টুকরো খবর
মহম্মদ নাসিদ ধৃত
গ্রেফতার হলেন মলদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ নাসিদ। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একটি মামলায় নিজের বাড়ি থেকেই ধরা হয়েছে তাঁকে। ৪৫ বছরের নাসিদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে স্থানীয় আদালত। গ্রেফতার এড়াতে এর আগে ১১ দিন ভারতীয় হাই কমিশন দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন তিনি। দোষী প্রমাণিত হলে সেপ্টেম্বরে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না নাসিদ। সে ক্ষেত্রে ভারত সরকারের সহায়তা আগেই প্রার্থনা করেছেন তিনি। বুধবার তাঁকে আদালতে তোলা হতে পারে। নাসিদের গ্রেফতারি প্রসঙ্গে আজ ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র আকবরউদ্দিন উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “আশা করছি আইন মেনেই পরবর্তী পদক্ষেপ করা হবে। সবাইকে অনুরোধ করছি, সংবিধান বহির্ভূত এমন কোনও কাজ করবেন না, যাতে গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে।”

প্রবীণতমার ১১৫
১১৫ বছর বয়স হল বিশ্বের প্রবীণতম মহিলা মিসাও ওকাবার। মঙ্গলবার একটি জাপানি নার্সিংহোমে নিজের জন্মদিন পালন করেন তিনি। ফুলের তোড়া ও মিসাও-র প্রিয় সুখাদ্য ম্যাকারেলের একটি পদ পাঠিয়ে তাঁকে শুভেচ্ছা জানান বন্ধুরা। গত সপ্তাহেই বিশ্বের প্রবীণতমা হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেয়েছেন ওসাকার বাসিন্দা এই বৃদ্ধা। ১৮৯৮ সালে জন্মের পরে ১৯১৯-এ বিয়ে করেন মিসাও। তাঁর তিন ছেলেমেয়ের মধ্যে জীবিত দু’জনের বয়স ৯০-এর কোঠায়।

স্তালিন-স্মরণ
জোসেফ স্তালিনের ৬০তম মৃত্যুবার্ষিকী উদযাপন করছে রাশিয়া। এক দিকে যখন তাঁর সমাধিস্থলে ফুলের তোড়া রেখে আসছেন ভক্তেরা, তখনই অন্য দিকে প্রায়শ্চিত্তের নামে এবং প্রিজন ক্যাম্পে অসংখ্য মানুষের মৃত্যুর জন্য এই সোভিয়েত নেতাকেই দায়ী করছেন সমালোচকেরা। একটি কমিউনিস্ট সংবাদপত্রে তাঁকে নিয়ে লেখার শিরোনাম ‘হিজ টাইম উইল কাম’। অন্য দিকে, লিবারাল মস্কোভোস্কি নভোস্তির পাতায় শিরোনামে এসেছে “স্তালিন, ফেয়ারওয়েল’।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.