|
|
|
|
মুকুল-চন্দনকে আকুল আর্জি হাসিনার |
|
অনমিত্র চট্টোপাধ্যায়, ঢাকা: ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতির বাংলাদেশ সফরে তিস্তার জল কি একটুও গড়াল? ছিটমহলের ৫৫ হাজার বাসিন্দা ন্যূনতম নাগরিক অধিকারটুকু পাওয়ার ব্যাপারে এ বার কি আশার আলো দেখতে পারেন?
মৌলবাদী জামাতের সঙ্গে জোট বেঁধে বাংলাদেশে নির্বাচনের আগে চূড়ান্ত শক্তিপ্রদর্শনে নেমেছে বিএনপি। শাহবাগের গণবিক্ষোভ গোটা দেশে ছড়িয়ে পড়ে শেখ হাসিনার সরকারের পালে যে হাওয়া জুগিয়েছে (হাসিনার দলের প্রতীকও পাল তোলা নৌকা), তাকে ধরে রাখতে তিস্তার জলের ভাগ নিয়ে ভারতের সঙ্গে বোঝাপড়া করে ফেলাটা বিশেষ প্রয়োজন। |
|
উলু-শাঁখে খই ছড়িয়ে প্রণব বরণ |
অনমিত্র চট্টোপাধ্যায় ও কুদ্দুস আফ্রাদ, ঢাকা: পঞ্চাশ বসন্ত পেরিয়ে গিয়েছে সে-ও বছর পাঁচেক আগে। ঘরের মেয়ে ঘরে এল এতগুলো বছর পরে, সঙ্গে জামাই। “ওরে তোরা উলু দে,” “বরণডালাটা কই রে ছোটবৌ?”, “শাঁখ বাজা, প্রদীপ জ্বাল!” নড়াইলের ভদ্রবিলা তো তখন কেঁদেকেটেই একসা! মায়ের সই, দিদির সহপাঠী, কোন ছেলেবেলার এক্কাদোক্কার সঙ্গীসাথীরা হতভম্ব। পায়ে ব্যথা, তবু সক্কলের আগে আগে শুভ্রাদেবী, সঙ্গে সব সময়ে তাঁকে আগলে রাখা দেবারতি মিত্র। |
|
|
|
|
টুকরো খবর |
|
|
|
|
|
|
|