শহরে যানজটে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন দিনভর ট্রাফিক পুলিশের সামনেই রাস্তায় দাঁড়িয়ে থাকে বিভিন্ন যাত্রীবাহি গাড়ি। যাত্রীদের ওঠানো ও নামানোর কাজও চলে রাস্তায়। এতে দিনভরই শহরের বিভিন্ন এলাকায় যানজট লেগে থাকছে। স্কুল ও অফিস টাইমে যানজটের জেরে পড়ুয়া ও বাসিন্দারা দুর্ভোগে পড়ছেন। অবিলম্বে যানজট সমস্যার সমাধান না হলে আন্দোলনে নামার হুমকি দিয়েছে ব্যবসায়ী সংগঠন ও রাজনৈতিক দলগুলি। পুলিশ সুপার অখিলেশ চতুর্বেদী বলেন, “কয়েকটি এলাকায় যানজট হচ্ছে বলে শুনেছি। পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।”
যাত্রীদের একাংশের চাপেই রাস্তায় উপর দাঁড়িয়ে যাত্রীদের ওঠানো ও নামানোর কাজ করতে বাধ্য হয় বলে দাবি করেছেন জেলা বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক চন্দ। তিনি বলেন, “যাত্রীদের একাংশ বিভিন্ন স্ট্যান্ডে অপেক্ষা না করে বিভিন্ন এলাকার রাস্তার ধারে দাঁড়িয়ে থাকেন। কন্ডাক্টরদের চাপ দিয়েও গাড়ি দাঁড় করানো হচ্ছে। সংগঠনের তরফে চালক ও কন্ডাক্টরদের স্ট্যান্ড ছাড়া অন্যত্র দাঁড়াতে না করা হয়েছে।”
বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিনই দিনভর ট্রাফিক পুলিশের সামনেই শহরের পুরবাসস্ট্যান্ড, মোহনবাটি, বিধাননগর, সুপারমার্কেট, আশাটকিজমোড়, শিলিগুড়িমোড়, প্রতিবাদমোড়, বিদ্রোহীমোড়, হাসপাতাল রোড, রাসবিহারী মার্কেট, দেবীনগর ও কসবা এলাকায় রাস্তায় দাঁড়িয়েই বাস, ট্রেকার ও অটো যাত্রীদের ওঠানো ও নামানোর কাজ করছে। রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী গুড়িয়া ঠাকুর ও প্রাথমিক স্কুল শিক্ষক বাপি দত্ত বলেন, “যানজটের জেরে প্রতিদিনই আমাদের গন্তব্যে পৌঁছাতে দেরি হয়ে যায়। ট্রাফিক পুলিশ নীরব দর্শকের মত দাঁড়িয়ে থাকে।”
রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী জানান, যানজটের জেরে ব্যবসায়ীরাও লোকসানের মুখে পড়েন। বিভিন্ন বাজারে সময়মত পণ্যসামগ্রী আনতে পারছেন না। অবিলম্বে যানজট সমস্যার সমাধান না হলে ব্যবসায়ীরা আন্দোলনে নামতে বাধ্য হবে। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দের অভিযোগ, “জেলা পুলিশ কর্তাদের নজরদারি না থাকাতেই ট্রাফিক পুলিশ নিষ্ক্রিয়তা বেড়েছে। পুলিশকে জানিয়েও লাভ হচ্ছে না।”
তিনি জানান, যানজটে রোগীদের হাসপাতাল ও নার্সিংহোমে নিয়ে যেতে গিয়ে পরিজনেরা সমস্যায় পড়ছেন। সিপিএমের রায়গঞ্জ লোকাল কমিটির সম্পাদক নীলকমল সাহা জানান, পুলিশ সুপারকে শহরের যানজট সমস্যার সমাধানের দাবি জানান। পুলিশের উদাসীনতায় যানজট বাড়ছে। |