকে গ্রেফতার করে। ধৃতের নাম অজয় কুমার। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে বেলুড়ের ডন বস্কো স্কুল সংলগ্ন অভয় গুহ রোডে। যে গাড়িতে চেপে ওই দুষ্কৃতীরা আসে, তার চালক মহম্মদ শাহিদকেও গ্রেফতার করেছে পুলিশ। গাড়িটি, তিনটে পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।পুলিশ জানায়, ওই আবাসনের পাঁচ তলার ফ্ল্যাটে থাকেন হোমিওপ্যাথি চিকিৎসক হরেন্দ্র সিংহ। এ দিন দুপুরে বেল শুনে তাঁর স্ত্রী রেখাদেবী দরজা খুলে দেখেন দুই যুবক দাঁড়িয়ে।
তাঁদের এক জন নিজের নাম অভিষেক বলে হরেন্দ্রবাবুর সঙ্গে দেখা করতে চান। তিনি আসতেই চার যুবক ভিতরে ঢোকে। সোফায় বসে ডায়েরি বার করে কথা বলতে থাকে এক জন। বাকি তিন জন ঘুরতে থাকে। রেখাদেবী বলেন, “যে কথা বলছিল, সে আচমকা উঠে কোমরে হাত দিতেই সন্দেহ হয়। তখনই বাড়ির অন্যদের ডাকি।” পুলিশ জানায়, ততক্ষণে চার দুষ্কৃতীই আগ্নেয়াস্ত্র বার করেছে। তা দেখে হরেন্দ্রবাবুর ছেলে, মেয়ে ও অন্য আত্মীয়েরা তাদের ঘিরে ধরেন। হরেন্দ্রবাবু এক দুষ্কৃতীর পিস্তল কেড়ে মাথায় মারেন। অন্যদের ব্যাট, পিস্তলের বাঁট দিয়ে মারা হয়। হরেন্দ্রবাবুর স্ত্রী ও পূত্রবধূ নীচে নেমে ডাকাত-ডাকাত করে চেঁচাতে থাকেন। চিৎকার শুনে আবাসনের নীচের গেট বন্ধ করে দেন স্থানীয়েরা। কোনও মতে পালায় তিন দুষ্কৃতী।ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, হরেন্দ্রবাবুর এক ভাইপো বিট্টু সিংহ হুমকি দিতে ওই দুষ্কৃতীদের ভাড়া করেন। হাওড়া সিটি পুলিশের ডিসি (সদর) নিশাত পারভেজ বলেন, “কিছু সূত্র মিলেছে। মনে হচ্ছে, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা।”

বকেয়া না পেয়ে ‘খুন’ যুবককে
বকেয়া ছিল চার হাজার টাকা। তা ফেরত না দেওয়ায় এক যুবককে খুনের অভিযোগ উঠল তাঁরই বন্ধুর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে, শিবপুরে। মৃতের নাম চিরঞ্জিত চট্টোপাধ্যায় ওরফে বুবুন (২৬)। তিনি পেশায় আলোকচিত্রী। তাঁর একটি স্টুডিও আছে। পুলিশ জানায়, রাত হয়ে গেলেও স্বামী না ফেরায় খুঁজতে বেরিয়েছিলেন স্ত্রী দোলন। শিবপুরের ধর্মতলা লেনে চিরঞ্জিতকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। দুপুরে চিরঞ্জিতের বন্ধু রাজুর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন দোলনদেবী। পুলিশ জানায়, কিছুদিন আগে চিরঞ্জিতকে একটি ক্যামেরা বিক্রি করতে দেন রাজু। আট হাজার টাকায় বিক্রি হয় সেটি। চার হাজার টাকা রাজুকে ফেরতও দিয়েছিলেন। জানিয়েছিলেন, বাকি টাকা শীঘ্রই দেবেন। পুলিশ জানায়, বাকি টাকার জন্য চাপ দিচ্ছিল রাজু। টাকা না দিলে ফল খুব খারাপ হবে বলেও শাসাচ্ছিল। মঙ্গলবার সন্ধ্যায় এ নিয়ে ফোনে চিরঞ্জিতের সঙ্গে রাজুর ঝগড়া হয়। দোলনদেবী জানান, ওই রাতে প্রথমে স্বামীর মোবাইলে ফোন করেন তিনি। সেটি বন্ধ পেয়ে রাজুকে ফোন করেন। দোলনদেবী বলেন, “জড়ানো গলায় রাজু খারাপ ব্যবহার করে। বলে, টাকা না দেওয়ার ফল খারাপ হবে। বলেই ফোন কেটে দেয়। এর পরে ওর ফোনও বন্ধ হয়ে যায়।” এলাকার বাসিন্দা সুভাষ মাইতি বলেন, “কাল রাত দেড়টা নাগাদ চিরঞ্জিতকে দেখলাম এক যুবককে মোটরবাইকে চাপিয়ে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। আজ সকালে শুনি ওর মৃতদেহ মিলেছে।” হাওড়ার ডিসি সদর নিশাত পারভেজ বলেন, “খুনের মামলা রুজু হয়েছে। রাজুর খোঁজ চলছে।”

