সিল, তালা অক্ষত। তার পরেও ফের শুল্ক দফতরের গুদামে চুরির ঘটনা ঘটল। এবার উধাও হল প্রায় এক কোটি টাকার কাশির সিরাপ। মঙ্গলবার ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানার নিউ সিনেমা রোড এলাকায়। এই নিয়ে চার বার চুরি হল ওই গুদামে। প্রত্যেক ক্ষেত্রেই শুল্ক দফতরের বাজেয়াপ্ত করা গাঁজা, কাশির সিরাপ সহ একাধিক জিনিস নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। ওই পরিমাণ কাশির সিরাপ চুরি করতে হলে অনেক সময়ের প্রয়োজন। তা বাইরে নিয়ে যেতে হলে গাড়ির প্রয়োজন। এ ছাড়া গুদাম ঘর থেকে দু’শো মিটার দূরত্বেই শিলিগুড়ি থানা। এর পরেও ঘটনার কুলকিনারা খুঁজে পাচ্ছে না পুলিশ।
শিলিগুড়ির পুলিশ কমিশনার আনন্দ কুমার বলেন, “প্রচুর পরিমাণ কাশির সিরাপ চুরি হয়েছে বলে অভিযোগ হয়েছে। এর আগে আরও তিনবার গাঁজা সহ বেশ কয়েকটি জিনিস চুরির অভিযোগ হয়েছে। কি করে চুরি হচ্ছে বোঝা যাচ্ছে না। ঘটনার তদন্ত করা হচ্ছে।” পুলিশ জানায়, এর আগের তিনটি চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ৫ জন নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করে শিলিগুড়ি গোয়েন্দা দফতর। কিন্তু কোনও জিনিসপত্র উদ্ধার হয়নি।
পুলিশ সূত্রের, শুল্ক দফতরের বাজেয়াপ্ত করা জিনিসপত্র দেশবন্ধুপাড়ায় সরকারি গুদাম ঘরে রাখা হয়। গত ফেব্রুয়ারি মাস থেকে গুদাম ঘর থেকে বাজেয়াপ্ত করা জিনিসপত্র চুরি হওয়া শুরু হয়। এবারে ওই গুদাম থেকে ১৮০০ কার্টুনে থাকা প্রায় এক লক্ষ বোতল কাশির সিরাপ চুরি হয়েছে। গুদাম ঘরটির চারদিকে টিনের বেড়া। উপরেও টিন রয়েছে। সেখানে দিন-রাত নিরাপত্তারক্ষীরা থাকেন। এই অবস্থায় দেখা গিয়েছে, গুদাম ঘরের দরজার তালা ঠিক রয়েছে। জানালা বা অন্য কোনওদিক ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢুকেছে তারও প্রমাণ পায়নি তদন্তকারী পুলিশ অফিসাররা।
কমিশনারেট সূত্রের খবর, শুল্ক দফতরের গুদাম থেকে চুরির তিনটি ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে শিলিগুড়ি গোয়েন্দা দফতরের উপর। এদিনের চুরির ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে শিলিগুড়ি থানায়। পুলিশ গুদাম ঘরের দায়িত্বে থাকা ৯ জন নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি শুল্ক দফতরের অফিসারদের সঙ্গেও কথা বলেছে। |