l
ABP Ananda
l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Bengali Apps
l
My Anandabazar Apps
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
• কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা আরও ৩ মন্ত্রীর
• কাঁথিতে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ
বিস্তারিত...
পুলিশের নাগালের বাইরে
আজাদ, ফয়দা সাইফুলের
নিজস্ব সংবাদদাতা • মঙ্গলকোট
বালিঘাটের দখল নিয়ে নয়, বরং বেশ কিছু দিন ধরে তৃণমূল আশ্রিত এক দুষ্কৃতী যে ‘দাদাগিরি’ চালাচ্ছে তার জেরেই দশমীর ভোরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে মঙ্গলকোট ও নানুরে। অশান্তির অন্যতম কেন্দ্র, মঙ্গলকোটের লাখুরিয়ার বাসিন্দারা অন্তত তা-ই বলছেন। শুধু বলাই নয়। আজাদ মুন্সি নামে ওই দুষ্কৃতীর অত্যাচার থেকে বাঁচতে তৃণমূলেরই মদতে পুষ্ট সাইফুল খানের শরণাপন্ন হয়েছেন অনেকে অনুযোগ এলাকার সিংহ ভাগ বাসিন্দার। শুক্রবার রাত পর্যন্ত পুলিশ এক আজাদ-ঘনিষ্ঠকে গ্রেফতার করেছে। লাখুরিয়া পঞ্চায়েতের বহু বাসিন্দার অভিযোগ, গত মাস ছয়েক যাবৎ ওই এলাকা ও আশপাশে তাণ্ডব চালিয়েছে আজাদ-বাহিনী। ১০০ দিন প্রকল্পের টাকা লুঠ থেকে শুরু করে বিভিন্ন দোকানে তোলাবাজি, এমনকী গ্রামবাসীদের মারধরও করা হয়েছে। লাখুরিয়া গ্রাম থেকে কিছুটা দূরে ঝিলেরায় ডেরা গেড়ে সেখান থেকেই ৪-৫টি গ্রামে ‘শাসন’ চালাচ্ছিল তারা। অতিষ্ঠ হয়ে স্থানীয় বাসিন্দারা তৃণমূল নেতৃত্বের কাছে অভিযোগ জানান। গত ১৮ অক্টোবর বিকেলে স্থানীয় আটঘরা ফ্লাড সেন্টারে তৃণমূলের লাখুরিয়া সমন্বয় কমিটি বৈঠকও করে। সেখানে গৃহীত সিদ্ধান্তের প্রথম অনুচ্ছেদে লেখা হয়েছিল, “আমাদের অঞ্চলে আজাদ মুন্সি যে কোনও কারণে বসবাস করছেন। তিনি আমাদের তৃণমূল দলের সক্রিয় কর্মী।... আজাদ মুন্সি লাখুরিয়া অজয় নদের বালিঘাটের ব্যবসা নিয়ে থাকবেন। গ্রামবাসীদের উপরে কোনও রকম খারাপ ব্যবহার করতে পারবেন না।”
বিস্তারিত...
তৃণমূলের বিক্ষোভে বিদ্যাসাগর
সমবায় ব্যাঙ্কের বোর্ড মিটিংয়ে বাধা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
তৃণমূল কর্মীদের বিক্ষোভে বাধা পেল মেদিনীপুরের বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের বোর্ড মিটিং। শহরের ছোটবাজারের কাছে ব্যাঙ্কের প্রধান কার্যালয়েই শুক্রবার বিক্ষোভ দেখান একদল তৃণমূল কর্মী-সমর্থক। সকাল ১১টা নাগাদ বোর্ড অফ ডিরেক্টরের মিটিং হওয়ার কথা ছিল। কয়েকজন সদস্য এসেও পৌঁছন। ইতিমধ্যে একদল তৃণমূল কর্মী-সমর্থক ব্যাঙ্কে পৌঁছে সভাঘরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি, অবৈধ ভাবে মিটিং ডাকা হয়েছে। বিক্ষোভে সকালের মিটিং ভেস্তে যায়। সিপিএম পরিচালিত এই সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান যুগলকিশোর তুঙ অবশ্য দাবি করেন, “সকালে না হলেও কয়েকজন সদস্যকে নিয়ে দুপুরে একটা মিটিং হয়েছে।” পাশাপাশি, তাঁর বক্তব্য, “ব্যাঙ্কে এসে এ ভাবে হইচই করা অনভিপ্রেত। দাবি থাকতেই পারে। তা লিখিত ভাবে জানানো যায়।” মেদিনীপুরের এই সমবায় ব্যাঙ্কে একজন স্পেশাল অফিসার নিয়োগ করেছে রাজ্য সরকার। স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে বিবেক সেনকে। বিবেকবাবুই ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার।
বিস্তারিত...
