টুকরো খবর |
তৃণমূলের মদতে দখল, অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
তৃণমূলের মদতপুষ্ট কিছু লোক নদীর চরে জমি দখল করে তা বহিরাগতদের কাছে বিক্রি করছে বলে অভিযোগ তুলল চাঁদমণি আদিবাসী মহিলা সমিতি। মঙ্গলবার ওই অভিযোগ মেয়র গঙ্গোত্রী দত্তকে স্মারকলিপি দেন তাঁরা। অভিযোগ, গত মাসখানেক ধরে নদীর চরে ও বাঁধের জমি দখল করে কয়েক বাড়ি তৈরির চেষ্টা করছে তৃণমূলের লোকজন। বস্তি উন্নয়ণ সমিতির জেলা কমিটির সদস্য কমল বৈদ্যর দাবি, ওই বহিরাগতদের জন্য তাঁরাও শঙ্কিত। বহিরাগতদের জন্য দীর্ঘদিন ধরে এলাকায় নদীর ধারে যাঁরা বসবাস করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে ওই বাসিন্দারা বিপাকে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন। সে কারণেই এ দিন তারা মেয়রের দ্বারস্থ হন। নদী বাঁধে বা চরে জমি দখল করে বেআইনি ভাবে তা বিক্রি করার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন জানান তাঁরা। মেয়র গঙ্গোত্রী দত্ত বলে, “নদীর চরে কাউকে বাড়ি করতে দেওয়ার প্রশ্নই নেই। বিষয়টি নিয়ে জেলাশাসকের সঙ্গে বসে তিনি আলোচনা করবেন বলে জানিয়েছেন।” শুধু নদীর চর বা বাঁধই নয়, আদিবাসীদের জমিও দখল হচ্ছে বলে অভিযোগ। আদিবসী বাসিন্দাদের বাস্তুহারা হতে হবে বলে আশঙ্কার কথা জানান চাঁদমণি আদিবাসী সমিতির সদস্যা সুজাতা খোলগে।
|
জিএনএলএফ-মোর্চা বিবাদ, গ্রেফতার ১৩
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
জিএনএলএফ ও মোর্চা গণ্ডগোলের ঘটনায় দু’পক্ষের ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ঘটনাটি ঘটে কার্শিয়াংয়ের গাড়িধুরায়। মঙ্গলবার ধৃতদের কার্শিয়াং থানার তোলা হলে উত্তেজনা ছড়ায়। দু’পক্ষের সমর্থকরাই আদালত চত্বরে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। পুলিশ থাকায় অবশ্য কোনও গণ্ডগোলের ঘটনা ঘটেনি। জিএনএলএফের অভিযোগ, সোমবার সন্ধ্যায় গাড়িধুরায় তাদের একটি ঘরোয়া সভা চলছিল। সে সময় মোর্চা সমর্থকরা গিয়ে সেখানে হামলা চালায়। তাতে তাদের ১০ জন জখম হয়েছেন। মোর্চার তরফে পাল্টা অভিযোগ করা হয়েছে, জিএনএলএফ সমর্থকরা সভা করার পর মোর্চা সমর্থকদের মারধর করে। তাদের ৯ জন সমর্থক জখম হয়েছেন। রাতেই পুলিশ জিএনএলএফের ৮ জন এবং মোর্চার ৫ জনকে গ্রেফতার করে। দার্জিলিংয়ের পুলিশ সুপার কুণাল অগ্রবাল বলেন, “বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় পুলিশের নজরদারি রয়েছে।”
|
পরীক্ষার্থীর ব্যাগে ভোজালি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
মাধ্যমিকের শেষ দিন এক পরীক্ষার্থীর ব্যাগ থেকে চকলেট বোমা এবং ভোজালি উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার রাজগঞ্জের বেলাকোবা গার্লস হাই স্কুলে পরীক্ষার শেষে ওই ছাত্রর কাছ থেকে কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা তা উদ্ধার করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন পরীক্ষার শেষে পরীক্ষে কেন্দ্রের ছাত্রদের একাংশ হুল্লোড় করে চকলেট বোমা ফাটাতে থাকে। কয়েকজন ছাত্র স্কুলের মিড ডে মিলের রান্নাঘরে ভাঙচুর করছে দেখে স্কুলের প্রধানশিক্ষিকা অভিযুক্তদের ধরতে বলেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের। তারা গিয়ে এক জনকে ধরতে পারলেও বাকি ছাত্ররা পালায়। অভিযুক্ত ছাত্রের অ্যাডমিট কার্ড আটকে রেখে অভিভাবকদের ডেকে পাঠানোর কথা জানান প্রধানশিক্ষিকা মানসি ঠাকুর। পুলিশ অ্যাডমিট কার্ড আটক করতে গিয়ে ছাত্রের ব্যাগ থেকে চকলেট বোমা এবং ভোজালি উদ্ধার করে। পরে অভিভাবকেরা দুঃখপ্রকাশ করে মুচলেকা দিলে ছাত্রকে ছাড়া হয়। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা আধিকারিক এর পর অভিভাবককে সতর্ক করে ছাত্রটিকে ছাড়েন।
|
১৪ মাসে কাজ হবে সার্কিট বেঞ্চের: মন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
