নিরাপত্তার কড়াকড়ির মধ্যেই হলদিয়ায় পেশ পুর-বাজেট
আঁটোসাঁটো পুলিশি নিরাপত্তার মধ্যে পেশ হল হলদিয়া পুরসভার বাজেট। তবে বাজেট পাশের জন্য এখনও অপেক্ষায় থাকতে হবে সাত দিন।
আদালতের নির্দেশ মেনে শুক্রবার হলদিয়া পুরভবনের ভিতরে পুরকর্মী ও কাউন্সিলর ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হয়নি। বাজেট পেশের পরে সাংবাদিক বৈঠকে এ জন্য আদালত, পুলিশ-প্রশাসন এমনকী বিরোধীদেরও ‘ধন্যবাদ’ জানান পুরপ্রধান তমালিকা পণ্ডা শেঠ। যদিও বাজেট ‘ত্রুটি ও অসঙ্গতিপূর্ণ’ অভিযোগ তুলে বিরোধিতার সুর জিইয়ে রেখেছেন তৃণমূল কাউন্সিলরেরা।

হলদিয়া পুরসাংবাদিক বৈঠকে তমালিকা পণ্ডা শেঠ। ছবি: আরিফ ইকবাল খান।
হলদিয়ায় পুর-বৈঠকের নিরাপত্তার দায়িত্ব পুলিশ সুপারকে সঁপেছিল হাইকোর্ট। সেই নির্দেশের পরদিনই, গত বুধবার তৃণমূল কাউন্সিলরদের নেতৃত্বে বহিরাগতেরা পুরভবনে হামলা চালান বলে অভিযোগ। ওই ঘটনায় কেউ গ্রেফতার হননি। তবে বৃহস্পতিবার এক তৃণমূল কর্মীর বাড়ি পোড়ানোর অভিযোগে দুই সিপিএম কাউন্সিলরকে ধরে পুলিশ। গ্রেফতারি এড়াতে গা-ঢাকা দেন আরও দুই সিপিএম কাউন্সিলর। এই পরিস্থিতিতে বাজেট অধিবেশন নির্বিঘ্নে হবে কি না, আশঙ্কায় ছিলেন পুর-কর্তৃপক্ষ।
আয়-ব্যয়ের হিসাব
নিজস্ব আয়: ৩৭,৪৫,৫৪,০০০ টাকা
সরকারি সহায়তা: ১৮,৫২,৪৭,০০০ টাকা
বাজেটে বরাদ্দ: ৫৫,৯৮,০১,০০০ টাকা
বিভিন্ন খাতে বরাদ্দ
• পরিকাঠামো উন্নয়নে: ১৬,৫৫,০০,০০০
• আয়সৃষ্টিকারী সম্পদ তৈরি: ৬,৮০,০০,০০০
• পানীয় জল সরবরাহ: ৮,৬৫,০০,০০০
নজর যেখানে
• ৭০০ দুঃস্থ পরিবারে বিদ্যুৎ সংযোগ
• ৫০০ পরিবারে পানীয় জল সরবরাহ
• পিপিপি মডেলে কোল্ড স্টোরেজ
• মুসলিম মহিলা হস্টেল
• পুরবাজার, সভাঘরে অগ্নি নির্বাপণ ব্যবস্থা
• উদ্বাস্তু পরিবারের পড়ুয়াদের সাহায্য
• ব্যক্তি উন্নয়ন, সামাজিক সুরক্ষায় গুরুত্ব
তথ্য: দেবমাল্য বাগচি
কিন্তু কোনও গণ্ডগোলই হয়নি এ দিন। নির্ধারিত সময় ১১টার আগে থেকেই বিশাল পুলিশ বাহিনী-সহ অতিরিক্ত পুলিশ সুপার অমিতাভ মাইতি পুরভবনে উপস্থিত ছিলেন। ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলেন হলদিয়ার বিডিও অশোককুমার রক্ষিত। আগেভাগেই হাজির হন বিরোধী দলনেতা দেবপ্রসাদ মণ্ডল-সহ তৃণমূলের ১১ কাউন্সিলর। ১১টার কিছু পরে পুরভবনে যান পুরপ্রধান-সহ বামেদের ১১ জন। সাড়ে ১১টা নাগাদ পুরসভার সভাঘরে বসে বাজেট অধিবেশন। অন্য পুরকর্মীদের ঢুকতে দেওয়া যাবে না বলে কোষাধ্যক্ষকে আটকান বিরোধী কাউন্সিলরেরা। তাই এগ্জিকিউটিভ অফিসার অশোককুমার মিত্রের উপস্থিতিতে পেশ হয় বাজেটের খসড়া। খসড়া বাজেটে সই করলেও পুরসভার বিরোধী দলনেতা দেবপ্রসাদবাবু পরে বলেন, “এই বাজেট ত্রুটিতে ভরা ও অসঙ্গতিপূর্ণ।”
“এই বাজেটে নতুন দিশা নেই। ত্রুটিতে ভরা ও অসঙ্গতিপূর্ণ। পুরপ্রধান আমাদের কাগজপত্র দিয়েছেন। আমরা সাত দিন পরে লিখিত ভাবে আমাদের দাবি জানাব। তারপরেই বাজেট হবে। সাধারণ মানুষের স্বার্থ বিঘ্নিত হলে বিরোধিতা করবই।”
দেবপ্রসাদ মণ্ডল, বিরোধী দলনেতা
“ওঁরা নিজেরাই সিদ্ধান্ত পত্রে স্বাক্ষর করেছেন। তবে কী সেটা ত্রুটি না দেখেই। সাত দিন সময় দেওয়া হয়েছে। কাউন্সিলাররা কোনও দাবি থাকলে যুক্ত করার জন্য বলতেই পারেন।”
—তমালিকা পণ্ডা শেঠ, পুরপ্রধান


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.