নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
বিমানে দিল্লি নিয়ে যাওয়ার পথে জলপাইগুড়ি হোলি চাইল্ড স্কুলের পরীক্ষার্থীদের ইন্ডিয়ান সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (আই সি এস ই)-র জীববিদ্যা পরীক্ষার খাতা হারিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ওই স্কুলের জীববিদ্যার ৯৭টি খাতা হারিয়ে যাওয়ায় ফের তাদের দশম শ্রেণির ওই পরীক্ষা নেওয়া সিদ্ধান্ত নিতে চলেছে কাউন্সিল ফর দা ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট একজামিনেশন কর্তৃপক্ষ। বুধবার জলপাইগুড়ির ওই স্কুলে কাউন্সিলের তরফে তা জানিয়ে দেওয়া হয়েছে। আগামী ১৭ এপ্রিল ফের জীববিদ্যার পরীক্ষায় বসতে হবে এই স্কুলের পরীক্ষার্থীদের। স্কুল সূত্রে কাউন্সিলের নির্দেশের কথা পড়ুয়াদের জানানো হয়েছে। ফের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। হোলি চাইল্ড স্কুল কর্তৃপক্ষের তরফে শিক্ষক দীপঙ্কর দাস বলেছেন, “কলকাতায় কাউন্সিলের দফতরে খাতা পৌঁছেছিল বলে জানানো হয়েছিল। পরে দিল্লি পাঠাতে গিয়ে খাতা হারিয়ে যায়। সে কারণে কাউন্সিল ফের পরীক্ষা নেবে বলে জানিয়ে দিয়েছে। এখন এই বিষয়ে আমাদের কিছু করণীয় নেই।”
কাউন্সিল সূত্রে জানা গিয়েছে আইসিএসই-র দশম শ্রেণির খাতা দিল্লিতে কাউন্সিলের সদর দফতরে মূল্যায়নের জন্য পাঠাতে হয়। গত ২১ মার্চ জীববিদ্যার পরীক্ষা হওয়ার পর ওই দিনই খাতাগুলি একটি সংস্থার মাধ্যমে কাউন্সিলের কলকাতা দফতরে পাঠানো হয়। পর দিন ২২ মার্চ বিমানে করে সেই খাতার প্যাকেট দিল্লিতে পাঠানো হয়। যদিও দিল্লি বিমানবন্দরে সেই খাতা পৌঁছয়নি বলে কাউন্সিল জানিয়েছে। কলকাতা বিমানবন্দরেই খাতার প্যাকেটটি হারিয়ে যাওয়ার সম্ভাবনার কথা কাউন্সিল সূত্রে স্কুলকে জানানো হয়েছে। সপ্তাহখানেক ধরে খোঁজ চালিয়েও খাতার প্যাকেট উদ্ধার করতে না পারায় ফের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় কাউন্সিল। স্কুলকে পাঠানো নির্দেশে কাউন্সিল জানিয়েছে, ছাত্র ছাত্রীদের সঠিক মূল্যায়নের জন্যই ফের পরীক্ষা নেওয়া হবে।
যেহেতু সর্বভারতীয় স্তরে একই প্রশ্নপত্রে পরীক্ষা হয়, সে জন্য হোলি চাইল্ড স্কুলের ৯৭ পরীক্ষার্থীর জন্য নতুন করে বিশেষ প্রশ্নপত্র তৈরি করা হবে। এই ঘটনায় ক্ষুদ্ধ অভিভাবকরা। তাদের অভিযোগ, গত ২২ মার্চ পরীক্ষা শেষ হওয়ার পরে অনেক পরীক্ষার্থী বাইরে চলে গিয়েছেন। তাদের খবর পাঠিয়ে পরীক্ষায় বসানো হচ্ছে। জয়ন্ত দাস নামে এক অভিভাবক বলেছেন, “কর্তৃপক্ষের গাফিলতির কারণে ভুগতে হবে ছাত্র ছাত্রীদের। ফের পরীক্ষা নেওয়ার নির্দেশে কারও পরীক্ষা ভাল না হলে সর্বভারতীয় প্রতিযোগিতায় তাদের পিছিয়ে পড়তে হবে। সেই দায় কাউন্সিল নেবে?” স্কুল সূত্রে জানানো হয়েছে, খাতাগুলি খুঁজে পাওয়ার ব্যবস্থা করতে কাউন্সিলের সঙ্গে আলোচনা চলছে। আজ, শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কাউন্সিল। |