খুনের বদলা নিতে পাল্টা খুনের ঘটনার অভিযোগে মালদহের বৈষ্ণবনগর থানার পারলালপুর এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। সোমবার বিকালে এলাকার পোস্টঅফিস পাড়ার এক চায়ের দোকান থেকে বাবু শেখকে (১৮) তুলে নিয়ে যায় এক দল লোক। মঙ্গলবার সকালে বাবু শেখের ক্ষতবিক্ষত দেহ পুলিশ গ্রামের এক জমি থেকে উদ্ধার করে। জেলা পুলিশ সুপার প্রসূন বন্দোপাধ্যায় বলেন, “জমির বিবাদকে কেন্দ্র করে খুন ও পাল্টা খুনের ঘটনা ঘটেছে। অভিযুক্তদের ধরতে পুলিশ তল্লাশি চালাচ্ছে।” বৈষ্ণবনগরের কংগ্রেস বিধায়ক ঈশা খান চৌধুরী বলেন, জমির গোলামলের জেরে খুন ও পাল্টা খুনের ঘটনা ঘটছে। জেলায় যেভাবে একের পর এক খুনে ঘটনা ঘটছে তাতে মানুষ আতঙ্কিত।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার হাজিপাড়া ও মহাজনপাড়ার মাঝে মুর্শিদাবাদের ধুলিয়ানের শ্যামলাল মির্ধা ১১ বিঘা জমি রয়েছে। সেই জমিতে দীর্ঘ তিন দশক ধরে এস্তাব আলি ও তাঁর পরিবার ভাগচাষি হিসাবে চাষ করছেন। দু’বছর আগে মির্ধা পরিবার ওই জমি ধূলিয়ানের টিপু সুলতানের কাছে বিক্রি করে। জমি কেনার পরেও এস্তাব আলির বাধায় টিপু সুলতান জমিতে চাষাবাদ করতে পারছিল না বলে অভিযোগ ওঠে। জমিতে চাষাবাদ করতে স্থানীয় মহাজন মন্ডলের দ্বারস্থ হন টিপু সুলতান। মহাজন মন্ডল ও তার ছেলেরা গত ১৫ ফেব্রুয়ারি ওই জমি দখল করতে যায়। সেইদিন দু’পক্ষে সংঘর্ষে মহাজন মন্ডলের ছেলে অধীন মণ্ডল মারা যান। অধীন মণ্ডল খুন হওয়ার পরই এস্তাব আলি ও তার পরিবারের লোকেরা গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল। অভিযুক্তদের ধরতে মহাজন মণ্ডলের পরিজনেরা ঘোরাঘুরি করছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই দিন বিকালে পাড়ার চায়ের দোকানে বসে এস্তাব আলির নাতি বাবু শেখ আড্ডা মারছিল। মহাজন মণ্ডলের দলবল ছোট গাড়িতে করে তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। নিহতের পরিবারের লোকেরা থানায় খবর দেয়। পুলিশ সারা রাত তল্লাশি চালিয়েও বাবু শেখকে উদ্ধার করতে পারেনি। এ দিন সকালে ওই গোলমালের জমিতে বাবু শেখের ক্ষতবিক্ষত দেহ পড়ে ছিল। এই নিয়ে মার্চ মাসে পাঁচ দিনে জেলায় ছয়টি খুনের ঘটনা ঘটল।
সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, “এই পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রশাসনের কোনও কড়া পদক্ষেপ নজরে পড়ছে না।” আর তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী সাবিত্রী মিত্র বলেন, “কয়েকদিনে কয়েকটি খুনের ঘটনা ঘটেছে ঠিকই। তবে পুলিশ খুবই তৎপর রয়েছে।”
মন্ত্রী জানান, সুজাপুরের খুনের ৪৮ ঘণ্টার মধ্যে ওই খুনের সঙ্গে যুক্ত দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। রতুয়ার বিলাইমারিতে অন্তঃসত্ত্বা মহিলা খুনের ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে আট জন অপরাধীকে গ্রেফতার করেছে। বৈষ্ণবনগরের ঘটনায় এলাকায় পুলিশ পিকেট বসানোর জন্য পুলিশ সুপারকে বলেছি। |