|
|
|
|
ভাগচাষি পরিবারকে মারধরের অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • তারকেশ্বর |
ভূমি ও ভূমি সংস্কার দফতরে শুনানিতে এসে প্রহৃত হল একটি ভাগচাষি পরিবার। অভিযোগ, দফতরের সামনেই তাঁদের মারধর করে জমির মালিকের লোকজন। এক প্রৌঢ়-সহ তিন জনকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে। প্রৌঢ়কে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে তারকেশ্বরে।
প্রশাসন ও স্থানীয় সূত্রের খবর, আস্তারা-দত্তপুর পঞ্চায়েতের আস্তারা গ্রামের বাসিন্দা চন্দ্রকান্ত দলুই এবং তাঁর চার ভাই চাঁপাডাঙা সর্দারপাড়ায় ৬ বিঘে একটি জমিতে ভাগচাষ করেন বহু বছর ধরে। ওই জমির মালিক গোরাচাঁদ ভৌমিক, হারাধন ভৌমিক এবং প্রশান্ত ভৌমিক। দলুই পরিবারের অভিযোগ, তাঁরা ওই জমির নথিভূক্ত বর্গাদার। যদিও, জমির মালিক চাইছিলেন ওই জমি থেকে তাঁরা উঠে যান। চন্দ্রকান্তবাবুর ছেলে সুজিত দলুইয়ের অভিযোগ, সম্প্রতি তাঁরা ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার জন্য ওই জমির পরচা তুলতে তারকেশ্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরে যান। সেখানে গিয়ে দেখেন, তাঁদের নামে ওই সমস্ত নথি আদৌও নেই। তখন তাঁরা বিষয়টি লিখিত ভাবে ওই দফতরে জানান। অভিযোগের ভিত্তিতে গত ৫ তারিখে দফতরের লোকজন তদন্তে যান। মঙ্গলবার শুনানির জন্য তাঁদের ডাকা হয়।
এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ শুনানিতে যোগ দিতে আসে দলুই পরিবার। অভিযোগ, গাড়ি থেকে নামতেই জমির দুই মালিক গোরাচাঁদ ও প্রশান্ত ভৌমিক এবং স্থানীয় কিছু তৃণমূল নেতার নেতৃত্বে জনা পঁচিশ যুবক তাঁদের উপরে হামলা করে। এলোপাথাড়ি কিল-চড়-ঘুসি মারা হয়। চন্দ্রকান্তবাবুর ভাই নিমাইচন্দ্র দলুই-সহ তিন জনকে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয় মোক্তারপুরে। সেখানে তাঁদের আর একপ্রস্ত মারধর করা হয়। পরিবারের লোকজন বিষয়টি জানান তারকেশ্বর থানায়। পুলিশ গিয়ে নিমাইবাবুদের উদ্ধার করে। নিমাইবাবুকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সুজিতবাবু বলেন, “পরিকল্পনা করে আমাদের ওই দফতরে ঢুকতে দেওয়া হল না। প্রচণ্ড মারধর করা হয়। আমরা গরিব মানুষ। ওই জমি থেকে তুলে দেওয়া হলে না খেতে পেয়ে মরব। তা ছাড়া আমরা তো ওদের প্রাপ্য মিটিয়েই দিই।” পুলিশের কাছে বিষয়টি নিয়ে ডায়েরি করেছে দলুই পরিবার। গোটা বিষয়টি বিএলএলআরও-কে লিখিত ভাবে জানিয়েছেন তাঁরা। পুলিশ জানায়, অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। দলের লোকজনের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে হুগলি জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি দিলীপ যাদব বলেন, “ওই ব্যাপারে দলের কেউ যদি জড়িয়ে থাকেন, তবে তা ঠিক হয়নি। দলীয় ভাবে নিশ্চয়ই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। দলে কোনও বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।” ভৌমিক পরিবারের সঙ্গে অবশ্য টেলিফোনে যোগাযোগ করা যায়নি। |
|
|
|
|
|