শিকলে বাবা, ছেলেদের শাস্তি দিল প্রতিবেশিরা
নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি
প্রৌঢ় বাবাকে প্রায় দু’সপ্তাহ শিকল দিয়ে বেঁধে ঘরে বন্দি করে রেখেছিলেন তিন ছেলে। ওই কাজে ছেলেদের মদত দিয়েছেন মা বলেও অভিযোগ। স্থানীয় একটি ক্লাবের সদস্যরা খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশকে সঙ্গে নিয়ে প্রতাপচন্দ্র দাস নামে ওই ব্যক্তিকে মুক্ত করেন। নির্যাতনের ‘শাস্তি’ দিয়েছেন এলাকার বাসিন্দারাই। আইন হাতে তুলে নিয়ে প্রতাপবাবুর স্ত্রী ও তিন ছেলেকে প্রকাশ্যে কানধরে বসিয়ে রাখা হয়। ময়নাগুড়ির আনন্দনগরের রেল স্টেশন সংলগ্ন এলাকার ওই ঘটনায় প্রতাপবাবুর স্ত্রী ও ছেলেদের আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার জেমস কুজুর বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয় সূত্রের খবর, পেশায় চাষি, বছর আটান্নর প্রতাপবাবু প্রায় ১৫ দিন শিকল বন্দি অবস্থায় পড়ে ছিলেন। কিন্তু তা সত্ত্বেও এত দিন প্রতিবেশীরা তা টের পাননি। স্থানীয় বাসিন্দা, ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সিপিএম উপপ্রধান পরেশচন্দ্র রায় বলেন, “সম্পত্তির লোভে ছেলেরা মাকে সঙ্গে নিয়ে বাবাকে শিকল দিয়ে ঘরে বেঁধে রেখেছিল। এত দিন কেউ কিচ্ছু টের পায়নি।”
বিস্তারিত...
আপ্ত সহায়ক তোলাবাজ,
থানায় নালিশ বিধায়কের
গৌতম বন্দ্যোপাধ্যায় • উত্তরপাড়া
দলীয় আপ্ত সহায়কের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক অনুপ ঘোষাল। আর ওই ঘটনাকে ঘিরে হুগলি জেলা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে এসেছে। উত্তরপাড়া থানায় করা অভিযোগে অনুপবাবু দাবি করেছেন, তাঁর আপ্ত সহায়ক কালাচাঁদ বন্দ্যোপাধ্যায় ওরফে কালা সরকারবিরোধী এবং দলবিরোধী কাজের পাশাপাশি তোলাবাজি এবং বেআইনি কার্যকলাপের সঙ্গেও জড়িত। যদিও জেলা তৃণমূলেরই একাংশের দাবি, কালাচাঁদবাবুর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অভিযোগ করেছেন সঙ্গীতশিল্পী অনুপবাবু। আরও অভিযোগ, অষ্টমীর রাতে কালাচাঁদবাবুর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুরও চালান বিধায়কের অনুগামী উত্তরপাড়া পুরসভার দুই তৃণমূল কাউন্সিলরের দলবল। ঘটনার পরেই কালাচাঁদবাবু তাঁর অসুস্থ মাকে নিয়ে এলাকা ছেড়েছেন। কালাচাঁদবাবুর অভিযোগ, “মায়ের বুকে পেসমেকার বসানো। কিন্তু, তাঁকেও রেয়াত করেনি হামলাকারীরা। মাকে গালিগালাজ করে তারা। মা হাতজোড় করে ক্ষমা চাওয়ার পরে ওরা চলে যায়।” পুলিশে কেন অভিযোগ করেননি? তাঁর মন্তব্য, “আপাতত দলকেই সব জানিয়েছি।” জেলা পুলিশের এক কর্তা বলেন, “বিধায়ক থানায় একটা অভিযোগ করেছেন। পুলিশ তা খতিয়ে দেখছে।
বিস্তারিত...
