মাথার চুল কেটে, রাতভর গাছে বেঁধে এক যুবতীকে মারধরের অভিযোগ উঠল রামপুরহাটের গ্রামে। ‘অত্যাচার’ করা হয় তাঁর পুরুষ-সঙ্গীকেও। বৃহস্পতিবার রাতে রামপুরহাট থানা এলাকার দীঘলপাহাড়ি গ্রামের ঘটনা। পুলিশ সূত্রের খবর, বছর বাইশের ওই যুবতীকে ভিন্জাতের যুবকের সঙ্গে এলাকায় ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে অভিযোগে চড়াও হন গ্রামের কিছু লোক। চলে ‘রাতভর অত্যাচার’। খবর পেয়ে শুক্রবার দুপুরে পুলিশ গ্রামে গিয়ে যুবতী ও তাঁর সঙ্গীকে উদ্ধার করে। পরে ‘নিগৃহীত’ যুবকের কাছ থেকে অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বীরভূমের পুলিশ সুপার মুরলীধর শর্মা বলেন, “শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” আজ, শনিবার রামপুরহাট আদালতে ওই যুবতীর গোপন জবানবন্দি নেওয়া হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবতী ও যুবক স্থানীয় একটি ক্রাশারের শ্রমিক। কর্মসূত্রেই তাঁরা দীঘলপাহাড়িতে গিয়েছিলেন। স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে গ্রামবাসীদের একাংশ ওই দু’জনকে গ্রামের একটি ঘরে আটকে রাখেন। পুলিশের কাছে নিগৃহীতা জানিয়েছেন, পরে গ্রামবাসীর একাংশ তাঁর মাথার চুল কেটে দেন। ওই যুবক ও যুবতীকে গ্রামেরই একটি গাছে বেঁধে সারারাত মারধর করা হয় বলেও অভিযোগ। তবে দীঘলপাহাড়ির বাসিন্দা তথা স্থানীয় কুসুম্বা পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান নিয়তি মাড্ডি বলেন, “ঘটনার খবরই পাইনি। জানলে এমন হতে দিতাম না।”
|
বদলির দাবিতে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কার্যালয়ে অবস্থানে বসলেন দুই শিক্ষিকা। শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে জয়পুর পালনঝা প্রাথমিক স্কুল ও বরাবাজারের রাঙাগোড়া প্রাথমিক স্কুলের দুই শিক্ষিকা শিবাণী মণ্ডল ও শ্যামলী পাল সংসদ সভাপতির অফিসের বাইরে অবস্থানে বসেন। শিবানীদেবী ২০০০ সালে এবং শ্যামলীদেবী ২০১০ সালে যোগ দিয়েছেন। কিন্তু তাঁদের বদলির আবেদন গ্রাহ্য হচ্ছে না বলে অভিযোগ। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি নীলকমল মাহাতো বলেন, “বেনিয়মের অভিযোগ ঠিক নয়। তবে তাঁদের বিষয়টি কোথায় আটকে আছে দেখব।”
|
১০০ দিন কাজের প্রকল্পে আর্থিক তছরুপের অভিযোগ প্রধান-সহ তিন জনকে শো-কজ করলেন রামপুরহাট ২ ব্লকের ভারপ্রাপ্ত বিডিও মলয় ঘোষ। তিনি বলেন, “কয়েক জন গ্রামবাসী লিখিত অভিযোগ করেছিলেন। তদন্তে বেশ কিছু ক্ষেত্রে দুর্নীতি ধরা পড়েছে। তাই অভিযুক্তদের কাছ থেকে সুনির্দিষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে।” জেলা প্রশাসনের নির্দেশে বৃহস্পতিবার বিডিও অভিযুক্ত কালুহা পঞ্চায়েতের কংগ্রেস প্রধান ফিরদৌসি বেগম, পঞ্চায়েতের তৎকালীন নির্মাণ সহায়ক গৌতম মণ্ডল ও কাজের সুপারভাইজার মহবুল হককে শো-কজের চিঠি পাঠিয়েছেন। প্রধানের দাবি, “অভিযোগ মিথ্যা।”
|
শুক্রবার সকালে মহম্মদবাজারের দেউচা জলাধার থেকে ভীম বাউড়ি (৩০) নামে এক যুবকের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার করল পুলিশ। তাঁর বাড়ি দেউচার বাসস্ট্যান্ড পাড়ায়। মৃতের দাদা পটল বাইড়ি বলেন, “গত বুধবার সন্ধ্যায় ভাই বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর থেকেই সে নিখোঁজ।” অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।
|
গুণগত মানের সোনা না দেওয়া এবং গয়না বিক্রি করতে এলে সঠিক মূল্য দিতে চাইছেন না ব্যবসায়ী। বাঁকুড়া শহরের অরবিন্দনগর এলাকার বধূ চন্দ্রানী সেনগুপ্তের অভিযোগের ভিত্তিতে ওই স্বর্ণ ব্যবসায়ীকে জরিমানা করল ক্রেতা সুরক্ষা আদালত। তিনি কাউকে ঠকাননি বলে দাবি করেছেন অভিযুক্ত ব্যবসায়ী স্বপনকুমার দে। |