জামাতকে নিষিদ্ধ করার কথা ভাবছে ঢাকা
জামাতে ইসলামিকে নিষিদ্ধ করার বিষয়টি গুরুত্ব দিয়েই ভাবছে বাংলাদেশ সরকার। আজ এ কথা জানিয়েছেন বিদেশমন্ত্রী দীপু মণি।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ে যুদ্ধাপরাধের দায়ে সম্প্রতি শাস্তি হয়েছে জামাত নেতাদের। তার প্রতিবাদে দেশ জুড়ে হিংসা শুরু করেছে জামাত কর্মীরা। দীপুদেবীর মতে, “জামাতের কাজকর্ম মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি বাহিনীর গণহত্যাকে মনে পড়িয়ে দিচ্ছে। এটা সন্ত্রাস ছাড়া আর কিছুই নয়।” তাঁর দাবি, জামাতকে নিষিদ্ধ করার বিষয়টি নির্বাচন কমিশনেরও ভেবে দেখা উচিত।
বাংলাদেশ জুড়ে এখন যে হিংসা চলছে, তার দায় জামাত ও তাদের জোটসঙ্গী খালেদা জিয়ার বিএনপিকে নিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এম কে আলমগির। পার্লামেন্টে তিনি জানিয়েছেন, জামাত ও বিএনপি নেতাদের বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাস-বিরোধী আইন মেনে ব্যবস্থা নেবে শেখ হাসিনা সরকার। ইতিমধ্যেই ২৩৫টি মামলা করেছে পুলিশ। গোলমালে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছে দেড় হাজার বিক্ষোভকারী।
জামাতের দু’দিনের ধর্মঘটের পরে আজ দেশ জুড়ে ধর্মঘট ডেকেছিল তাদের জোটসঙ্গী খালেদা জিয়ার বিএনপি। এ দিনও ঢাকা-সহ দেশের নানা প্রান্ত থেকে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। ঢাকার নয়া পল্টন এলাকায় বিএনপি-র সদর দফতরের কাছে তিনটি বোমা ফেটেছে। তবে তাতে কেউ হতাহত হননি। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরেও চারটি বোমা ছোড়া হয়েছে। বিএনপি-র সদর দফতরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। বিএনপি নেতাদের দাবি, আওয়ামি লিগ সমর্থকরাই বোমাবাজি করেছে। শুধু তাই নয়, নিরাপত্তার নামে তাঁদের বিএনপি সদর দফতরে আটক রেখেছে সরকার। চট্টগ্রামে সংঘর্ষে জড়িয়ে পড়েন বাংলাদেশ ছাত্র লিগ ও বিএনপি কর্মীরা। চট্টগ্রামের ন্যাভাল অ্যাভিনিউ মোড়ের কাছে মোটরসাইকেল মিছিল বার করেছিল ছাত্র লিগ কর্মীরা। কাছেই বিএনপি-র দলীয় কার্যালয়। হঠাৎই ছাত্র লিগ সমর্থকদের উপরে হামলা চালায় বিএনপি কর্মীরা। পরে পুলিশ ও বিএনপি নেতারা পরিস্থিতি সামাল দেন। রাজশাহিতে টায়ার পুড়িয়ে রাস্তা ও রেল অবরোধ করার চেষ্টা করে বন্ধ সমর্থকরা। গোলমাল হয়েছে গাজিপুর, রংপুরেও।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.