|
|
|
|
দীপককে গ্রেফতারের দাবি মন্ত্রীর |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুরে এসে সিপিএমের জেলা সম্পাদক দীপক সরকারের গ্রেফতারের দাবি তুললেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। তাঁর কথায়, “কেউ আইনের উধ্বের্র্ নন। অভিযুক্ত হলে গ্রেফতার হতেই হবে।” বুধবার মেদিনীপুর সদর ব্লকের এনায়েতপুর থেকে মাটি খুঁড়ে ৭০টি বন্দুক-রাইফেল উদ্ধার করে যৌথ বাহিনী। তৃণমূলের অভিযোগ, সিপিএমের সশস্ত্র বাহিনী ওই অস্ত্র মজুত করেছিল। ওই রাতেই সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তথা পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক দীপক সরকার-সহ ১২ জন সিপিএম নেতা-কর্মীর নামে কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল। এরপরই দীপকবাবুদের গ্রেফতারের দাবিতে সরব হন জেলা তৃণমূল নেতৃত্ব। শুক্রবার মেদিনীপুরে এসে সেই দাবিই জোরালো করলেন মন্ত্রী। কেন দীপকবাবুকে পুলিশ গ্রেফতার করছে না? প্রশ্নের উত্তরে মন্ত্রীর ইঙ্গিত, দীপক সরকার লুকিয়ে বা আত্মগোপন করে রয়েছেন। মন্ত্রীর এই দাবি অবশ্য খারিজ করেছে জেলা সিপিএম। সিপিএমের বক্তব্য, এক সময় যেখানে মাওবাদীদের প্রভাব ছিল, সেখান থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। ঘটনার সঙ্গে দলের যোগ নেই। মিথ্যে মামলায় দলের জেলা সম্পাদককে ফাঁসানো হয়েছে। তবে, সিপিএম সূত্রে খবর, শুক্রবার জেলা পার্টি অফিসে আসেননি দীপকবাবু। তিনি জেলার বাইরে রয়েছেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে ফোনে বলেন, “তৃণমূলের নেতা অভিযোগ করেছে। স্বাভাবিক ভাবেই সিপিএম নেতা-কর্মীদের নাম থাকবে। মিথ্যে মামলা করাটা তৃণমূলের সংস্কৃতি।” শুক্রবার রাতেই এই মামলায় অভিযুক্ত রেনুপদ সিংহ নামে সিপিএমের জোনাল কমিটির এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। |
|
|
|
|
|