ব্রাত্যর বার্তা
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
সরকারি বইয়ের থেকে বেশি দামে অন্য বই বাইরে থেকে কিনতে বাধ্য করার অভিযোগ উঠেছে দক্ষিণ দিনাজপুরের অধিকাংশ হাইস্কুলের বিরুদ্ধে। এতে বিপাকে পড়ুয়ারা। শিক্ষাবর্ষের শুরুতে জানুয়ারি মাসে স্কুলের তরফে পড়ুয়াদের বুকলিস্ট দেওয়া হলেও ফেব্রুয়ারিতেও গ্রামের বহু ছাত্রছাত্রী টাকার অভাবে বই কিনতে পারেনি। অভিভাবকেরা তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে জানালে তিনি বলেন, “অতিরিক্ত বই কিনতে কোনও ভাবেই পড়ুয়াদের বাধ্য করা যাবে না। এমন স্কুলের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। উচ্চশিক্ষা দফতরে একটি সেল খোলা হয়েছে। সেখানে অভিযোগ জানানো যাবে।”
|
হরিমোহন ঘোষ কলেজের গুলি চালনার ঘটনার সিবিআই তদন্ত দাবি করল ছাত্র পরিষদ। মঙ্গলবার কোচবিহারে সাংবাদিক বৈঠক করে প্রদেশ ছাত্র পরিষদের সভাপতি রাহুল রায় দাবির কথা জানান। সেই সঙ্গে সংগঠনের তরফে ঘটনার প্রতিবাদে আজ, বুধবার রাজ্য জুড়ে তিন ঘন্টা পথ অবরোধের ডাক দেওয়া হয়েছে। ছাত্র পরিষদের প্রদেশ সভাপতি বলেন, “হরিমোহন ঘোষ কলেজে তৃণমূলের মদতে গুলি চালনার ঘটনা ঘটে। সিবিআই তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি করা হচ্ছে।”
|
ইসলামপুরের এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক যুবককে গ্রেফতার করে। মঙ্গলবার ইসলামপুর থানার অলিগঞ্জ এলাকা থেকে ওই যুবককে ধরা হয়। ধৃতের নাম মহম্মদ আসরাত। সে ডাকাত দলের হামলায় জখম ব্যবসায়ীর মুড়ি মিলে শ্রমিকের কাজ করত। শনিবার রাতে শহরের শান্তি নগর এলাকায় ওই ঘটনায় দুষ্কৃতীরা কয়েক লক্ষ টাকা ও গয়না লুঠ করে বিহারের দিকে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। ঘটনার তদন্তে নেমে পুলিশ ব্যবসায়ী কান্তি কুন্ডুর মিলের শ্রমিক আসরাতের নাম জানতে পারে। এর পরেই এ দিন ওই যুবককে গ্রেফতার করা হয়।
|
পৃথক রাজ্যের দাবি নিয়ে দিনহাটা সংহতি ময়দানে সভা করল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। মঙ্গলবার ওই সভায় ছিলেন অনন্ত রায়, নমিতা বর্মন। |