টুকরো খবর
আজ থেকে বাগান বন্ধ দার্জিলিঙে
শ্রমিকদের একাংশ বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের উপর হামলা চালানোর অভিযোগে আজ, বৃহস্পতিবার থেকে দার্জিলিঙের গিং টি এস্টেট-এর লোয়ার ডিভিশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। তাঁদের অভিযোগ, মঙ্গলবার শ্রমিকদের একাংশ ওই ডিভিশনের অ্যাসিস্টেন্ট ম্যানেজারের উপর হামলা চালায়। মাথায় আঘাত লেগে জখম অ্যাসিস্টেন্ট ম্যানেজারকে শিলিগুড়িতে একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দার্জিলিং টি অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা সন্দীপ মুখোপাধ্যায় জানান, হামলার সময় বাগানের অফিসে কর্তব্যরত কর্মীরা অ্যাসিস্টেন্ট ম্যানেজারকে বাঁচাতে গেলে তাঁদেরও হেনস্থা করা হয়েছে। ওই ঘটনায় পুলিশে অভিযোগও জানানো হয়েছে। পুলিশ অবশ্য কাউকে ধরতে পারেনি। সমস্যা না মেটা পর্যন্ত বাগানের ওই ডিভিশন বন্ধ রাখা হবে বলে সন্দীপবাবু জানিয়েছেন। তাঁদের সংগঠনের তরফে শ্রমিকদের তা জানিয়েও দেওয়া হয়েছে। মোর্চা নিয়ন্ত্রিত দার্জিলিং তরাই ডুয়ার্স প্ল্যান্টেশন লেবার ইউনিয়নের তরফে দাবি, কয়েকজন শ্রমিকের জন্য বাগানের ওই ডিভিশন বন্ধ করা উচিত নয়। সংগঠনের নেতারা জানান, বাগানের আপার ডিভিশনের কিছু ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা চলছিল। লোয়ার ডিভিশনের অ্যাসিস্টেন্ট ম্যানেজার সে সব নিয়ে বলতে যাওয়াতেই শ্রমিকেরা ক্ষিপ্ত হন বলে তারা শুনেছেন। ওই শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক সুরজ সুব্বা বলেন, “লোয়ার ডিভিশন যাতে বন্ধ না করা হয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সেই দাবি জানাব। কয়েক জন শ্রমিকের জন্য বাকিরা দুর্ভোগে পড়বেন ঠিক নয়।” বাগান সূত্রে জানা যায়, লোয়ার ডিভিশনে ৭৭৬ জন শ্রমিক কাজ করেন।

ডুয়ার্সের মধু বাগান খুলল
উনিশ দিন পর খুলল ডুয়ার্সের মধু চা বাগান। বুধবার মালিকপক্ষ বাগান খুললেও শ্রমিকেরা যোগ দেননি। ২২ মার্চ বকেয়া চেয়ে শ্রমিকরা আন্দোলন করলে চা বাগান বন্ধ করে চলে যান মালিক। আদিবাসী বিকাশ পরিষদ চা শ্রমিক সংগঠনের তরফে মাসে চারটি রেশন এবং কাজ শুরু আগে অগ্রিম টাকা দেওয়ার দাবি তুলে কাজে বাধা দেওয়া হয় বলে তাঁদের অভিযোগ। মঙ্গলবার শিলিগুড়িতে যুগ্ম শ্রম কমিশনারের দফতরে ত্রিপাক্ষিক বৈঠকে ঠিক হয় শুক্রবার অগ্রিম হিসেবে ৬০০ টাকা এবং মাসে দুটি করে রেশন দেওয়া হবে। তার পরেই বাগান খোলার সিদ্ধান্ত হয়। মধু বাগনের ম্যানেজার রামঅচল পাণ্ডে বলেন, ‘‘বাগানের কারখানা খোলা ছিল। সেখানে স্টাফরা কাজে যোগ দিয়েছেন। তবে শ্রমিকরা কাজে আসেনি। বিষয়টি নিয়ে নেতারাও আমাদের কিছু জানায়নি।” আদিবাসী বিকাশ পরিষদের চা শ্রমিক সংগঠন প্রগ্রেসেভি টি ওয়ার্কার্স ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক ত্রিয়োফিল সোরেন জানান, তাঁদের দাবি মাসে ৪টি রেশন দিতে হবে। বৈঠকে ২টি দিতে রাজি হন মালিক পক্ষ। তা ছাড়া কাজে যোগ দেওয়ার আগে অগ্রিম টাকা দেওয়ার দাবি করেন শ্রমিকরা। তাই এ দিন শ্রমিকরা কাজে যোগ দেননি। বৃহস্পতিবার ফের আলোচনা হবে। তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা অনিরুদ্ধ গোস্বামী বলেন, ‘‘শ্রমিক কাজে যোগ দেননি। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে আলোচনা করব।” এনইউপিডব্লিউর কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক প্রভাত মুখোপাধ্যায় জানান, বাগান বন্ধ থাকায় অনেক শ্রমিক বাইরে গিয়েছেন। অনেকে ১০০ দিনের কাজে বেরিয়েছিলেন।

পূর্ত-জমিতে প্রাচীর, অভিযুক্ত বনবিভাগ
পূর্ত দফতরের জমি বেআইনি ভাবে পাঁচিল দিয়ে ঘেরার অভিযোগ উঠেছে বন দফতরের নামে। আলিপুরদুয়ার-১ ব্লকের শালকুমার মোড় এলাকায় ঘটনা। বুধবার এলাকা ঘুরে দেখেন পূর্ত দফতরের কর্তারা। পূর্তদফতরের (সড়ক) আলিপুরদুয়ারের সহকারী বাস্তুকার অশোককুমার সিংহ এ দিন জানিয়েছেন, বন দফতরের দক্ষিণ জলদাপাড়া রেঞ্জের পক্ষ থেকে পূর্ত দফতরের জমিতে পাঁচিল দেওয়ার অভিযোগ উঠেছে। আমি ঘটনাস্থল ঘুরে দেখেছি। ওই জমি পূর্ত দফতেরর কি না সেটা ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দফতরের কাছ থেকে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

যন্ত্র-বিভ্রাটে কাজ ব্যাহত
যান্ত্রিক গোলযোগের জন্য ট্রেড লাইসেন্স বিভাগের কাজকর্ম ব্যহত হল শিলিগুড়ি পুরসভায়। বুধবার ওই ঘটনার জেরে লাইসেন্স নবিকরণ করতে এসে অনেককেই ফিরে যেতে হয়েছে। এ দিন ২৫০ জন ট্রেড লাইসেন্স নবিকরণ, ফি জমা দিতে এসেছিলেন। সাড়ে ১০টা থেকে ১টা ১০০ জনের মতো বাসিন্দা ফি জমা দিতে পারলেও কম্পিউটার অকেজো হয়ে পড়ায় বাকিদের ফিরে যেতে হয়। সমস্যা মেটানোর চেষ্টা চলছে। দুই এক দিন সময়ও লাগতে পারে।

স্বস্তি দিল শিলাবৃষ্টি
সকাল থেকে দুপুরে প্রচণ্ড গরমের পর সন্ধ্যায় শিলা বৃষ্টিতে স্বস্তি পেল আলিপুরদুয়ারের বাসিন্দারা। বুধবার সন্ধ্যা সওয়া ছ’টা নাগাদ বৃষ্টি শুরু হয়। পরে কিছুক্ষণ শিলাবৃষ্টি হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.