উত্তরবঙ্গ |
ঘুষ নিতে গিয়ে ধৃত
রেলের চিকিৎসক |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা ও মালদহ: রেলের নিয়োগ সংক্রান্ত মেডিক্যাল পরীক্ষায় চিকিৎসকেরা ঘুষ নিচ্ছেন, এমন অভিযোগ বেশ কিছু দিন ধরেই সিবিআই দফতরে জমা পড়ছিল। কয়েক বার অভিযান চালিয়েও সিবিআই অফিসারেরা সুবিধা করতে পারেননি। প্রায় সাত দিন ধরে বসে থেকে বুধবার মালদহ রেলওয়ে হাসপাতালের এক চিকিৎসক-সহ দু’জনকে হাতেনাতে গ্রেফতার করলেন সিবিআই অফিসারেরা। |
|
মাটি কাঁপল সমতলে, সিকিম পাহাড়ে বরফ |
নিজস্ব প্রতিবেদন: সমতলে ভূমিকম্প আর সিকিম পাহাড়ে তুষারপাত। ফেব্রুয়ারির শেষে পাহাড়, সমতলে হিমেল বাতাস। আবহাওয়া দফতর সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে ভূমিকম্প অনুভূত হয় উত্তরবঙ্গের সমতলের একাধিক জেলায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। উত্তরবঙ্গের দুই দিনাজপুর, জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে ভূমিকম্প অনূভুত হয়েছে। ওই রাতেই উত্তর ও পূর্ব সিকিমে শুরু হয়েছে প্রবল তুষারপাত। |
|
|
একটা দিনেই
কোটির ক্ষতি |
হাটের জমি নেই,
বিক্রি চলছে পথে |
|
টুকরো খবর |
|
ইংরেজবাজার উপনির্বাচনের প্রচারে মালদহে তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দু চৌধুরীর
সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। বুধবার। ছবি: মনোজ মুখোপাধ্যায়। |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
পর্যটকের সাহায্যে পথে ব্যবসায়ীরা |
|
কৌশিক চৌধুরী, শিলিগুড়ি: ধর্মঘটের দিন হাত গুটিয়ে বসে না-থেকে নিজেরাই উদ্যোগী হয়ে দেশ-বিদেশের পর্যটকদের স্টেশন, বিমানবন্দর থেকে গন্তব্যে পৌঁছে দিতে পথে নামলেন ট্যুর অপারেটররা। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এনজেপি স্টেশন, বাগডোগরা বিমানবন্দরে এমনই দৃশ্য দেখা গিয়েছে। পুলিশ-প্রশাসনের ‘আশ্বাস’ পেয়ে বাড়তি সাহস নিয়েই গাড়ি জোগাড় করে পর্যটকদের গন্তব্যে পৌঁছে দিয়েছেন ওঁরা। |
|
নিজস্ব প্রতিবেদন: ধর্মঘট মানেই তরাই-ডুয়ার্সের চা বাগানের সব কাজকর্ম স্তব্ধ হয়ে যাবে, এই ধারনাটা কিছুটা হলেও পাল্টে দিলেন শ্রমিকদের একাংশ। অন্তত বুধবার উত্তরবঙ্গের সমতলের বহু বাগানে স্বাভাবিক কাজকর্ম হওয়ার ঘটনা যেন সে কথাই বলছে। বীরপাড়া, কোহিনুর, ধওলাঝোরা জয়ন্তী, রায়ডাক, ফাঁসখোয়া, চুনিয়া এবং কুমারগ্রামের সংকোশ নিউল্যান্ডস, কুমারগ্রাম চা বাগানে দিনভর ছিল কাজের মেজাজ। |
স্বাভাবিক কাজ হল
বহু চা বাগানেই |
|
ধর্মঘটে ফালাকাটায়
গোলমাল |
ফের শুল্ক দফতরের
গুদামে চুরি |
|
অনার্স চালুর দাবি কলেজে |
|
টুকরো খবর |
|
চিত্র সংবাদ
|
|
|
গলা ভেজাতে আখের রস। ময়নাগুড়িতে বুধবার দীপঙ্কর ঘটকের তোলা ছবি। |
|
|