একাধিকবার জাতীয় সড়ক মেরামতের দাবি জানিয়ে লাভ না-হওয়ায় পরিষেবা বন্ধ করে আন্দোলনের হুমকি দিল বেসরকারি বাস মালিকদের সংগঠন উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন। গত সোমবার থেকে সংগঠনের তরফে জেলার নানা এলাকায় পোস্টার দিয়ে আন্দোলনে কথা প্রচারের কাজ শুরু হয়েছে। তাতে বলা হয়েছে, দ্রুত সড়ক মেরামতের ব্যবস্থা না হলে জেলা জুড়ে পরিবহণ ধর্মঘটের ডাক দেওয়া হবে।
অ্যাসোসিয়েশন সম্পাদক অশোক চন্দ জানান, জেলার প্রায় ৭৫ কিমি জাতীয় সড়ক প্রায় দুমাস ধরে বেহাল। প্রতিদিন বিভিন্ন রুটে বেসরকারি বাস বিকল হচ্ছে। যানজটের জেরে যাত্রীদের জেরবার দশা হয়েছে। তাঁর কথায়, “প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষকে সমস্যার কথা লিখিত ভাবে কয়েক বার জানিয়ে লাভ হয়নি। তাই পোস্টার দিয়ে আন্দোলনের কথা ঘোষণা করা হয়েছে।” ন্যাশনাল হাইওয়ের মালদহ ডিভিশনের প্রোজেক্ট ডিরেক্টর মহম্মদ সইফুল্লা বলেন, “জমি অধিগ্রহণের সমস্যার জন্য উত্তর দিনাজপুর জেলায় জাতীয় সড়ক সম্প্রসারণ কাজ আটকে আছে। স্থায়ী ভাবে সড়ক মেরামত করা সম্ভব হচ্ছে না। বাস মালিকদের নালিশ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”
বাস মালিকদের অভিযোগ, গত দুমাস ধরে ইটাহার থেকে ডালখোলা পর্যন্ত ৩৪ নম্বর জাতীয় সড়কের ৭৫ কিলোমিটার বেহাল হয়েছে। প্রতিদিন জেলার বিভিন্ন এলাকার যানজট ও দুর্ঘটনা লেগে থাকে। গত বছরের মে এবং জুন মাসে প্রবল বৃষ্টির জন্য ওই সড়ক বেহাল হয় বলে অভিযোগ। ওই সময় সড়কের পিচের চাদর উঠে খানা খন্দে ভরে যায়। নানা রাজনৈতিক দল এবং বাস মালিকদের টানা আন্দোলনের জেরে গত বছরের অগস্ট মাসে সড়ক মেরামতের কাজ করেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। বাস মালিক অ্যাসোসিয়েশন সভাপতি কুশল বসু এই প্রসঙ্গে বলেন, “নিম্ন মানের কাজের জন্য কয়েক দিনের মধ্যে সড়ক বেহাল হয়েছে। কিছু এলাকায় পিচ উঠে রাস্তার কঙ্কাল বেরিয়েছে। গত দু’মাসে অন্তত ৩০টি বাস বিকল হয়েছে। তাই আন্দোলনে নামা ছাড়া আর কোনও উপায় নেই।” |