|
|
|
|
উন্নয়ন-অস্ত্রে দিল্লি
বদলাতে চায় কন্দহরকেও |
অগ্নি রায়, নয়াদিল্লি: এ এক অন্য রকম বদলা! ১৪ বছর আগে যে শহর থেকে দু’জন সঙ্গীকে নিয়ে বিনা বাধায় পাকিস্তানের নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিল মৌলানা মাসুদ আজহার। যে শহরে প্রাণ হাতে করে বসে ছিলেন অপহৃত আই সি ৮১৪ বিমানের ১৭৮ জন ভারতীয় যাত্রী। সেই কন্দহরেই এ বার উন্নয়ন ও শান্তির পতাকা উড়িয়ে পাক-তালিবান সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক সদর্থক বার্তা দিতে চলেছে মনমোহন সরকার। |
|
লক্ষ চিঠি উড়ল শহিদের উদ্দেশে, ঠিকানা আকাশ |
কুদ্দুস আফ্রাদ, ঢাকা: রুদ্র মহম্মদ শহীদুল্লার কবিতার সেই লাইনটা আজও বাংলাদেশের তরুণদের মুখে মুখে ফেরে ‘ভাল আছি, ভাল থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো।’ বুধবার শাহবাগের ডাকে শুধু ঢাকা নয়, বাংলাদেশের সর্বত্র লাখো লাখো বেলুন উত্তরপুরুষের চিঠি
নিয়ে চলল মুক্তিযুদ্ধের শহিদদের আকাশের ঠিকানায়। কোনও চিঠিতে অঙ্গীকার, ‘ঘাতকদের ফাঁসির দাবি ছিনিয়ে তবেই থামা’, তো কোথাও দৃপ্ত প্রতিজ্ঞা, ‘জয় আমাদের হবেই, তোমরা নিশ্চিন্ত থেকো।’ |
|
|
|
|
|
|
|
|