আন্দোলনে আদিবাসীরা
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
এর পর ওই সংগঠনের তরফে সংসদের চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়। পরে জেলা প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই প্রসঙ্গে সংগঠনের উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির উপদেষ্টা গোপাল মুর্মু এই দিন বলেন, “গোটা জেলা জুড়েই আদিবাসীদের শিক্ষার পরিকাঠামো ক্রমশ অত্যন্ত দুর্বল হয়ে পড়ছে। তাই অবিলম্বে আমাদের দাবি পূরণ না হলে জেলা জুড়ে আন্দোলনে নামা হবে।” সংসদের চেয়ারম্যান শেখর রায় এই দিন জানিয়েছেন, সংগঠনের দাবির বিষয়টি রাজ্য শিক্ষা দফতরে পাঠিয়ে দেওয়া হবে।
|
ভুট্টার খেতে পচাগলা দেহ
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
এক যুবকের পচা গলা দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে বুধবার সকালে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার খাগর গ্রাম পঞ্চায়েতের ঢাকুয়াটোল এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ জানায়, মৃত যুবকের নাম সাবির আলম (২৫)। বাড়ি গোয়ালপোখরের বড় পাটনা এলাকায়। তিনি মৌলবির কাজ করতেন। এদিন ওই যুবকের বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে একটি ভুট্টা খেতে ওই দেহ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। ঘটনার প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ওই যুবক এক সপ্তাহ আগে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। এর পরে তাঁর পরিবারের লোক থানায় অভিযোগ দায়ের করেন। গোয়ালপোখরের ওসি অভিজিৎ দত্ত জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। খুনের কারণ স্পষ্ট নয়।
|
দম্পতির যাবজ্জীবন
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিল দক্ষিণ দিনাজপুর জেলা দায়রা আদালত। ধর্ষণের সহায়তায় দায়ে তার স্ত্রীরও যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের জেলা জজ মণিশঙ্কর দ্বিবেদী এই সাজা পড়ে শোনান। সাজাপ্রাপ্ত দম্পতি নিমাই ঘোষ ও লক্ষ্মী ঘোষের বাড়ি বালুরঘাট থানার পার পতিরাম এলাকায়।
|
কর্মবিরতি পালন
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
ভূমি ও ভূমি রাজস্ব দফতরে ঢুকে এক আধিকারিকের উপরে হামলা করার প্রতিবাদে বুধবার কর্ম বিরতি পালন করলেন দফতরের উত্তর দিনাজপুরের করণদিঘির কর্মীরা। ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে এলাকার এক দল লোক দফতরে ঢুকে কর্মরত এক রাজস্ব আধিকারিককে হেনস্থা করেন। ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে এ দিন কর্মীরা কর্মবিরতি পালন করেন।
|
ঝড়বৃষ্টিতে স্বস্তি
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হল কোচবিহারে নানা এলাকা এবং উত্তর দিনাজপুরের চোপড়াতেও। বুধবার রাত পৌনে ন’টা নাগাদ চোপড়াতে ঝোড়ো হাওয়া শুরু হয়। সেই সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টি। পঞ্চায়েত সূত্রে খবর হাপতিয়া, কাঁচাকালি, তিন মাইল, মুড়ালিগছে শিলাবৃষ্টি হয়েছে। কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। চোপড়ার বিডিও অতনু মণ্ডল বলেন, “বহু এলাকায় শিলা বৃষ্টি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।
|
চায়ের দোকানি মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেফতার করে। মঙ্গলবার রাতে বালুরঘাটে শহরের সদরঘাট এলাকা থেকে ওই যুবককে ধরা হয়। ধৃতের নাম শিবনাথ কামেত। দোকান বন্ধ করার সময় সে মহিলার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। |