First Page
Calcutta
Rajya
Uttarbanga
Dakshinbanga
Bardhaman
Purulia
Murshidabad
Medinipur
National
Business
Foreign
Sports
Swasth
Jibjagat o Poribesh
Editorial
Today
Crossword
Comics
Feedback
Archives
About Us
Advertisement Rates
Font Problem

আজকের শিরোনাম
সন্তোষপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড
• • দাঁতনে দুর্ঘটনা, মৃত ৬

আপনার রান্নাঘর-এ স্বাদবদল হোক শীত শেষের ফল
ও সবজির বাহারে। সঙ্গে ভিন্ন আমেজের সংবাদ ও অবশ্যই
আপনার চিঠি মাঝমাসের এই সংস্করণে।
নিরাপত্তার কড়াকড়ির মধ্যেই
হলদিয়ায় পেশ পুর-বাজেট
পানাগড়ে সমস্যা মিটবে ৩ মাসে, আশ্বাস মমতার
পানাগড়ে বাইপাস তৈরির সমস্যা তিন মাসের মধ্যে মিটে যাবে বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার জাতীয় সড়ক সম্প্রসারণ নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিধানসভায় তিনি বলেন, “দু’চার জনের জন্য সমস্যা হচ্ছিল। কাজ হাতে নেওয়া হয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বলেছি, তিন মাসের মধ্যে কাজ করতে হবে।” যদিও জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই) মনে করছেন না, এত কম সময়ের মধ্যে এই কাজ করে ওঠা সম্ভব। বরং কাজে নামতে বছর ঘুরে যাবে বলেই মনে করছেন তাঁরা। সন্ধ্যায় এনএইচএআই-র পূর্বাঞ্চলের সিজিএম অজয় অহলুওয়ালিয়া বলেন, “আমাদের আশা, আগামী ডিসেম্বর-জানুয়ারির মধ্যে জমি হাতে পাব এবং কাজে নামতে পারব।” হাওড়ার এক প্রান্ত থেকে দুর্গাপুর হয়ে দিল্লির দিকে চলে যাওয়া ২ নম্বর জাতীয় সড়কে ডানকুনি থেকে বরাকর পর্যন্ত রাস্তা ৪ লেনের হয়েছিল ২০০১-এ।
বাগডোগরায় রাতে উড়ানে
বাধা ১১ পরিবার: মুখ্যমন্ত্রী
১১টি পরিবারের জন্য বাগডোগরায় রাতে বিমান ওঠানামা করতে পারছে না। শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা জানান। তাঁর বক্তব্য, ওই ১১টি পরিবারের জন্য আটকে রয়েছে বাগডোগরার নাইট-ল্যান্ডিং (রাতে বিমান নামা-ওঠা) সুবিধা। তা চালু করতে গেলে প্রয়োজন জমি অধিগ্রহণ। কিন্তু, পরিবারগুলির জন্য জমি অধিগ্রহণ করা যাচ্ছে না। বাস্তব চিত্র অবশ্য অন্য কথাই বলছে। বিমানবন্দর সূত্রে খবর, চাইলে এখনই রাতে নিয়মিত যাত্রী-বিমান ওঠানামা করতে পারে বাগডোগরা থেকে। বাদ সাধছে বায়ুসেনা। এখনই সূর্যাস্তের পরে বিমান ওঠানামা করলে অতিরিক্ত লোকবল লাগবে বায়ুসেনার। আর সমস্যা সেখানেই। বিমানবন্দর সূত্রের খবর, রাতে বিমান ওঠানামার জন্য যে যে সুবিধার প্রয়োজন সেই রানওয়ের আলো, ট্যাক্সি-বে’র আলো, পার্কিং-বে’র আলো সমস্তই রয়েছে বাগডোগরায়।
দুই পুরসভার বিদ্যুতের বিল বাকি ১২ কোটি
তৃণমূল এবং কংগ্রেসের জোট পরিচালিত দুই পুরসভার কাছে রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির আসানসোল ডিভিশনের মোট বকেয়া পাওনা দাঁড়িয়েছে প্রায় ১২ কোটি টাকা। দফতরের অভিযোগ, বারবার আবেদন করা সত্ত্বেও এই পাওনা টাকা মেটাচ্ছে না আসানসোল ও কুলটি পুরসভা। বকেয়ার কথা স্বীকার করেছে দুই পুর কর্তৃপক্ষই। কিন্তু পাওনা মেটানো হবে কীভাবে, সেই ব্যাপারে নিশ্চিত কিছুই জানাতে পারেননি তাঁরা। রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির আসানসোল ডিভিশনাল কার্যালয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরে এই দুই পুরসভা ওই টাকা বাকি রেখেছে। সম্প্রতি একটি হিসেব প্রকাশ করে কর্তৃপক্ষের তরফে জানানো হয়, আসানসোল পুরসভার কাছে পাওনা হয়েছে প্রায় ৯ কোটি টাকা ও কুলটি পুরসভার কাছে পাওনা হয়েছে প্রায় তিন কোটি টাকা।
