কৃষিতে জলসেচের জন্য বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না থাকায় ধান ও বাদাম চাষ. নষ্ট হতে বসেছেএমন অভিযোগ তুলে শুক্রবার দাঁতন ২ ব্লকের তিনটি প্রধান রাস্তা সকাল সাড়ে দশটা থেকে অবরোধ করেন স্থানীয় চাষিরা। অবরোধ করা হয়, এগরা-বেলদা রাস্তার খিরিশতলা, জাহালদা-দাঁতন রাস্তার আমরদায় ও ললাট-জনকা রোডের পাহাড়ীচকে। এর জেরে জানজটে নাকাল হন নিত্যযাত্রীরা। আটকে পড়েন পরীক্ষার্থীরাও। খবর পেয়ে পুলিশবাহিনী ঘটনাস্থলে এলেও আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা থাকায় জোর করে অবরোধ তোলেনি। পরে বিদ্যুৎ দফতরের আধিকারিকেরা ঘটনাস্থলে এলে খিরিশতলা ছড়া বাকি দু’টি জায়গায় অবরোধ ওঠে। সন্ধ্যায় চাষিদের দাবি নিয়ে আলোচনায় বসেন বিদ্যুৎ দফতর, পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা। সমস্যার সমাধানে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দেন তাঁরা। শেষমেশ অবরোধ ওঠে। যান চলাচল স্বাভাবিক হয়।
|
খড়্গপুরের ডাকাতির ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে দু’জন আবার সোনা ব্যবসায়ী, চুরি করা গয়না এঁদের কাছে বিক্রি করা হয়েছিল। ওই দুই সোনা ব্যবসায়ীর কাছ থেকে চুরি যাওয়া বেশ কিছু গয়না উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃত তিন জনকে শুক্রবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হয়েছিল। সুশীল রানা এবং শ্রীমন্ত রানা নামে ধৃত দুই ব্যবসায়ীকে ২৮ মার্চ পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। সুবল পাল নামে ধৃত অন্য জনকে ১৯ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
|
বেশ কিছু টেনসার ব্লেড এবং পাইপের টুকরো উদ্ধার ঘিরে শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়াল মেদিনীপুর সদর ব্লকের কনকাবতী এলাকায়। স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি করেন, ওগুলি অস্ত্র তৈরির সরঞ্জাম। কংসাবতী নদীর পাড়ের মাটি খুঁড়ে ব্লেড ও পাইপের টুকরো উদ্ধার হয় বলে দাবি তাঁদের। এরপর আশপাশের এলাকারও মাটি খোঁড়া হয়। তবে কিছু মেলেনি। তবে পুলিশ অবশ্য জানিয়েছে, উদ্ধার হওয়া ব্লেড এবং পাইপের টুকরোর সঙ্গে অস্ত্রের কোনও যোগ নেই। |