আজ থেকে বাগান বন্ধ দার্জিলিঙে
নিজস্ব সংবাদদাদাত • দার্জিলিং |
শ্রমিকদের একাংশ বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের উপর হামলা চালানোর অভিযোগে আজ, বৃহস্পতিবার থেকে দার্জিলিঙের গিং টি এস্টেট-এর লোয়ার ডিভিশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। তাঁদের অভিযোগ, মঙ্গলবার শ্রমিকদের একাংশ ওই ডিভিশনের অ্যাসিস্টেন্ট ম্যানেজারের উপর হামলা চালায়। মাথায় আঘাত লেগে জখম অ্যাসিস্টেন্ট ম্যানেজারকে শিলিগুড়িতে একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দার্জিলিং টি অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা সন্দীপ মুখোপাধ্যায় জানান, হামলার সময় বাগানের অফিসে কর্তব্যরত কর্মীরা অ্যাসিস্টেন্ট ম্যানেজারকে বাঁচাতে গেলে তাঁদেরও হেনস্থা করা হয়েছে। ওই ঘটনায় পুলিশে অভিযোগও জানানো হয়েছে। পুলিশ অবশ্য কাউকে ধরতে পারেনি। সমস্যা না মেটা পর্যন্ত বাগানের ওই ডিভিশন বন্ধ রাখা হবে বলে সন্দীপবাবু জানিয়েছেন। তাঁদের সংগঠনের তরফে শ্রমিকদের তা জানিয়েও দেওয়া হয়েছে। মোর্চা নিয়ন্ত্রিত দার্জিলিং তরাই ডুয়ার্স প্ল্যান্টেশন লেবার ইউনিয়নের তরফে দাবি, কয়েকজন শ্রমিকের জন্য বাগানের ওই ডিভিশন বন্ধ করা উচিত নয়। সংগঠনের নেতারা জানান, বাগানের আপার ডিভিশনের কিছু ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা চলছিল। লোয়ার ডিভিশনের অ্যাসিস্টেন্ট ম্যানেজার সে সব নিয়ে বলতে যাওয়াতেই শ্রমিকেরা ক্ষিপ্ত হন বলে তারা শুনেছেন। ওই শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক সুরজ সুব্বা বলেন, “লোয়ার ডিভিশন যাতে বন্ধ না করা হয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সেই দাবি জানাব। কয়েক জন শ্রমিকের জন্য বাকিরা দুর্ভোগে পড়বেন ঠিক নয়।” বাগান সূত্রে জানা যায়, লোয়ার ডিভিশনে ৭৭৬ জন শ্রমিক কাজ করেন।
|
ডুয়ার্সের মধু বাগান খুলল
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
পূর্ত-জমিতে প্রাচীর, অভিযুক্ত বনবিভাগ
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
যন্ত্র-বিভ্রাটে কাজ ব্যাহত
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
স্বস্তি দিল শিলাবৃষ্টি
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |