প্রাইভেট টিউশন থেকে বাড়ি ফেরার পথে একাদশ শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগে এক যুবককে মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন বাসিন্দারা। সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ ঘটনাটি ঘটে রায়গঞ্জ থানার গৌরি পঞ্চায়েতের নানাহাট শ্মশান কলোনি এলাকাতে। পুলিশ আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেছে। ছাত্রীর পরিবারের করা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে হাসপাতালের পুলিশ লকআপে রেখে তার চিকিৎসা চলছে। ঘটনার সময়ে স্থানীয় হাতিয়া এলাকার বাসিন্দা ওই ছাত্রী সাইকেল থেকে পড়ে গিয়ে জখম হয়েছে। তার দুই পায়ে চোট লেগেছে।
পুলিশ জানায়, ধৃত ওই যুবকের নাম মহম্মদ আজিউর রহমান। তার বাড়ি সংলগ্ন বীরঘই গ্রাম পঞ্চায়েতের রূপাহার এলাকায়। তার পরিবারের তরফে পাল্টা অভিযোগ হয়। আইসি দীনেশ প্রামাণিক বলেন, “ওই ছাত্রীর মায়ের নালিশের ভিত্তিতে আজিউর ও তার এক আত্মীয়ের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করা হয়েছে। সে সুস্থ হলে তাকে আদালতে তোলা হবে। আজিউরের মায়ের দায়ের করা পাল্টা অভিযোগের ভিত্তিতে তাঁর ছেলেকে মারধর করে ১০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে স্থানীয় নয় যুবকের বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।” প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, রায়গঞ্জ গার্লস হাই স্কুলের ওই ছাত্রী এদিন সন্ধ্যায় রায়গঞ্জ থেকে পড়ে সাইকেলে বাড়ি ফিরছিলেন। রাস্তা দিয়ে ডেকোরেটর ব্যবসায়ী আজিউর সাইকেলে হাতিয়া সংলগ্ন পাঠানটোলায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। অভিযোগ, নানাহাট শ্মশান কলোনি এলাকায় ওই যুবক ওই স্কুলছাত্রীর চলন্ত সাইকেলে ধাক্কা মারে বলে। ওই ছাত্রী সাইকেল নিয়ে রাস্তার ওপর পড়ে গেলে ওই যুবক তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ উঠেছে। তাঁর চিৎকারে বাসিন্দারা ওই যুবককে আটক করে। পরিবারের অভিযোগ, আজিউরকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজিউর দাবি করেছে, তাঁকে স্থানীয় কয়েকজন আটকে রেখে মারধর করে টাকা ছিনতাই করেছে। এই ঘটনার পর ছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হাতিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক গৌতম সিংহ। আইসি বলেন, “রায়গঞ্জ-হাতিয়া রাজ্য সড়কে পুলিশ নজরদারি বাড়ানো হয়েছে।” |