রেজিস্ট্রি অফিস সম্প্রসারণ |
তারকেশ্বর থেকে খুশিগঞ্জগামী ট্রেকার এক সময় চাঁপাডাঙ্গা, পুড়শুড়া, দেউলপাড়া, বৈকুন্ঠপুর, ভাঙামোড়া হয়ে খুশিগঞ্জ পর্যন্ত চলাচল করত। কিন্তু দামোদরের পশ্চিম পাড়ের পুড়শুড়া বাঁধের পিচ রাস্তাটির অবস্থা খুবই খারাপ। দিবারাত্র বালির গাড়ি চলাচলের কারণে রাস্তার অবস্থা খারাপ। ফলে এখন পূর্ব নির্ধারিত রুট পরিবর্তন করে এখন দামোদরের পূর্ব পাড়ের বাঁধ দিয়ে কাঁড়ারিয়া সেতু পেরিয়ে পশ্চিম পাড়ের বাঁধে উঠে যাতায়াত করতে হয়। রাস্তাটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। ঊধ্বর্তন কতৃর্পক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করছি।
শান্তা ভৌমিক। তারকেশ্বর, হুগলি।
|
রাস্তায় আলো লাগানো দরকার |
ভদ্রেশ্বর স্টেশনের দক্ষিণ-পূর্ব দিকে ডাউন লাইনের পাশের গুরুত্বপূর্ণ রাস্তায় কোনও আলো নেই। ফলে সন্ধ্যার পর ওই রাস্তায় চলাফেরা খুবই অসুবিধাজনক হয়ে দাঁড়ায়। রাস্তায় আলোর ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট দফতরের দৃষ্টি আকর্ষণ করতে চাই।
সিদ্ধার্থ দত্তচৌধুরী। পূর্বাচলপল্লি, ভদ্রেশ্বর, হুগলি। |
পারাপারের ওভারব্রিজ জরুরি |
দক্ষিণ পূর্ব রেলপথের খড়্গপুর শাখায় কুলগাছিয়া রেল স্টেশনের উত্তর দিকে ও টি রোড এবং শ্রীরামপুর-বীরশিবপুর ইণ্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার থেকে তিন নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রীজ পর্যন্ত পৌঁছনোর কোনও রাস্তা নেই। মাত্র তিনশো মিটার রাস্তা হাজার হাজার নিত্যযাত্রীর সমস্যা দূর করবে। রেল দফতরের হস্তক্ষেপে প্রার্থনা করি।
শমীক কর। কুলগাছিয়া, হাওড়া। |
চাঁপদানি পুরসভার অন্তর্গত কেজিআরএস পথের পাশে দু’টি পুকুর আছে। পাতকুয়োতলায় হনুমান মন্দিরের পেছনে পুকুরটির অবস্থা বেশ খারাপ। আগাছা ভর্তি। আবর্জনাও ফেলা হয়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার স্বার্থে পুকুরটির সংস্কার জরুরি।
কালীশঙ্কর মিত্র। ভদ্রেশ্বর, হুগলি।
|
চিঠি পাঠানোর ঠিকানা: আনন্দবাজার পত্রিকা (জেলা দফতর)।
৬, প্রফুল্ল সরকার স্ট্রিট। কলকাতা-৭০০০০১। |
|