রিও-র পর অলিম্পিকে নেই কুস্তি |
|
স্বপন সরকার, নয়াদিল্লি: যে ইভেন্ট থেকে লন্ডন অলিম্পিকে দুটো পদক এসেছে ভারতের, যে ইভেন্ট ঘিরে তৈরি হচ্ছিল ভারতের ‘মিশন অলিম্পিক’, সেই কুস্তিকেই আচমকা ছেঁটে ফেলা হল অলিম্পিক থেকে।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সিদ্ধান্ত নিয়েছে, ২০২০ অলিম্পিকে আর কুস্তি থাকবে না। সরকারি ঘোষণা হবে মে মাসে সিলমোহর পড়ার পর। সরকারি সিলমোহর একবার পড়ে গেলে শুধু আয়োজক দেশ চাইলেই তার পর কুস্তির অন্তর্ভুক্তি ঘটতে পারে অলিম্পিকে। |
|
রোনাল্ডোর গতি সামলাতে
পারবে না ম্যাঞ্চেস্টার ডিফেন্স
|
বিশ্বজিৎ ভট্টাচার্য: সকালে ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে একটা জিনিস চোখে পড়ল। চ্যাম্পিয়ন্স লিগ হোক কিংবা এফ এ কাপ, সাম্প্রতিক কালে দেখলাম স্যর অ্যালেক্স ফার্গুসনের টিম কোথাওই বিশেষ সুবিধা করতে পারেনি। গত পাঁচ-ছ’বছরে চ্যাম্পিয়ন্স লিগে অবস্থা বেশ খারাপ। যা দাপট, শুধু ইংলিশ প্রিমিয়ার লিগে। আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড মানে ছিল, বেকহ্যাম। রোনাল্ডো। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ বিশ্বের সমস্ত বড় ক্লাব এক সময় ফার্গুসনের টিমকে দেখে কাঁপত। |
|
|
মোরিনহোর নজর
এড়াতে
মাদ্রিদে
প্র্যাক্টিস নয় রুনিদের |
নিজস্ব প্রতিবেদন: পারলে তিনি এখনই মাঠে নেমে পড়েন।‘এল ক্লাসিকো’ নয়। কিন্তু বিশ্ব ফুটবলের সেরা আকর্ষণ হিসেবে ধরা হচ্ছে এই ম্যাচকে। এবং বুধবার রাতে বের্নাবউতে চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এক নম্বর তারকা ওয়েন রুনি জানিয়ে দিচ্ছেন, এমন মহাযুদ্ধের চাপ কী ভাবে নিতে হয়, তাঁর খুব ভালই জানা আছে। |
|
|
|
আমার নেতৃত্বের সবচেয়ে বড় পরীক্ষা: ক্লার্ক |
|
বিশ্বকাপার নিয়ে শিল্ডে কোস্তারিকার সাপ্রিসা |
|
|
|
টুকরো খবর |
|
|