পরীক্ষা দেওয়ার পরেও সন্তোষজনক রেজাল্ট না হওয়ায় বুধবার সামসি কলেজ, মালদহ মহিলা মহাবিদ্যালয় ও উত্তর দিনাজপুরের মেঘনাদ সাহা কলেজের পাঁচ শতাধিক ছাত্রছাত্রী গৌড়বঙ্গ বিশ্ববিদ্যলয়ের পরীক্ষা নিয়ামককে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। পরীক্ষা নিয়ামক অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিলে প্রায় ৪ ঘণ্টা পর ঘেরাও ওঠে। ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় বর্ষের স্নাতক স্তরের ফলাফল প্রকাশিত হয়। বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের অভিযোগ, পরীক্ষা দেওয়ার পরেও বহু ছাত্রছাত্রীদের অনুপস্থিত দেখিয়ে ফলাফল দেখানো হয়েছে। সমস্ত বিষয়ে পরীক্ষা দেওয়ার পর মার্কশিটে একাধিক বিষয়ে কোনও নম্বর দেওয়া হয় নি। পরীক্ষা নিয়ামককে ঘেরাও বিক্ষোভের জেরে দফতরে এ দিন কাজকর্ম কার্যত বন্ধ হয়ে গিয়েছিল।
|
মেয়েকে ধর্ষণের অভিযোগে ধৃত
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গাছে বেঁধে মারধর করে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। বুধবার দুপুরে হবিবপুর থানার তালতলি গ্রামে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, ধৃতের নাম ঋষি মোহান্ত। মাসছয়েক আগে গর্ভপাত করানোর সময়ে তাঁর স্ত্রীর মৃত্যু হয়। তাঁর তিন মেয়ে ও এক ছেলে। স্ত্রীর মৃত্যুর পরে প্রথমে বড় মেয়েকে তিনি ধর্ষণ করেন বলে অভিযোগ। অত্যাচারের হাত থেকে বাঁচতে বড় মেয়ে আত্মীয়ের বাড়িতে পালিয়ে যায়। এর পরে ১৩ বছরের মেজ মেয়েকে ধর্ষণ করেন তিনি। এলাকার অঙ্গনওয়ারি কর্মীরা বিষয়টি জানার পরে গ্রামবাসীদের নিয়ো জোট বাঁধেন। জনতা বাড়িতে চড়াও তাঁকে মারধর করে। খবর পেয়ে পুলিশ যায়।
|
আন্দোলন প্রত্যাহার
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
আন্দোলন প্রত্যাহার করে নিলেন ঠিকাদার নিযুক্ত পাম্প অপারেটরেরা। বুধবার কোচবিহারের জেলাশাসক মোহন গাঁধীর সঙ্গে আলোচনার পর আন্দোলন প্রত্যাহারের কথা ঘোষণা করা হয়। গত সোমবার থেকে তাঁরা বকেয়ার দাবিতে পরিষেবা বন্ধ করে আন্দোলনে নামেন। এর জেরে কোচবিহার ও জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়ে। পাম্প অপারেটর কর্মী ইউনিয়নের সম্পাদক গণেশ নন্দী জানান, দুই জেলার ৩২৫টি পাম্পের ৬০০ কর্মী গড়ে ৫ মাস থেকে বেতন পাচ্ছেন না। জেলাশাসক বকেয়া মেটানোর আশ্বাস দিয়েছেন। তাছাড়া মাধ্যমিক পরীক্ষাও থাকায় আমরা আন্দোলন প্রত্যাহার করলাম।
|
সাত দিনের জেল
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
হেরোইন পাচার চক্রে জড়িত সন্দেহে ধৃত চঞ্চল বর্মনকে সাত দিনের জন্য হেফাজতে নিল পুলিশ। বুধবার ধৃতকে কোচবিহার জেলা আদালতে তোলা হলে বিচারক পুলিশের হেফাজতে আবেদন মঞ্জুর করেন। গত মঙ্গলবার মেখলিগঞ্জ থানার পুলিশ ও বিএসএফ যৌথ অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে মাথাভাঙার বাসিন্দা যুবককে ৩৭০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করে।
|
জাল নোট-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
বুধবার ইংরেজবাজার থানার পুলিশ এক ব্যক্তিকে একলক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম জিতেন মন্ডল। তার বাড়ি হবিবপুরের কলাইবাড়ি এলাকায়। পুলিশ জানায়, জালনোট রাজ্যের বাইরে পাচার করার আগে খবর পায় পুলিশ।
|
পুকুরে মিলল মূর্তি
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
১০০ দিনের কাজে পুকুরে মাটি কাটতে গিয়ে কষ্টিপাথরের ৫টি প্রাচীন মূর্তি উদ্ধার হয়েছে। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের বৈরহাট্টা এলাকায়। বিডিও নিশীথ ভাস্কর দাস জানান, সরস্বতীর ১টি অখণ্ড মূর্তি মঙ্গলবার উদ্ধার করা হলেও বাকি ৪টি মূর্তি বাসিন্দারা নিয়ে যান। এদিন সেগুলি উদ্ধার হয়। |