টুকরো খবর |
পেটের টানে পথে অনেকে
নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি |
ধর্মঘট উপেক্ষা করে রাস্তায় নেমেছেন ওঁরা। কেউ রিকশা চালান। কেউ ঘুগনি ফেরি করেন। আর পাঁচটা ধর্মঘট,বন্ধে ওঁরা রাস্তায় নামার কথা ভাবেননি। এ বার পুলিশ-প্রশাসন ‘সব স্বাভাবিক থাকবে’ বলে আশ্বাস দেওয়ায় রাস্তায় নেমেছিলেন। মহম্মদ আজিজের কথাই ধরা যাক। নিউ ময়নাগুড়ি স্টেশনের সামনে সওয়ারির অপেক্ষায় থাকা আজিজ বলেন, “বউ অসুস্থ ১ মাস। ছেলেটা বাইরে। দিনে ১০০ টাকার ওষুধ লাগে। বন্ধ করলে চলবে?” একই ছবি জলপাইগুড়ি রোড, বেলাকোবা, আমবাড়ি ফালাকাটা স্টেশনেও। রোজগারের আশায় সাত সকালে রানিনগর স্টেশনে হাজির হন রূপা দাস, সবিতা বর্মন, রেখা রায়ের মতো অন্তত পঞ্চাশ জন। প্রথমে ওঁদের আশঙ্কা ছিল ট্রেন চলবে না। কিন্তু সকাল থেকে পরপর ট্রেন নির্দিষ্ট সময়ে স্টেশনে পৌঁছতে হাঁফ ছেড়ে বাঁচেন। স্টিলের গামলায় ভাপা পিঠে সাজিয়ে প্ল্যাটফর্মে বসেছিলেন গৃহবধূ পপি রায়। তিনি বলেন, “কেমন ট্রেন চলবে বুঝতে পারছিলাম না। অনেক কম পিঠে বানিয়েছি। এখন দেখছি সবই স্বাভাবিক। তবে অন্য দিনের মতো যাত্রী নেই।” বন্ধের দিনেও পিঠে বিক্রি করছেন? থালায় তেলেভাজা? প্রশ্ন শুনে বিরক্ত হলেন পম্পাদেবী। তাঁর কথায়, “ট্রেনে বিক্রি করে যে রোজগার হয় সেটা দিয়ে সংসার চলে। বন্ধ করলে পেট মানবে!” পেটের টানেই অন্য দিনের মতো ভাজা বাদাম নিয়ে নিউ দোমহনি স্টেশন থেকে বামনহাট ট্রেনে উঠে বসেছেন দীনবন্ধু সরকার। সুর করে রসগোল্লা ও সন্দেশ বিক্রি করেছেন জলপাইগুড়ির কমল দাসও। দৃষ্টিহীন দেবারু দাস এক কামরা থেকে অন্য কামরায় ঘুরে ঘুরে ভিক্ষে চেয়ে গান ধরেছেন‘খিদের জ্বালায় মরি আমি, দেখ রে তুই আমায়।’
|
জেরা, উদ্ধার মোটরবাইক
নিজস্ব সংবাদদাতা • কুমারগ্রাম |
কেএলও জঙ্গি প্রদীপ রায় ওরফে রঘুকে জেরা করে অত্যাধুনিক বিদেশি রাইফেল আগেই উদ্ধার হয়েছিল। এবার বুধবার সকালে কুমারগ্রাম থানার পুলিশ একটি মোটরবাইক উদ্ধার করেছে। পুলিশ জানায়, কুমারগ্রামের চকচকা গ্রামের ক্ষিতীশ বর্মন নামে এক বাসিন্দার বাড়িতে সেটি রাখা ছিল। গত ১৩ ফেব্রুয়ারি রাতে অসম সীমানার উত্তর পাকড়িগুড়ি এলাকায় সঙ্কোশ নদীর চরে একটি বাঁশঝোপের মাটি খুঁড়ে উদ্ধার হয় পশ্চিম জার্মানের তৈরি একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় এইচ কে ৩৩ রাইফেল ৩০০ রাউন্ড কার্তুজ ও চারটি গ্রেনেড। ১১ ডিসেম্বর সন্ধ্যায় অসম ও ভুটান সীমান্তের কুমারগ্রাম থানার কামাখ্যাগুড়ি রেল স্টেশনের কাছ থেকে কেএলও জঙ্গি রঘুকে গ্রেফতার করা হয়। পুলিশ তার কাছ থেকে নগদ ১লক্ষ বাইশ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ১০ টি সিম কার্ড ও একটি ম্যাপ উদ্ধার হয়।
|
যুবকের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস্য তৈরি হয়েছে। বুধবার সকালে শিলিগুড়ি থানার হাকিমপাড়া এলাকায় রাস্তার ধারের একটি নিকাশি থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মৃতের নাম জীবতোষ ঘোষ (২৪)। তাঁর বাড়ি সুভাষপল্লি এলাকায়। সুভাষপল্লি বাজারে জীবতোষের মাছের দোকান রয়েছে। মৃতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে তা নিকাশিতে পড়ে হয়েছে না অন্য কোনও ভাবে হয়েছে তা নিয়ে তদন্ত করছে পুলিশ। শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার ও জি পাল বলেন, “মৃতদেহ করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।”
|
সার্ধশতবর্ষে যুব সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
