সুবনসিরির খোলা বাজারে বিকোচ্ছে বন্যপ্রাণীর মাংস |
নিজস্ব সংবাদদাতা, গুয়াহাটি: সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই অরুণাচলের উজানি সুবনসিরি জেলায়,
খোলা বাজারে বিকোচ্ছে বিপন্ন প্রজাতির বিভিন্ন বন্যপ্রাণীর মাংস। দাপোরিজুর বাজারে এই ধরণের মাংস বিক্রি
হওয়ার ঘটনায় সরব পশুপ্রেমীরা। দাপোরিজু এলাকায় সাই দোনি উৎসবে শিকারের ঘটনা নিয়ে শোরগোল হয়।
পশুপ্রেমীও রাজ্য বন দফতর স্থানীয় মানুষের মধ্যে বন্যপ্রাণী সম্পর্কে সচেতনতা বাড়াবার
জন্য সভা-সমাবেশও করেন। কিন্তু কাজের কাজ হয় নি। |
|
আর্যভট্ট খান, কলকাতা: নিউ টাউনের ইকো পার্কের মধ্যেই এ বার তৈরি হচ্ছে ইকো ডাইভার্সিটি পার্ক। বাংলার গাছ-গাছালি থেকে শুরু করে জীব বৈচিত্রকে চেনা যাবে এখানে। হিডকোর দাবি, শহরে এ রকম পার্ক এই প্রথম। এমনকী, দেশেও ইকো ডাইভার্সিটি পার্ক বেশি নেই। হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন বলেন, “এই পার্কটি তৈরি করার বিষয়ে আমরা ইতিমধ্যেই পরিবেশ দফতরের বায়ো ডাইভার্সিটি বিভাগের সঙ্গে কথা বলেছি। তাদের পরিকল্পনাতে ইকো পার্কের ভিতরেই এই নতুন ধরনের পার্ক তৈরি হবে। আজকের প্রজন্মরে কাছে বাংলার জীববৈচিত্র ও ইকো সিস্টেমকে তুলে ধরতেই এই নতুন ধরনের পার্ক তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই সঙ্গে পরিবেশ সম্পর্কে সচেতনতাও তৈরি করবে এই ইকো ডাইভার্সিটি পার্ক।” |
বাংলার জীব-বৈচিত্র চেনাতে
শহরে তৈরি হচ্ছে নতুন পার্ক |
|
সংস্কার নেই, মজে যাচ্ছে লালবাঁধ |
|
স্বপন বন্দ্যোপাধ্যায়, বিষ্ণুপুর: যাত্রায়, উপন্যাসে, সিনেমায়, নাটকে বিষ্ণুপুরের রাজনর্তকী লালবাঈ উজ্জ্বল হয়ে থাকলেও মজে যাচ্ছে তাঁর স্মৃতি জড়িত লালবাঁধ। মন্দিরনগরী বিষ্ণুপুরের অন্যতম দ্রষ্টব্য এই বিরাট জলাশয় এখন সংস্কারের অভাবে তার শ্রী হারিয়েছে। কিন্তু লালবাঁধকে তাঁর পুরনো রূপ ফিরিয়ে দিতে নেই প্রশাসনের উদ্যোগ। বাঁধের পিছনে জয়পুরের জঙ্গল। উল্টো দিকে বিজয় যোগাশ্রম ও সর্বমঙ্গলা মন্দিরের আটচালা। |
|
চিতাবাঘের দেহ উদ্ধার চা বাগানে |
|
সাফারি পার্ক তৈরিতে উদ্যোগ |
|
টুকরো খবর |
|
|
চিত্র সংবাদ |
|
|