১৪ মাসের মধ্যে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের কাজ শেষ হবে বলে জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। মঙ্গলবার শিলিগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে একটি সাংবাদিক বৈঠক করে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী জানান, ১ এপ্রিল থেকে ধরে ৪২৫ দিনের মধ্যে সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের কাজ শেষ করার লক্ষ্য রাখা হয়েছে। ৫৭ কোটি টাকায় চার তলা বিল্ডিং তৈরি করা হবে। সেখানে ছয়টি ব্লক হবে। তাতে, ১৬ জন বিচারকের বসার জায়গা সহ একাধিক পরিকিঠামো থাকবে। এ ছাড়া আরও ১১ কোটি টাকায় বাইরের পাঁচিল সহ বেশ কিছু পরিকাঠামো তৈরি করা হবে। তিনি বলেন, “কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ১৪ মাসের মধ্যে তা শেষ হয়ে যাবে বলে আশা করছি। এ ব্যাপারে সমস্ত জায়গা থেকে অনুমতি নেওয়া হয়েছে।’’ ফুলবাড়িতে মুখ্যমন্ত্রীর মিনি সচিবালয়ের কাজ আগামী আর্থিক বছরের মধ্যে শেষ করা হবে বলে মন্ত্রী জানান।
|
ধর্ষণের চেষ্টা, নালিশ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
এক ভাড়াটে মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে বাড়ির মালিকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে শিলিগুড়ি থানার অভিযোগ জানান তিনি। পুলিশ জানায়, ওই মহিলা পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে গঙ্গানগর এলাকার একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। সোমবার সকালে বাড়ির মালিক ওই মহিলাকে পরিবার নিয়ে উঠে যাওয়ার জন্য চাপ দেন। তা নিয়ে দু’পক্ষের মধ্যে বসচা হয়। সেই সময় বাড়ির মালিক তাঁর লোকজন নিয়ে মহিলার বাড়িতে ভাঙচুর করেন। তাঁকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ।
|
দেড় বছরেও হয়নি আড়াই কিমি রাস্তা
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
একবছর আটমাসেও আড়াই কিমি রাস্তা তৈরির কাজ শেষ না হওয়ায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে লাটাগুড়িতে। জেলা পরিষদের তদারকিতে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অন্তর্গত লাটাগুড়ির ৩১নং জাতীয় সড়ক থেকে মহালক্ষী কলোনি হয়ে নেওড়া বড়দিঘীর সড়ককে যুক্ত করার কথা। এই রাস্তায় দুটি স্কুল এবং একটি স্বাস্থ্য কেন্দ্রও রয়েছে। বাসিন্দারা জানান, দেড় বছরের বেশি সময় পার হয়ে গেলেও এখনও পাথর বিছানোর কাজ ছাড়া আর কিছু হয়নি। লাটাগুড়ি এলাকার জেলা পরিষদের সদস্য সমীর ঘোষ বলেন, “কেন এত দেরি হচ্ছে বোঝা যাচ্ছে না। লাটাগুড়িবাসীর খুবই অসুবিধা হচ্ছে। রাস্তা তৈরির জন অনেকেই জমি দিয়েছিলেন। তাঁরাও হতাশ।” মালবাজারের মহকুমা শাসক নারায়ণ বিশ্বাস জানান, কাজ যাতে দ্রুত শেষ হয় তা দেখা হচ্ছে।
|
অসুস্থকে সাহায্য
নিজস্ব সংবাদদাতা • মাদারিহাট |
পুলিশের সহযোগিতায় বাজারে পড়ে থাকা এক অসুস্থ মহিলাকে হাসপাতালে ভর্তি করালেন বাসিন্দারা। মঙ্গলবার দুপুরে মাদারিহাট থানা এলাকার ঘটনা। এ দিন ভোরবেলা থেকে জেলা পরিষদের বাজারে এক জন বছর চল্লিশের মহিলাকে পড়ে থাকতে দেখতে পান বাসিন্দারা। অসুস্থ ওই মহিলাকে বেলা ১২ টা নাগাদ স্থানীয় কিছু যুবক মাদারিহাট থানার পুলিশের সাহায্যে হাসপাতালে ভর্তি করান।
|
বাইক থেকে চুরি
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
ব্যাঙ্কের সামনে থেকে সাড়ে তিন লক্ষ টাকা খোয়া গেল এক ব্যবসায়ীর। মঙ্গলবার ফালাকাটা মেইন রোডের কাছে এক রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক থেকে টাকা তুলে বার হয়ে বাইকের ডিকিতে টাকার ব্যাগ রেখে পরিচিত একজনের সঙ্গে কথা বলছিলেন স্থানীয় এক আলু ব্যবসায়ী। এর মধ্যেই এক দুষ্কৃতী ডিকির তালা ভেঙে টাকা নিয়ে চম্পট দেয়। পুলিশ তদন্ত শুরু করেছে। |
|