সন্তোষপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড |
ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭০০টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গেল সন্তোষপুরের মহেশতলা থানা এলাকার ১৬ বিঘা বস্তিতে। প্রত্যক্ষদর্শীরা জানান ভোর সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে। ঘিঞ্জি এলাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। ঘটনাস্থলে পৌঁছে দমকলের ১৫টি ইঞ্জিন প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অন্তর্ঘাতের কারণেই এই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। এলাকা খালি করার জন্যেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে মহেশতলা পুরসভার চেয়ারম্যান আগুন লাগিয়েছেন বলে অভিযোগ বস্তিবাসীর। যদিও অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন পুরসভার চেয়ারম্যান দুলাল দাস। তিনি জানিয়েছেন, ‘‘প্রতি বছরই দু’তিন বার আগুন লাগে ওই বস্তিতে। তাদের পুনর্বাসনের জন্য এক হাজারেরও বেশি পাকা বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু তারা সেখানে যেতে নারাজ। পুনবার্সনের পরিকল্পনা করলে আগুন লাগাতে যাব কেন?’’
এদিকে
এই ঘটনায় জড়িত সন্দেহে রোনাল্ডো, রাজ্জাক, গেরি ও সানারা নামে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় স্থানীয় পুরসভার কাউন্সিলর দীপিকা দত্তের বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ। আগুন লাগার কারণে সকাল থেকেই শিয়ালদহ-বজবজ শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। তবে এখন পরিষেবা স্বাভাবিক।
|
দাঁতনে ভয়াবহ দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে দাঁতন থানার আঙ্গুয়া গ্রামের ৬০ নম্বর জাতীয় সড়কে। বাস ও মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান মারুতির ৬ জন যাত্রী। আহত হয়েছেন বাসের অন্তত ১২ জন যাত্রী। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দাঁতন ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। |