উত্তরবঙ্গ |
‘জল ধরা’য়
অনিয়ম, নালিশ |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: যে প্রকল্প পাঁচ বছরে শেষ করার কথা, তার ৯০ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে বলে মন্ত্রীর দাবি। জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র জানালেন, “পাঁচ বছরে রাজ্যে ৫০ হাজার পুকুর খনন করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। প্রায় ৪২ হাজার পুকুর ইতিমধ্যেই খনন হয়ে গিয়েছে। মে মাসের মধ্যে বাকি কাজও শেষ হয়ে যাবে।” কিন্তু ‘জল ধরো জল ভরো’ প্রকল্পে সদ্য তৈরি পুকুরগুলোর কাজের মান ও ভবিষ্যত নিয়ে খুশি নন বাসিন্দারা। |
|
নিজস্ব সংবাদদাতা, মালদহ: ইংরেজবাজার উপনিবার্চনকে ঘিরে মালদহ সরগরম হয়ে উঠেছে। দলীয় প্রার্থীদের জেতাতে কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস, সিপিএম হেভিওয়াট নেতাদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে শহরে। আগমী ২৩ ফেব্রুয়ারি এই আসনে ভোটন নেওয়া হবে। মঙ্গলবার কেন্দ্রীয় দুই প্রতিমন্ত্রী দীপা দাসমুন্সি ও আবু হাসেম খান চৌধুরীকে নিয়ে সকাল থেকে মালদহে রোডশো করে কংগ্রেস। সভা করে রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। |
ভোট ময়দানে
সব দলই |
|
শ্লীলতাহানি, অভিযুক্তকে বেধড়ক মার |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
পাহাড়ে মন্ত্রীর গাড়িতে হামলা |
|
নমিতেশ ঘোষ, কালিম্পং: উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের গাড়ি আটকে হামলা করা হল কালিম্পংয়ে। মঙ্গলবার বেলা সওয়া এগারোটা নাগাদ শহরের আট মাইলের কাছে প্রায় পনেরো মিনিট ধরে তাঁর গাড়ির উপরে লাঠির বাড়ি মারা হয়। বিক্ষোভকারীরা ‘বিমল গুরুঙ্গ জিন্দাবাদ’ বলে স্লোগান দিচ্ছিলেন। তবে মোর্চার দাবি, এই হামলার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। |
|
নমিতেশ ঘোষ, কালিম্পং: যা খুশি হয়ে যেতে পারত যে কোনও মুহূর্তে।
এই ভয়টাই বুকে চেপে ধরছিল। দমবন্ধ করে বসেছিলাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের গাড়ির মাঝের আসনে। রাগী মুখগুলো দুই জানলায় আছড়ে পড়ছে আর শিউরে শিউরে উঠছি। এক দিকে লাঠির বাড়ির শব্দে আঁতকে উঠলে অন্য দিক থেকেও ভেসে আসছে দমাদ্দম আওয়াজ। বাইরের ঠাসা ভিড়ে তখন দেখা যাচ্ছে না সামনের পুলিশের গাড়িটিকেও। |
গাড়িতে লাঠি, জানলায়
আছড়ে পড়ছে রাগী মুখ |
|
কলে জল মেলে না, ভরসা ঝরনা |
|
আন্দোলনে ক্রেতা
সুরক্ষা সমিতি |
শো-কজ
৬২ শিক্ষককে |
|
প্রশিক্ষিত কেএলও
জঙ্গি ধৃত |
নান্টু পালকে সরাতে
সক্রিয় কংগ্রেস |
|
টুকরো খবর |
|
|
|
|
চিত্র সংবাদ |
|
|