টুকরো খবর
ছাত্রের মৃত্যু
সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহী পঞ্চম শ্রেণির এক ছাত্রের। মঙ্গলবার বিকাল ৪টা নাগাদ ঘটনাটি ঘটে ফাঁসিদেওয়ার আমডাঙ্গি এলাকায়। ওই ছাত্রের নাম রবিন মিঞ্জ (১২)। ওই ঘটনায় অমিত এক্কা নামে সপ্তম শ্রেণির এক ছাত্র জখম হয়েছে। তাঁদের বাড়ি গয়াগঙ্গা চা বাগানে। তাঁরা ওই চা বাগান এলাকার সেন্ট পিটার্স হাইস্কুলের ছাত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকালে স্কুল ছুটির পর দু’জনে বাড়ি ফিরছিল। সে সময় শিলিগুড়ি থেকে রায়গঞ্জের দিকে যাওয়া একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা দেয়। গাড়িটিও রাস্তার পাশে খাদে পড়ে যায়। গুরুতর জখম অবস্থায় তাঁদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে রবিনের মৃত্যু হয়। ঘটনার পর প্রায় আধ ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার এক দল বাসিন্দা। পুলিশ বাসটিকে আটক করেছে। চালক পলাতক। ওই স্কুলের শিক্ষক জুনাস কেরকেট্টা বলেছেন, “রাস্তা খারাপ থাকার জন্য এমন দুর্ঘটনা হয়েছে বলে মনে হচ্ছে। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না।”

স্মারকলিপি
সংগঠনের সদস্যদের উপরে টিএমসিপি’র হামলার অভিযোগে অতিরিক্ত ডেপুটি পুলিশ সুপারকে স্মারকলিপি দিল এসএফআই। মঙ্গলবার শহরে একটি মিছিল করে ওই স্মারকলিপি দেওয়া হয়। তাদের অভিযোগ, শিলিগুড়ি পর পর দু’দিন সংগঠনের সদস্যদের হামলা করেছে টিএমসিপি। পুলিশের সামনেই হানলা চলে। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করলে পুলিশ এসএফআই সমর্থকদের গ্রেফতার করে মামলা করেছে বলে অভিযোগ। সংগঠনের দার্জিলিং জেলা সভাপতি সৌরভ সরকার বলেন, “আমাদের সদস্যদের মারধর করা হচ্ছে। পুলিশ আমাদের বিরুদ্ধেই মামলা দিচ্ছে। এটা মানা যায় না। পুলিশ আশ্বাস দিয়েছে।”

জলের সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি
বকেয়া বেতন না মিললে মালবাজার মহকুমা হাসপাতালে জলের জোগান বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন পাম্প অপারেটররা। মহকুমা হাসপাতালে ৪ জন পাম্প অপারেটর এবং এক জন কর্মী আছেন। জনস্বাস্থ্য কারিগরি দফতরের নিয়োগ করা ঠিকাদারদের মারফত নিযুক্ত অপারেটরদের বেতন দেওয়ার কথা। কর্মীরা জানান, গত ৭ মাস ধরে ‘ভালভ অপারেটর’ বেতন পাননি। অন্য চার পাম্প অপারেটররা ৩ মাস বেতন পাননি। এতে সংসার চালাতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে। গত সোমবার কর্মীরা হাসপাতালের আবাসনে জল সরবরাহ বন্ধ রাখেন। এতে সমস্যায় পড়েন ৬-টি পরিবার। দ্রুত বিষয়টি নিষ্পত্তির দাবিতে সরব নাগরাকাটার বিধায়ক যোশেফ মুন্ডা।

জেলা ফুটবলে সেরা শিলিগুড়ি কলেজ
জেলাস্তরে আন্তঃ কলেজ ফুটবল প্রতিযোগিতায় সেরা হল শিলিগুড়ি কলেজ। মঙ্গলবার সূর্যসেন কলেজকে ২-১ গোলে হারিয়ে দেয় তারা। ২ মার্চ রাজ্যস্তরে অংশ নেবে শিলিগুড়ি কলেজ দল।

ধিক্কার দিবস
কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী মুর্শিদাবাদের কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে পুলিশের মিথ্যে মামলা রুজু করার আভিযোগ তুলে ধিক্কার দিবস পালন করবে জলপাইগুড়ি জেলা কংগ্রেস। মঙ্গলবার আলিপুরদুয়ারে দলীয় কার্যালয়ে সংবাদিক বৈঠক করে একথা জানান কংগ্রেস নেতৃত্ব। দক্ষিণ দিনাজপুরে ছাত্র পরিষদের রাজ্য সভাপতি রাহুল রায়কে গ্রেফতারের ঘটনার প্রতিবাদে দলের তরফে ১৩ ফেব্রুয়ারি রাজ্য জুড়ে পথ অবরোধ করার সিদ্ধান্ত নেওয়া হলেও জলপাইগুড়ি জেলায় সেটা হবে ১৪ ফেব্রুয়ারি।

কলেজে আতঙ্ক
আচমকা কাঁপুনিতে ভয় পেয়ে যান শিলিগুড়ি কলেজের গবেষণাগারের ছাত্রছাত্রীরা। মঙ্গলবার দুপুরে কলেজ লাগোয়া একটি জলাধারে জল তোলার পাইপে বাতাস আটকে যায়। বাতাস বের হতে না পেরে শব্দ করে কাঁপতে থাকে। কলেজ ভবনের একাংশ কেঁপে ওঠে। ছাত্রছাত্রীরা ক্লাস থেকে বেরিয়ে আসেন।

দেহ উদ্ধার
মুজনাই নদী থেকে নিখোঁজ মহিলার দেহ উদ্ধার করল পুলিশ। মাদারিহাট থানার দক্ষিণ খয়েরবাড়ি গ্রামের মৃত মহিলার নাম ফুলমনি মুন্ডা (৪৯)। সোমবার রাঙালিবাজনা গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে মুজনাই নদী পেরিয়ে ফেরার পথে তিনি তলিয়ে যান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.