টুকরো খবর
সহকারী জুড়ে দেওয়া হচ্ছে প্রবীরের সঙ্গে
প্রবীর মুখোপাধ্যায়ের ‘ব্যাকআপ’ কিউরেটর নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিল সিএবি। এত দিন ইডেন কিউরেটরের একক দায়িত্বে ছিলেন প্রবীরবাবু। কিন্তু আসন্ন আইপিএল থেকে তাঁর সঙ্গে আরও দু’জনকে জুড়ে দেওয়া হচ্ছে। যাঁর মধ্যে একজন বাংলার প্রাক্তন ক্রিকেটার এবং নির্বাচক মলয় বন্দ্যোপাধ্যায়। অন্য জন শঙ্কর পাল। সিএবি জানিয়ে দিচ্ছে, প্রবীরবাবুকে সরানো হচ্ছে না। কিন্তু তাঁর শরীরের অবস্থা ভাল নয়। অসুস্থ হয়ে পড়ছেন। কয়েক দিন আগে তাঁকে হাসপাতালেও ভর্তি করতে হয়েছে। সিএবি-র পক্ষ থেকে বলা হচ্ছে, এপ্রিল-মে-র অসহ্য গরমে টানা দু’মাস ধরে আইপিএলের উইকেট তৈরির ধকল সামলানো সম্ভব না-ও হতে পারে প্রবীরের পক্ষে। তার চেয়ে ইডেন কিউরেটরের কাজ কমিয়ে দেওয়া ভাল। সিএবি-র কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে বলছিলেন, “প্রবীরবাবুর পরিবর্ত হিসেবে এঁরা কেউ আসছেন না। তবে সাহায্য করবেন। আইপিএল থেকেই এঁরা থাকবেন।” আগামী ১৭ ফেব্রুয়ারি এঁরা দু’জন আইপিএল ওয়ার্কশপে যোগ দিতে যাচ্ছেন। এ দিকে, আইপিএলে ট্রেডিং উইন্ডোতে নিউজিল্যান্ডের বিস্ফোরক ব্যাটসম্যান রস টেলরকে ছেড়ে দিল দিল্লি ডেয়ারডেভিলস। বদলে নেওয়া হল সহারা পুণে ওয়ারিয়র্সের আশিস নেহরাকে। যার মানে, মাইকেল ক্লার্ক, যুবরাজ সিংহের সঙ্গে পুণে-র ব্যাটিং লাইন আপে থাকছেন টেলরও।

রক্ষণ নিয়ে চিন্তায় ইস্টবেঙ্গল
ক্লাবের সঙ্গে চুক্তি করার আগে ফুটবলারদের কোন কোন বিষয় নজরে রাখতে হবে! ক্লাব-ফুটবলারদের চুক্তিপত্র নিয়ে ফিফার গাইড লাইন কী রয়েছে! এই সব বিষয় জানতেই এএফপিএ আয়োজিত প্রশিক্ষণ শিবিরে হাজির ইস্টবেঙ্গলের অভিজিৎ মণ্ডল, খাবরা, নওবা, সঞ্জুরা। নতুন মরসুমে ফুটবলারদের সচেতনতা বাড়াতেই এই শিবির। এ দিন অভিজিৎ-নওবাদের ক্লাস নেন ফিপ্রোর কাউন্সেলর অ্যান্ড্রু স্কট। চুক্তিপত্রের জালে জড়িয়ে ক্লাব-ফুটবলার ঝামেলা ভারতীয় ফুটবলে চেনা ছবি। চলতি মরসুমেই যেমন ইস্টবেঙ্গলের সঙ্গে টোলগের ঝামেলা গড়িয়েছিল বহুদূর। অ্যান্ড্রুর এই ক্লাসের পর চুক্তি করার আগে হরমনজিৎ-সঞ্জুরা কতটা সচেতন হবেন সে কথা সময়ই বলবে। এরই মধ্যে বুধবার কলকাতা প্রিমিয়ার লিগে সুপার নাইনের ম্যাচে কালীঘাট এমএস-কে আটকাতে রক্ষণ নিয়ে চিন্তায় লাল-হলুদ শিবির। অর্ণব মণ্ডল, রাজু গায়কোয়াড়রা জাতীয় শিবিরে। গুরবিন্দরের চোট। এ দিন ফুটবলারদের অনুশীলন করান সহকারী কোচ রঞ্জন চৌধুরী। তিনি বললেন, “কোচ শহরে ফিরছেন। বুধবার সকালে তাঁর সঙ্গে কথা বলেই দল গড়া হবে।” টিম সূত্রে খবর, কালীঘাটের বিরুদ্ধে পেন, ওপারা সহ তিন বিদেশিই খেলাবেন কোচ। তবে ফরোয়ার্ডে চিডির বদলে শুরু করার সম্ভবনা রয়েছে বরিসিচের।

