উত্তরবঙ্গ |
খুনের বদলায়
পাল্টা খুন,
নালিশ |
নিজস্ব সংবাদদাতা, মালদহ: খুনের বদলা নিতে পাল্টা খুনের ঘটনার অভিযোগে মালদহের বৈষ্ণবনগর থানার পারলালপুর এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। সোমবার বিকালে এলাকার পোস্টঅফিস পাড়ার এক চায়ের দোকান থেকে বাবু শেখকে (১৮) তুলে নিয়ে যায় এক দল লোক। মঙ্গলবার সকালে বাবু শেখের ক্ষতবিক্ষত দেহ পুলিশ গ্রামের এক জমি থেকে উদ্ধার করে। জেলা পুলিশ সুপার প্রসূন বন্দোপাধ্যায় বলেন, “জমির বিবাদকে কেন্দ্র করে খুন ও পাল্টা খুনের ঘটনা ঘটেছে। |
|
নিজস্ব সংবাদদাতা, মালদহ: রাস্তার কাজের মান নিয়ে প্রশ্ন তোলার অপরাধে অন্তঃসত্ত্বাকে গুলি করে খুনের ঘটনায় রতুয়ার বিলাইমারি গ্রামের আট জনকে পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু অভিযুক্ত রতুয়ার কংগ্রেস বিধায়কের ছেলে সব্যসাচী মুখোপাধ্যায়-সহ আরও ১৩ জনকে পুলিশ গ্রেফতার করতে না পারায় বাসিন্দারা ক্ষোভে ফুঁসছেন। বাসিন্দাদের অভিযোগ, রাস্তার কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় বিধায়ক পুত্রের নির্দেশেই এনাতুল্লারা হামলা চালিয়ে ওই মহিলা গাজলি বিবিকে খুন করেছে। অভিযোগ, পুলিশ অভিযুক্ত বিধায়ক পুত্রকে আড়াল করতে চাইছে। |
পুলিশ আড়াল করছে
অভিযুক্তদের, ক্ষোভ |
|
পথ বিধি না মানায় যানজটে বন্দি শহর |
|
বিএসএফের গুলিতে
সীমান্তে নিহত এক |
তরুণীর অপমৃত্যু,
ধৃত প্রেমিকের মা |
|
|
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
মোর্চার বন্ধ রুখতে
বেতন কাটার হুমকি |
নিজস্ব প্রতিবেদন: গোর্খা জনমুক্তি মোর্চা এবং রাজ্য সরকার যেন তাল মিলিয়েই পরস্পরের সঙ্গে দূরত্ব তৈরি করতে শুরু করেছে। মঙ্গলবার নয়াদিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কার্যত নালিশ জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের দ্বারস্থ হলেন মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গ। এই দিনই মহাকরণ সূত্রে খবর, মোর্চার বন্ধে কাজে যোগ না দিলে সরকারি কর্মচারীদের বেতন কাটা হবে। যে ক’দিন কর্মীরা অফিসে আসবেন না, তাঁদের চাকরির মেয়াদও কমবে তত দিন। |
|
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: উল্টোডাঙায় উড়ালপুল ভেঙে পড়ার ঘটনায় উদ্বিগ্ন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। শিলিগুড়ি শহরে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে জন্য আগাম সর্তকতা নিতে চান তাঁরা। মঙ্গলবার তা জানিয়েছেন এসজেডিএ’র চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য। কেন না বছরখানেক আগেই শিলিগুড়ির মহাবীরস্থানের উড়ালপুলের একাংশ খসে পড়ে। তা নিয়ে শহরে হইচইও হয়েছে। এসজেডিএ এবং রেলের যৌথ উদ্যোগে সেটি তৈরি হয়েছিল। |
উল্টোডাঙা-কাণ্ডের জের,
উড়ালপুল নিয়ে সতর্কতা |
|
বরাদ্দ নিয়ে বঞ্চনা,
অভিযোগ সভাধিপতির |
চেয়ারম্যানের পদ দখলে
যুযুধান কংগ্রেস-তৃণমূল |
|
দুর্ভোগে বিরাম নেই |
|
চিত্র সংবাদ |
|
টুকরো খবর |
|
|