আগামী ২৪ ফেব্রুয়ারি, রবিবার সেবক রোডের আড়াই মাইল এলাকায় মাতৃ ভবনে স্বামী বিবেকানন্দের সার্ধ শতবর্ষে উপলক্ষে যুব সম্মেলনের আয়োজন করেছে উত্তরাঞ্চল রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদ। শিলিগুড়ি এবং লাগোয়া এলাকার বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকারা সম্মেলনে অংশগ্রহণ করবেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামীজিরা সম্মেলনে উপস্থিত থাকবেন। সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা অবধি সম্মেলন চলবে বলে পরিষদের যুগ্ম আহ্বায়ক গৌরাঙ্গ চন্দ্র দাস জানিয়েছেন।
|
জয়ী সিঁথি রায়পাড়া
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
জাগরণী সঙ্ঘ পরিচালিত সারা বাংলা সাব জুনিয়র ক্রিকেট প্রতিযোগিতায় বুধবার জয়ী হল সিঁথি রায়পাড়া ক্রিকেট কোচিং। তারা এ দিন ১৫৯ রানে হারিয়েছে ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাকাডেমিকে। প্রথমে ব্যাট করতে নেমে সিঁথি রায়পাড়া ২৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে। জবাবে ঝাড়খণ্ড দল ব্যাট করতে নেমে ১৫ ওভারে মাত্র ২৭ রান তুলে অল আউট হয়ে যায়। গত মঙ্গলবার শিলিগুড়ির দাদাভাই ক্রিকেট কোচিং সেন্টার ৬ উইকেটে হারিয়েছে শুভজিৎ মৈত্র কোচিং সেন্টারকে।
|
দুঃস্থদের মধ্যে সাইকেল বিলি
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
বিলিভার চার্চের উদ্যোগে বুধবার ৩০ জন প্রতিবন্ধী ও ৪৫০ জন দুঃস্থদের মধ্যে সাইকেল ছাগল, গরু, সেলাই মেশিন-সহ বিভিন্ন সরঞ্জাম বিলি করা হয়। চার্চের সম্পাদক রাজু বর্মা এই দিন জানান, ৩০ জন প্রতিবন্ধীদের মধ্যে ট্রাইসাইকেল ও হুইল চেয়ার, ৬২টি সাইকেল, ২৫টি রিকাশ ভ্যান, ৯০টি টিন, ৩০টি সেলাই মেশিন, ৩০টি ছাগল, ৭০টি শুয়োর ছানা, ৫৯টি গরু বিলি করা হয়েছে। চেপানি গ্রাম পঞ্চায়েতের লাগোয়া মাঠে এই দিন অনুষ্ঠানটির উদ্বোধন করেছেন চিকলিগুড়ি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণ দাস।
|
২৫ তম সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
বুধবার মহকালগুড়ি অঞ্চল কংগ্রেসের ২৫-তম সম্মেলন অনুষ্ঠিত হল মহাকালগুড়ি হিন্দু চৌপথি ইয়ং ট্রাইবাল ক্লাবের মাঠে। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বরঞ্জন সরকার, ব্লক সভাপতি সুরেশ দাস-সহ অন্যান্য নেতৃত্ব। আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে পঞ্চায়েতে একা লড়াই করার পক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন সম্মেলনে ৩১ জনের অঞ্চল কমিটি গঠিত হয়।
|
কলেজে অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ির সুরেন্দ্র ইন্সস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যান্ড ম্যানেজমেন্টের উদ্যোগে আন্তঃ কলেজ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। আজ, বৃহস্পতিবার থেকে ২৪ ফেব্রুয়ারি তা চলবে। বিভিন্ন কলেজ পড়ুয়াদের মধ্যে ক্যুইজ, নাচ, গান-সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। থাকছে আকর্ষণীয় ব্যান্ডের গান। ‘টেকনো-টু’ শীর্ষক শিল্প-শিক্ষা সম্মেলনের আয়োজন করা হয়েছে। কলেজেই অনুষ্ঠান হবে।
|
তরুণী উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
অসম থেকে নিখোঁজ এক তরুণীকে নিষিদ্ধপল্লি থেকে উদ্ধার করল পুলিশ। বুধবার দুপুরে শিলিগুড়ি থানার খালাপাড়া এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। ১৫ ফেব্রুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাঁকে নিষিদ্ধপল্লিতে বিক্রি করে দেওয়া হয় বলে জানতে পেরেছে পুলিশ।
|
বিধায়কের গাড়িতে লাথি |
‘নো পার্কিং জোন’-এ গাড়ি দাঁড় করানো নিয়ে বচসার জেরে শিলিগুড়ির তৃণমূল কংগ্রেস বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্যের গাড়িতে লাথি মারার অভিযোগ উঠেছে কর্তব্যরত এক আরপিএফ জওয়ানের বিরুদ্ধে। বুধবার এনজেপি স্টেশন চত্বরে ঘটনাটি ঘটেছে। পুলিশে অভিযোগ হয়নি। |
|