বুধবারে কলকাতা লিগ
ইস্টবেঙ্গল: কালীঘাট মিলন সংঘ (যুবভারতী, ২-০০)।

জিতল বর্ধমান
মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়ামে শুরু হয়েছে আন্তঃ জেলা অনুর্ধ্ব ১৪ ক্রিকেট প্রতিযোগিতা। প্রথম খেলায় গতবারের চ্যাম্পিয়ান বর্ধমান ১০৮ রানে মুর্শিদাবাদকে হারায়। ৪৫ ওভারে বর্ধমান করে ১৭৯-৯। দলের সানু সিংহ ৩৭ রান করেন। জবাবে মুর্শিদাবাদ ২৫ ওভারে ৭১ রান করে। বর্ধমানের অভিষেক ঘোষাল ২০ রানে ২ উইকেট দখল করেন। আজ, বুধবার বর্ধমান খেলবে বীরভূমের বিরুদ্ধে।

ফুটবলে সেরা
ট্রফি হাতে চ্যাম্পিয়ন দল। —নিজস্ব চিত্র।
পঞ্চম রাজ্য মাদ্রাসা ক্রীড়ায় ফুটবলে চ্যাম্পিয়ন হল পুরুলিয়া জেলা। গত ৬-৯ ফেব্রুয়ারি যুবভারতী ক্রীড়াঙ্গনে এই প্রতিযোগিতায় হুড়ার এম অ্যাকাডেমি হাইমাদ্রাসা চ্যাম্পিয়ন হয়। ফাইনাল ম্যাচে তারা মুর্শিদাবাদ জেলাকে ১-০ গোলে পরাজিত করে। পুরুলিয়ার হয়ে গোলটি করেন বুবাই সিং সর্দার। টিম ম্যানেজার আবদুল লতিফ আনসারি জানান, পুরুলিয়ার হয়ে অনূর্ধ্ব ১৯ বিভাগে বর্শা নিক্ষেপ প্রতিযোগিতায় স্বপনকুমার মুর্মু ও অনূর্ধ্ব ১৭ বিভাগে ৮০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রসেনজিৎ বাউরি সোনার পদক পান। অনূর্ধ্ব ১৭ বিভাগে লক্ষ্মীকান্ত কিস্কু ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতেছে। এই সাফল্যে গর্বিত তাদের স্কুল।

দৌড়ে প্রথম নীল
নীলকুমার দলুই।
ক্রীড়া ক্ষেত্রে ফের সাফল্য পেল বীরভূম। স্কুল গেমস ফেডারেশন অব ইন্ডিয়া আয়োজিত ৫৮তম জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতার ৪০০ মিটার দৌড়ে প্রথম হয়ে সোনা পেয়েছে বোলপুরের বাঁধগোড়ার নীলকুমার দলুই। ট্রিপল জাম্পে সপ্তম হয়েছে নলহাটির সাহাপুরের সঞ্জিত হেমব্রম। গত ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের এতাওয়া ন্যাশনাল স্টেডিয়ামে এই খেলা হয়। তাতে বীরভূম থেকে নীলকুমার ও সঞ্জিত প্রতিনিধিত্ব করেছিল। দু’জনেই বাঁধগোড়া কালীকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র। বোলপুর সাইস্যাজ সেন্টারে তারা প্রশিক্ষণ নেয়। স্কুলের ক্রীড়া শিক্ষক প্রদীপকুমার রায় বলেন, “তারা আরও অনেক দূর যাবে বলে আমার বিশ্বাস।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.