নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
অভয়ারণ্যে বন্যপ্রাণ দেখার এমন চমৎকার সুযোগ করে দিতে সাফারি পার্ক তৈরি করতে উদ্যোগী রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে উৎসাহী। শিলিগুড়ির উপকন্ঠে সেবকের কাছে সরিয়া পার্ক লাগোয়া মহানন্দা অভয়ারণ্যে ২৯৭ হেক্টর জায়গায় আন্তর্জাতিক মানের ওই সাফারি পার্ক তৈরি করা হবে। এ ব্যাপারে বিস্তারিত পরিকল্পনা (ডিটেল প্রজেক্ট রিপোর্ট) তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে নাগপুরের একটি সংস্থাকে। মঙ্গলবার সুকনায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব, বনমন্ত্রী হিতেন বর্মন এবং বন দফতরের অন্যান্য আধিকারিকদের সামনে প্রাথমিক খসড়া তুলে ধরেন সংস্থার কর্তারা। ছিলেন রাজ্য ও কেন্দ্র চিড়িয়াখানা কর্তৃপক্ষের আধিকারিকেরা। পরিকল্পনার পর কেন্দ্র অনুমোদন করলে এবং সুপ্রিম কোর্টের সবুজ সংকেত মিললে দ্রুত কাজ শেষ করার বিষয়টি গুরুত্ব দিতে বলেন দুই মন্ত্রীই।
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব বলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে। দ্রুত ডিপিআর তৈরির কাজ শেষ করার জন্য অনুরোধ করব। ততদিন বনাঞ্চলের ওই এলাকায় গাছ লাগানো এবং নার্সারি তৈরির কাজ শুরু হবে।” শিলিগুড়ির কাছে ওই পার্ক গড়ে উঠলে পর্যটকদের কাছে তা অন্যতম আকর্ষণের জায়গা হবে বলে মনে করেন গৌতমবাবু। হিতেনবাবু বলেন, “বন দফতর, পর্যটন এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতর একযোগে এই কাজ করতে উদ্যোগী। মুখ্যমন্ত্রী এই সাফারি পার্ক তৈরির ব্যাপারে ভীষণ উৎসাহী। ৫ বছরের মধ্যে ওই কাজ আমরা শেষ করতে চাই।”
সংস্থার এমডি আসফাক আহমেদ জানিয়েছেন, বনাঞ্চলের ওই পরিবেশ রক্ষা করেই সাফারি পার্ক গড়ে তোলা হবে। পার্কের নির্দিষ্ট বাস, জিপসিতে বনাঞ্চলের বিভিন্ন জায়গায় ঘুরে বন্যপ্রাণ দেখতে পারবেন উৎসাহীরা। সেটি সাফারি-এ বলে চিহ্নিত করা হয়েছে। পার্কে ঢোকার পর ছোট, ছোট কটেজ, বসায় জায়গা থাকবে। থাকবে কাফে, বিভিন্ন হাতের কাজের সামগ্রী কেনাকাটার দোকান, রেস্টুরেন্ট-ও। |