লাল চন্দন কাঠ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
প্রায় ৫০ লক্ষ টাকার লাল চন্দন কাঠ উদ্ধার করেছে বন দফতর। সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহর লাগোয়া তিস্তা সেতুতে দুটি পণ্যবোঝাই ট্রাক আটক করে বন দফতরের কর্মীরা। একটি ট্রাক থেকে ৭১টি লাল চন্দন কাঠের টুকরো উদ্ধার করা হয়েছে। বন দফতর সূত্রে জানানো হয়েছে, দুটি ট্রাকেই বিদ্যুতের ট্রান্সফর্মার তৈরির সরঞ্জাম ছিল। একটি ট্রাকে বিদ্যুতের সরঞ্জামের ভিতরে চন্দন কাঠের টুকরোগুলি লুকোনো ছিল। ট্রাকটি চেন্নাই থেকে ত্রিপুরা যাচ্ছিল। দুটি ট্রাকের চালকদেরও আটক করা হয়েছে। জলপাইগুড়ি বন দফতরের ডিএফও বিদ্যুৎ দাস বলেন, “কাঠের টুকরোগুলি প্রাথমিক ভাবে লাল চন্দন কাঠ বলেই মনে করা হচ্ছে। পরীক্ষার জন্য এবং মূল্য নির্ধারণের জন্য পরীক্ষায় পাঠানো হবে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়।”
|
গত রাতে ডুকলাঙ্গিয়া বাগানে পাহারা দিচ্ছিলেন কুমার চৌরা (৩৭) ও তাঁর পাঁচ সঙ্গী। রাত দুটো নাগাদ শাবক-সহ তিনটি হাতির মুখোমুখি পড়ে যান তাঁরা। শাবকের শুঁড়ের ধাক্কায় বিনোদ চৌরা পড়ে যান। ভয় পেয়ে শাবকটি কুমারকে ধাক্কা মেরে ফেলে পিষে দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আজ সকালে, মরিয়ানির রেঞ্জ অফিসার ডি মেধি বনকর্মীদের নিয়ে ঘটনাস্থলে গেলে উত্তেজিত শ্রমিকরা বিক্ষোভ দেখায়। বনকর্মীদের মারধর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। |