পুজো পর্যায়ে
ছেলেদের বিশ্রাম দিয়ে বিজয়ার দায়িত্বে মেয়েরা
সুমন ঘোষ • মেদিনীপুর
দুর্গাপুজো শেষ হয়ে গেলেও পাড়ায় পাড়ায় এখনও চলছে উৎসবের রেশ। চলছে বিজয়া সম্মিলনীর পালা। কিন্তু পুজোর দায়িত্ব সামলে আবার এই অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব কাঁধে নেওয়া তো মুখের কথা নয়। তাই প্রতিবার এই দায়িত্বটা কাঁধে তুলে নেন মেয়েরাই। শরৎপল্লি সৃজনী সোশিও কালচারাল অ্যাসোসিয়েশনে এটাই রীতি। পাড়ার মহিলাদের মতে, অফিস-কাছারি-ব্যবসা সামলে চার দিনের পুজোর যাবতীয় দায়িত্ব যদি ছেলেরা নিতে পারে, তাহলে মেয়েরাই বা কম কিসে। তাই তাঁরাও এ বার ঘর-গেরস্থালি, অফিস, হাসপাতাল সামলে এগিয়ে এসেছেন বিজয়া সম্মিলনীর প্রস্তুতিতে। পেশায় শিক্ষিকা সুপ্রিয়া চক্রবর্তী, মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেপুটি নার্সিং সুপারিন্টেন্ডেন্ট মৌসুমী গঙ্গোপাধ্যায়, গৃহবধূ স্বাতী কোলে, মহুয়া মুখোপাধ্যায়, সুকৃতি চট্টোপাধ্যায়, পূর্ণিমা ঘোষ, বর্ণালী বেরারা পুরোদমে শুরু করে দিয়েছেন বিজয়া সম্মিলনীর প্রস্তুতি।
বিস্তারিত...
উৎসবের চেহারা নিয়েছে
নামোকেনানের লক্ষ্মীপুজো
নিজস্ব সংবাদদাতা • খয়রাশোল
দুর্গাপুজো বা কালীপুজোর মতো বড় কোনও পুজো ছিল না খয়রাশোলের নামোকেনান গ্রামে। সেই জন্য আক্ষেপও ছিল। বছর পঁচিশ আগে হঠাতই গ্রামে লক্ষ্মী পুজো করার ভাবনা মাথায় আসে ঘোষ পরিবারের দু-তিন যুবকের। তাঁদের উৎসাহ জোগাতে এগিয়ে আসেন দুঃখহরণ চট্টোপাধ্যায় নামে গ্রামের প্রাথমিক স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক। ঠিক হয় কেউ জমিদান করলে সেটা লক্ষ্মী পুজোর নামে রেজিষ্ট্রি করানোর খরচ দেবেন তিনি। গ্রামের কয়েকঘর ঘোষ পরিবার জমি দান করেন। মাটি, বাঁশ, তালপাতা দিয়ে তৈরি হয় লক্ষ্মীমন্দির। পাশের গ্রামের দুর্গাপ্রতিমা বিসর্জনের বিনিময়ে লক্ষ্মী প্রতিমা গড়ে দেওয়ার খরচ দিয়েছিল পাশের সেই গ্রাম। সেই শুরু। কাঁচা মন্দিরের বদলে তৈরি হয়েছে নতুন লক্ষ্মীমন্দির।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
পুনর্বিন্যাসে আসন
বাড়ল পঞ্চায়েতের
সস্ত্রীক ফেরার ফব-নেতাকে
খুঁজছে পুলিশ
দক্ষিণবঙ্গ
স্ত্রী আত্মঘাতী, স্বামী গ্রেফতার
একই সিলিং ফ্যানে
ঝুলন্ত দু’টি দেহ
বর্ধমান
কয়লা চুরি চলছে দেদার,
ইসিএল দ্বারস্থ পুলিশের
৩০ হাজার উধাও এটিএম
থেকে, নালিশ গ্রাহকের
পুরুলিয়া
রাবণকাটা নাচে
মাতল বিষ্ণুপুর
মুর্শিদাবাদ
ইদুজ্জোহায় ফের
তুঙ্গে কেনাকেটা
নমাজ কোথায় ও কখন
মেদিনীপুর
স্কুলে পোশাক সরবরাহের
দায়িত্বে এ বার স্বয়ম্ভর গোষ্ঠী
‘রুগ্ণ’ কাঁসাইয়ে
সঙ্কট বিসর্জনে
কলকাতা
৩২.২/২১.৯
আজকের দিনে
•
আন্তর্জাতিক অডিও-ভিজুয়াল
হেরিটেজ দিবস।
• ১৯২০:
ভারতের দশম রাষ্ট্রপতি কে আর নারায়ণের জন্ম। তিনি ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি।
হপ্তা শেষে...
শুক্রবার
শনিবার
রবিবার
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.