প্রহৃত প্রাক্তন বিধায়ক
মন্ত্রীদের উপরে হামলার প্রতিবাদে তৃণমূলের মিছিল। বাঁ দিকে, উলুবেড়িয়া
ও ডান দিকে চুঁচুড়া। বুধবার ছবি দু’টি তুলেছেন সুব্রত জানা ও তাপস ঘোষ।
রাজ্যের অর্থমন্ত্রীর উপরে এসএফআই সমথর্কদের হামলার প্রতিবাদে বাগনানের প্রাক্তন সিপিএম বিধায়ক আক্কেল আলি খানকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। আক্কেলের অভিযোগ, দলীয় কর্মীরা খবর দেন, বাগনানে দলের জোনাল কার্যালয়ে হামলা চালাচ্ছে তৃণমূল। তা শুনে তিনি কার্যালয়ে আসেন। আক্কেল বলেন, “আমি আসার সঙ্গে সঙ্গে কয়েক জন তৃণমূল কর্মী-সমর্থক আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। আমাকে বেধড়ক মারধর করা হয়।” দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয় বলে সিপিএমের অভিযোগ। প্রাক্তন বিধায়ক আরও বলেন, “আমাকে থানায় অভিযোগ জানাতেও বাধা দেওয়া হয়।” শেষ পর্যন্ত দলীয় কর্মীরা তাঁকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করান। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে।

দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার
ঘরের কড়িকাঠ থেকে একই শাড়ির দু’প্রান্তে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক প্রৌঢ় ও তাঁর স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে চন্দননগরের বাগবাজারের বাসিন্দা দীনবন্ধু মণ্ডল (৮০) ও অর্চনা মণ্ডল (৬২) নামে ওই দু’জনের দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদে তাঁরা আত্মঘাতী হয়েছেন। ওই দম্পতি নিঃসন্তান ছিলেন।

ব্যাঙ্কে ঘণ্টি বাজতেই বেপাত্তা কর্মীরা
হঠাৎ বেজে উঠল বিপদ ঘণ্টি! তারপরেই বেপাত্তা ব্যাঙ্কের কর্মীরা। ঘটনাটি বুধবার রাতে চুঁচুড়ার খাদিনা মোড়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা ৭টা ৫৫ নাগাদ ওই ব্যাঙ্কে বিপদঘণ্টি বাজে। বাসিন্দারা ছুটে আসেন। কিন্তু ব্যাঙ্কে উপস্থিত চারজন কর্মী তালা মেরে চলে যান। ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের অনুমান, যান্ত্রিক গোলযোগেই বিপদঘণ্টি বেজে থাকতে পারে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.