নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
তেইশ ফেব্রুয়ারির কলকাতা ডার্বি বাতিল হয়ে গেল। ডার্বি-সহ প্রয়াগ ইউনাইটেডের সঙ্গে দুই প্রধানের দু’টি ম্যাচও হবে এপ্রিলে। ক্লাব কর্তাদের সঙ্গে আলোচনার পর আই এফ এ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় মঙ্গলবার সরকারি ভাবে জানিয়ে দিলেন, “জাতীয় শিবির থেকে ফুটবলার ছাড়তে রাজি নয় ফেডারেশন। সন্তোষ ট্রফির জন্য বাংলা দলেও ফুটবলার নিতে হচ্ছে। সে জন্যই ডার্বি-সহ লিগের তিনটি ম্যাচ এপ্রিলেই হবে।”
লিগের বাকি ম্যাচগুলি অবশ্য ফেব্রুয়ারি-মার্চেই হয়ে যাবে। ডার্বি বাতিল হয়ে যাওয়ায় ওই দিন হবে ইস্টবেঙ্গল-মহমেডান ম্যাচ। আই এফ এ নতুন যে সূচি তৈরি করেছে তাতে প্রয়াগ-মহমেডান ম্যাচ দেওয়া হয়েছে ১৯ ফেব্রুয়ারি। মোহনবাগান-মহমেডান ম্যাচ হবে ২ মার্চ। আই এফ এ সচিব বললেন, “ডার্বি-সহ সব বড় ম্যাচই হবে দিনের আলোয়।” মোহনবাগান ডার্বির টিকিটের দাম প্রায় আড়াই গুণ করে দেওয়ায় যুবভারতীতে মাত্র পঁচিশ হাজার লোক হয়েছিল। উৎপলবাবু বললেন, “আমরা টিকিটের দাম এমন রাখব যাতে সবাই মাঠে এসে খেলা দেখতে পারে। সবার সাধ্যের মধ্যে হয়।” যা খবর তাতে হয়তো ডার্বি দিয়েই এ বারের কলকাতা লিগ শেষ হতে পারে।
সন্তোষ ট্রফির ২০ জনের দল ঘোষণা করলেও এ দিন অধিনায়ক হিসাবে দীপেন্দু বিশ্বাসের নাম সরকারি ভাবে ঘোষণা করেনি আইএফএ। আজ বুধবার বাংলার জার্সি উদ্বোধনের সঙ্গে সঙ্গেই দীপেন্দুর নাম ঘোষণা করা হবে। দীপেন্দু ছাড়া সেই অর্থে তারকা কোনও ফুটবলারকে নেননি কোচ মনোরঞ্জন ভট্টাচার্য। অনিচ্ছুক কোনও ফুটবলারকে নিতে বরাবরই রাজি ছিলেন না বাংলার কোচ। তা তিনি যত বড় ফুটবলারই হোন। আই এফ এ তাঁর কথা মেনে নিয়েছে।
এ দিন আই এফ এ শিল্ডে আরও একটি বিদেশি দলের নাম ঘোষণা করা হল। কার্লোস হার্নান্ডেজের দেশের ক্লাব কোস্তারিকার ডিপোরটিভা সাপ্রিসাকে আনছে আই এফ এ। প্রিমিয়ার লিগের ক্লাব সাপ্রিসা কোস্তারিকার অন্যতম নামী দল। আই এফ এ কর্তাদের দাবি, দলের সঙ্গে আসছেন দুই প্রাক্তন বিশ্বকাপার। এঁদের একজন ওয়াল্টার সেন্টিনো। অন্য জন নাকি কোচ হিসাবে আসছেন নাম এনরিকো রিভার্স। তবে সাপ্রিসার ওয়েবসাইটে এনরিকোকে দেখানো হচ্ছে ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হিসাবে।
আট দলের শিল্ডে কোস্তারিকার সাপ্রিসাকে রাখা হচ্ছে মোহনবাগান, পৈলান অ্যারোজ, পুণে এফ সি-র সঙ্গে। এই গ্রুপের খেলা হবে কল্যাণীতে। অন্য গ্রুপে ইস্টবেঙ্গলের সঙ্গে রাখা হয়েছে বাংলাদেশের মুক্তিযোদ্ধা, প্রয়াগ ইউনাইটেড এবং ভাইচুং ভুটিয়ার সিকিম ইউনাইটেডকে। সিকিমের সঙ্গে অবশ্য কথাবার্তা চলছে এখনও। ইস্টবেঙ্গলের সব খেলা হবে শিলিগুড়িতে। একটি সেমিফাইনাল ও ফাইনাল হবে যুবভারতীতে। চেষ্টা চলছে একটি সেমিফাইনাল শিলিগুড়িতে করার। শিল্ডের খেলা শুরু হবে ১ মার্চ। |