টুকরো খবর
দমকল কেন্দ্রের কাজ থমকে হলদিবাড়িতে
হলদিবাড়ির দমকল কেন্দ্রের শিলান্যাস হওয়ার পর প্রায় চার বছর হতে চললে কেন্দ্রের কাজ শেষ না হওয়ায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। হলদিবাড়ি পুরসভার ভাইসচেয়ারম্যান তরুন দত্ত বলেন, “হলদিবাড়ি দমকলকেন্দ্র তৈরির কাজ আক্ষরিক অর্থেই কবে শেষ হবে কেউ জানে না। ঠিকাদার নেই বলে শুনেছি। কবে কাজ শেষ হবে আর কবে থেকে দমকল পরিষেবা শুরু করবে তা জানি না।”
দমকল কেন্দ্র এখন এই অবস্থাতেই। হলদিবাড়িতে তোলা নিজস্ব চিত্র।
বামফ্রন্টের আমলে হলদিবাড়িতে একটি দমকলকেন্দ্র গঠনের পরিকল্পনা নেওয়া হয়। ২০১০ সালের ২৩শে জুন শিলান্যাস হয়। কোচবিহার জেলাপরিষদের আর্থিক সাহায্যে কাজ শুরু হয়। হলদিবাড়ির বিডিও দিব্যেন্দু মজুমদার বলেন, “দমকলকেন্দ্রের কাজ আগামী তিন মাসে মধ্যে শেষ হবে। তারপরে ভবনটি দমকল বিভাগের হাতে তুলে দেওয়া হবে।”

পাট্টা চেয়ে অনশন
কৃষি জমির পাট্টার দাবি করে আমরণ অনশনে বসেছেন ৬৫ বছরের এক বৃদ্ধ। সোমবার থেকে তিনি ইসলামপুরের মহকুমাশাসকের দফতরের সামনে অনশনে বসেন তিনি। মঙ্গলবারও অনশন জারি রেখেছেন তিনি। উত্তর দিনাজপুরের চোপড়ার সোনাপুরের ওই বাসিন্দার নাম গুরুপ্রসাদ রায়মন্ডল। তিনি দাবি করেন, ওই এলাকাতে প্রায় ৪৫০টি উদ্বাস্তু পরিবার কৃষি জমির পাট্টা পেয়েছে। কিন্তু গুরুপ্রসাদবাবু সহ এলাকার ৯টি পরিবার কৃষি জমির পাট্টা পাননি বলে অভিযোগ। উদ্বাস্তু কলোনিগুলির সম্মিলিত সংগঠনের পক্ষ থেকে তিনি আমরণ অনশনে বসেন। তিনি বলেন, “বিষয়টি নিয়ে সর্বত্র জানিয়েও লাভ হয়নি। তাই অনশনে বসেছি।” ইসলামপুরের মহকুমাশাসক সমনজিত সেনগুপ্ত বলেন, “যে জমিটি দাবি করেছেন সেটি আদিবাসীদের দখলে রয়েছে। সেই জমি দেওয়া সম্ভব নয়। ওনার সঙ্গে আলোচনায় বসা হবে।”

কম্পিউটার চুরি
জানালার শিক কেটে দফতরে ঢুকে স্বাস্থ্যকর্মীদের বেতন সংক্রান্ত নথি রাখা কম্পিউটার চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। মালদহের চাঁচল-১ ব্লক স্বাস্থ্য আধিকারিকের দফতরে সোমবার রাতে ঘটনাটি ঘটে। এদিন সকালে চুরির ঘটনা প্রকাশ্যে আসে। দফতরে একটি নতুন কম্পিউটার রাখা থাকলেও দুষ্কৃতীরা তা নিয়ে যায়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বিএমওএইচ শুভেন্দু সাহা জানান, কর্মীদের বেতনের যাবতীয় নথি ওই কম্পিউটারে রাখা ছিল।

পুড়ল পাঁচ বাড়ি
পৃথক দুটি অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল ৫টি মাটির বাড়ি ও পাট বোঝাই ট্রাক। মালদহের হরিশ্চন্দ্রপুরের ভাকুরিয়া ও ভিঙোল এলাকায় মঙ্গলবার দুপুরে ঘটনা দু’টি ঘটে। ভাকুরিয়ায় আগুনে বাসিন্দাদের ঘর-সহ জমানো ধান, পাট সর্বস্ব পুড়ে গিয়েছে। দমকল সূত্রে জানা যায়, ভাকুরিয়ায় নিরঞ্জন মন্ডল নামে এক বাসিন্দার রান্নাঘর থেকে আগুন ছড়ায়। আর ভিঙোল এলাকায় পাটবোঝাই ট্রাক বিদ্যুতের তার থেকে আগুন লেগে যায়। দমকল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ধর্ষণে কারাদণ্ড
ফুঁসলে এক কিশোরীকে অন্যত্র নিয়ে গিয়ে ধর্ষণ করায় এক যুবককে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত। মঙ্গলবার ইসলামপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের (ফাস্ট ট্র্যাক ফাস্ট) বিচারপতি শ্যামা প্রসাদ রজক ওই সাজা ঘোষণা করেন। আদালত সূত্রে খবর, মুর্শিদাবাদ জেলার রানিনগরের বাসিন্দা বিবাহিত আসরাফুলের সঙ্গে করণদিঘির বাসিন্দা এক কিশোরীর সঙ্গে টেলিফোনে যোগাযোগ হয়। কিশোরী সেই সময় নবম শ্রেণিতে পড়ত। ২০১১ সালের ৬ মার্চ ওই কিশোরীকে ফুঁসলে আসরাফুল মুর্শিদাবাদে নিয়ে যায়। সেখানে তাকে আসরাফুল ধর্ষণ করে।

আবগারি অভিযান
পোস্ত চাষের বিরুদ্ধে অভিযান চালাল পুলিশ ও আবগারি দফতর। মঙ্গলবার বালুরঘাটের চিঙ্গিশপুর অঞ্চলের বাংলাদেশ সীমান্ত ঘেঁষা শিয়ালা গ্রামের ঘটনা। এদিন বিকেলে হানা দিয়ে প্রায় ১ বিঘা জমির পোস্ত গাছ পুড়িয়ে ফেলা হয়। অভিযানে মহকুমাশাসক, অতিরিক্ত পুলিশ সুপার জ্যাকলিন দর্জি বিরাট পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “মালদহের কালিয়াচকের এক ব্যাক্তি ওই গ্রামে জমি লিজ নিয়ে পোস্ত চাষ করছিলেন। অভিযুক্ত এবং জমির মালিককে খোঁজা হচ্ছে।”

প্রতারণার অভিযোগ
নাজিরপুর হাইস্কুলের চতুর্থ শ্রেণীর কর্মী পদে চাকরি দেওয়ার নাম করে দুই ব্যক্তির কাছে দুই দফায় প্রায় ৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন বালুরঘাটের ডাংবিরল এলাকার বাসিন্দা অসীম ঘোষ এবং শাজাহান মিঁয়া। পুলিশ জানায়, অভিযুক্ত তাহেরচক গ্রামের বাসিন্দা। অভিযুক্তকে খোঁজা হচ্ছে।

দুর্ঘটনায় মৃত্যু
ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বাইক চালকের। মঙ্গলবার তপন ও বালুরঘাট থানার সীমানায়। মৃত মহেশ্বর বর্মনের (৩২) বাড়ি তপনের হরিবংশীপুরে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.