নান্টু পালকে সরাতে সক্রিয় কংগ্রেস |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
দলত্যাগী চেয়ারম্যান নান্টু পালকে পদ থেকে সরাতে সক্রিয় ভূমিকা নেবে কংগ্রেসের কাউন্সিলররা। মঙ্গলবার কাউন্সিলরদের সঙ্গে দলীয় নেতৃত্ব বৈঠক করেন। তার পরেই তারা কাউন্সিলরদের ওই অবস্থানের কথা দলের তরফে জানিয়ে দেন। আগামী ১৪ ফেব্রুয়ারি চেয়ারম্যানের প্রতি বামেদের অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে তলবি সভা হবে। বামেদের পাশাপাশি কংগ্রেস কাউন্সিলররা নান্টুবাবুকে পদ থেকে সরাতে সক্রিয় ভূমিকা নেবে বলে জানানো হয়েছে।
কংগ্রেসের জেলা সভাপতি শঙ্কর মালাকার বলেন, “দলত্যাগী ওই কাউন্সিলরের বিরুদ্ধে সমস্ত কাউন্সিলররাই। তাঁকে পদ থেকে সরাতে যা করণীয় সকলেই তাই করবেন।” তবে পরবর্তীতে চেয়ারম্যান নির্বাচন নিয়ে কংগ্রেসের পদক্ষেপ কী হবে তা নিয়ে আগাম কিছু জানাতে চাননি শঙ্করবাবু। এ দিনের সভায় অবশ্য ১৪ জন কংগ্রেস কাউন্সিলরের মধ্যে ৩ জন উপস্থিত ছিলেন না। তাঁরা হলেন শর্মিলা শর্মা, সুজয় ঘটক এবং তপন দত্ত। দলের তরফে জানানো হয়েছে, শর্মিলাদেবী অসুস্থতার জন্য আসতে পারেননি। তপনবাবু অন্য কাজে ছিলেন। সুজয়বাবু অবশ্য কাজে বাইরে ছিলেন বলে জানিয়েছেন।
দলত্যাগী চেয়ারম্যান নান্টুবাবুর পদত্যাগ চেয়ে গত সেপ্টেম্বর মাসে পুরসভার মাসিক সভায় সরব হন কংগ্রেস এবং বাম কাউন্সিলররা। তাতে বোর্ড মিটিং ভেস্তে যায়। সেই থেকে বোর্ড মিটিংয়ে যোগ দিচ্ছে না বাম কাউন্সিলররা। পরিষেবার কাজে যাতে বিঘ্ন না ঘটে যে জন্য কংগ্রেস কাউন্সিলরদের বোর্ড মিটিংয়ে যোগ দিতে নির্দেশ দেয় দল। তবে নান্টুবাবুর পদত্যাগের দাবিতে তাঁরাও একমত। পুরসভার ৪৭টি ওয়ার্ডের মধ্যে বামেদের ১৭ জন কাউন্সিলর চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা পেশ করেন। তবে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া চেয়ারম্যান নান্টুবাবু তার প্রেক্ষিতে বিশেষ সভা না-ডাকায় আদালতের দ্বারস্থ হয় বামেরা। কংগ্রেসের তরফে পরে তার কাউন্সিলর পদ বাতিলের দাবি জানিয়ে আদালতে মামলা করা হয়েছে বলে জানানো হয়। বামেদের মামলার প্রেক্ষিতে সম্প্রতি আলাদত নির্দেশ দেয় বিশেষ সভা ডাকার দিনক্ষণ ঘোষণার। |