শিশু সামলে কেন্দ্রে নয় পরীক্ষার্থী
পাঁচ মাস পরে পুর-বৈঠকে যোগ কংগ্রেসের
অনাস্থা-পর্বের পর থেকেই খড়্গপুরের পুর-বৈঠকগুলিতে গরহাজির থাকছিলেন কংগ্রেস শিবিরের কাউন্সিলাররা। শেষমেশ প্রায় পাঁচ মাসের মাথায় শুক্রবার পুরসভার বোর্ড মিটিংয়ে যোগ দিলেন তাঁরা। কংগ্রেস শিবির তাদের অনড় অবস্থায় থেকে সরে আসায় খুশি তৃণমূল। পুরসভার ভারপ্রাপ্ত পুরপ্রধান তুষার চৌধুরীর কথায়, “ওঁদের ধন্যবাদ জানাচ্ছি। শহরের উন্নয়নের প্রশ্নে একমত হয়েছেন। আমি সকলের সহযোগিতা নিয়েই কাজ করতে চাই।” আর প্রাক্তন পুরপ্রধান তথা কংগ্রেস কাউন্সিলার রবিশঙ্কর পাণ্ডের বক্তব্য, “আমাদের অবস্থানের ভুল ব্যাখ্যা হচ্ছে। আমরা কখনও বলিনি, বোর্ড মিটিংয়ে যোগ দেব না। শুধু বলেছি, অর্থ বরাদ্দ নিয়ে এই বোর্ড কোনও মিটিং ডাকতে পারে না। শুক্রবার গুরুত্বপূর্ণ মিটিং ছিল। এমন মিটিংয়ে যোগ না-দিলে শহরের উন্নয়নে সমস্যা হত। আমরা তা চাই না।”
শিক্ষিকার শ্লীলতাহানির চেষ্টা, ধৃত যুবক
স্কুলের মধ্যে ঢুকে এক শিক্ষিকার শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। অন্ডালের সিঁদুলিতে অম্বিকা মাজি নামে ওই যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারাই। যুবকটি তাঁকে মাঝে-মধ্যেই উত্ত্যক্ত করত বলে পুলিশে অভিযোগ করেছেন ওই শিক্ষিকা। সিঁদুলি বাউরিপাড়া অবৈতনিক বিদ্যালয়ের ওই শিক্ষিকার বাড়ি দুর্গাপুরে। তিনি জানান, বাড়ি থেকে বাস বা ট্রেনে চেপে আসার পরে সিঁদুলি রেলগেট থেকে রিকশায় স্কুলে পৌঁছন তিনি। তাঁর অভিযোগ, প্রায় দিনই ওই যুবক রেলগেটের কাছে তাঁকে উদ্দেশ্য করে খারাপ কথাবার্তা বলে। এ দিন সকালে তাঁর সঙ্গে সঙ্গে এসে একেবারে স্কুলে ঢুকে পড়ে। শিক্ষিকার অভিযোগ, “ভিতরে ঢুকে আমাকে অশ্লীল কথাবার্তা বলে ওই যুবক। আমি প্রতিবাদ করি। চেঁচামেচি শুনে আমার সহকর্মীরা ও কয়েক জন বাসিন্দা ছুটে এসে তাকে ধরে ফেলে।”
রেল পুলিশের অজস্র অনিয়ম জানল সিআইডি
বহরমপুর কোর্ট স্টেশনে রেল পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে যাত্রীকে পিটিয়ে মারার তদন্ত ভার হাত বদলে এখন সিআইডি-র হাতে। সিআইডি’র দুই অফিসার ডিএসপি অমরনাথ গঙ্গোপাধ্যায় ও ইন্সপেক্টর সুজয় বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার ঘুরেও গিয়েছেন বহরমপুর। তবে তদন্তের ব্যাপারে বিশদ মুখ খুলতে চাননি তাঁরা। অমরনাথবাবুর সংক্ষিপ্ত উত্তর, “তদন্তের ব্যাপারে যা বলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাবে।” ওই সন্ধ্যায় তাঁরা বহরমপুর থানায় গিয়ে ধৃত রেল পুলিশের কনস্টেবল পরিতোষ বিশ্বাসের সঙ্গে কথা বলেন। জিজ্ঞাসাবাদ করেন ঘটনার রাতে জিআরপি থানায় কর্তব্যরত পুলিশকর্মীদের। গত ১১ মার্চ গভীর রাতে এক জন যাত্রীকে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে রেল লাইনের উপরে ঠেলে ফেলে দেয় রেল পুলিশের কনস্টেবল পরিতোষ। ঘটনাস্থলেই মারা যান বনগাঁর বাসিন্দা দীপক ঘোষ নামে ওই যাত্রী।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়

জেলা
উত্তরবঙ্গ


বর্ধমান

মুর্শিদাবাদ

মেদিনীপুর

কলকাতা



আজকের দিনে
• ১৮৮০: বর্ধমানে জন্মগ্রহণ করেন প্রখ্যাত বাংলা সাহিত্যিক রাজশেখর বসু। তিনি ‘পরশুরাম’ ছদ্মনামে ব্যঙ্গকৌতুক গল্পের জন্য সাহিত্যজগতে প্রসিদ্ধ। প্রথম জীবনে তিনি একজন কেমিস্ট হিসাবে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস-এ কর্মরত ছিলেন।

হপ্তা শেষে...
শনিবার রবিবার বৃহস্পতির পাক্ষিক

প্রতি মাসের ২১ তারিখ


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.